Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.
Like everyday, I woke up a little early in the morning today. And that was the reason why I woke up so early today. Is to enjoy the environment for the beautiful mist in the morning. So I woke up and brushed my teeth and came back after freshening up. There was a tea shop next to the house to have some light breakfast in the morning. And left to go to that tea shop. And went and saw some people sitting there drinking tea. I was very happy to see them drinking tea as the moment of morning tea is very good. So I asked the shopkeeper to give me a cup of tea made very nice with ginger. After making a cup of tea within two to three minutes. The shopkeeper then gave me tea and felt a refreshing morning. After tea is over. When I stood by the side of the road. At that time in the sun, an uncle near my house came. After coming, he said that he has to go to Jayanthi Hazra village to buy chicken. So I went with my uncle to keep his word. I got up and left together to buy chicken.
প্রতিদিনের মতো আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছিলাম। এবং আজকে আমি খুব দ্রুতভাবে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণটা ছিল। হল সকালবেলা সুন্দর কুয়াশার জন্য পরিবেশটা উপভোগ করা। তাই আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করলাম ফিরে আসলাম ফ্রেশ হয়ে যাবার পরে। সকালবেলা হালকা কিছু নাস্তা খাওয়ার জন্য বাড়ির পাশে একটা চায়ের দোকান ছিল। এবং সেই চায়ের দোকানে যাবার জন্য রওনা দিয়ে দিলাম । এবং গিয়ে তারপর সেখানে দেখলাম কয়েকজন লোক বসে আছে চা পান করছে । তাদের চা পান করা দেখে আমার খুব ভালো লাগছিল যেহেতু সকাল বেলার মুহূর্তটা চা খাওয়াই অনেক ভালো লাগে । তাই দোকানদারকে বললাম আমাকে এক কাপ চা দিতে আদা দিয়ে খুব সুন্দর করে । তৈরি করে দিতে তারপরে দুই থেকে তিন মিনিটের ভিতরে এক কাপ চা তৈরি করে দিলে । দোকানদার আমাকে তারপরে আমি চা খাইলাম এবং সকালবেলা একটা সতেজতা অনুভব করলাম। চা খাওয়া শেষ হয়ে যাবার পরেই। রাস্তার পাশে গিয়ে যখন আমি দাঁড়িয়েছি। রোদের ভিতর সেই সময়টা আমার বাড়ির পাশের একজন আঙ্কেল চলে আসলে । আসার পরে বলল মুরগি কিনতে যেতে হবে জয়ন্তী হাজরা গ্রামে। তাই আমি আমার আংকেলের কথা রাখতে আঙ্কেলের সঙ্গে করে ভ্যান । উঠে দুইজন মিলে রওনা দিয়ে দিলাম মুরগি কিনতে যাওয়ার উদ্দেশ্যে।
Then when we got into the van we started to go to buy chicken. I was spending that time chatting while we both got into the van and were going to buy chicken. And the chicken but managed to make a nice comment on the way to pass the road. And then suddenly we were faced with a danger. And I saw a big tractor truck stuck in the middle of the road. And on the other side I saw some clay prayer from the car inside the pond. That's why the car has lost its wheels here, that's why the car is stuck here. That's why we stopped the van because we are stuck here. There's this car in the middle of the road that we couldn't pay for. That's why we put Vanty aside after putting aside. I went to the side of the tractor and saw that after standing I was watching this work here as it was taking a lot of time. Here to throw the soil in this pond and get on the tractor vehicle. We were standing here for half an hour waiting for this tractor to come. Within some time, the car was lifted and the soil was removed. Then we left here again to buy chicken in the car.
তারপরে যখন ভ্যানে করে উঠে আমরা চলে যেতে লাগলাম মুরগি কিনার উদ্দেশ্যে। সেই সময়টা ফিরায় গল্প করে কাটাচ্ছিলাম যখন ভ্যানে উঠে আমরা দুজন বসে যাচ্ছিলাম মুরগি কিনতে। এবং মুরগি কিন্তু যাওয়ার সময় পথে সুন্দর একটা মন্তব্য করতে পেরেছি রাস্তা দিয়ে যেতে । এবং তারপরে হঠাৎ করে আমাদের সামনে একটা বিপদের সম্মুখে পড়ে যাই। এবং রাস্তার মাঝখানে দেখলাম একটা বড় ট্রাক্টর গাড়ি আটকে রয়েছে। এবং অপর পাশে দেখতে পেলাম গাড়ি থেকে কিছু মাটি নামাজ ছিল পুকুরের ভিতরে । তার জন্য গাড়িটা এখানে চাকা গেরে গিয়েছে তার জন্য এখানে গাড়িটা আটকা পড়ে আছে । এজন্য আমরা ভ্যান থামিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম কারণ আমরা এখানে আটকে পড়েছি । রাস্তার মাঝে এই গাড়িটি রয়েছে যার জন্য আমরা দিতে পারছিলাম না । সেজন্য আমরা ভ্যান্টি পাশে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে পাশে । এখানে ট্রাক্টরের পাশে গিয়ে দেখলাম দাঁড়ানোর পরে এখানকার এই কাজটা করা দেখছিলাম যেহেতু অনেক সময় লাগছিল। এখানে এই পুকুরের ভেতর মাটি গুলো ফেলতে এবং ট্রাক্টর গাড়িতে উঠতে। আধা ঘন্টা সময় আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম এই ট্রাক্টর গাড়িটা উঠার অপেক্ষায়। তার কিছু সময়ের ভেতর গাড়িটা উঠে যায় মাটি গুলো ফেলানো হয়ে যায় । তারপরে আমরা এখান থেকে রওনা দিলাম আবার গাড়িতে মুরগি কিনবার উদ্দেশ্যে।
Then when we got that house to buy chicken. Then that finger of mine was stopped after the van stopped. Then my uncle went inside a house to buy chicken. And after five to ten minutes bought the chicken and then left. I was standing on the side of the road enjoying the beautiful atmosphere. I photographed the afternoon sun. And then here on the side of the road I got to see. There are many large betel trees. I took a selfie with my camera angle with this betel nut tree. After taking a selfie while I was waiting. My uncle came at that time for uncle's arrival. And then the two got back together and left for home. I gave it after the chicken was cooked. Then we got home. And here ends my post today.
তারপর যখন মুরগি কিনার জন্য আমরা সেই বাড়িটি পেয়ে গেছিলাম । তারপরে আমার ওই আংকেলটা ভ্যান থামালো থামানোর পরে। তারপরে আমার আঙ্কেল মুরগি কেনার জন্য একটা বাড়ির ভেতর চলে গেল । এবং পাঁচ থেকে দশ মিনিট পরে মুরগি কিনে নিয়ে তারপর চলে আসলো । আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থেকে এখানকার সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করছেন । দুপুরের সূর্যের ফটোগ্রাফি করলাম । এবং তারপরে এখানে রাস্তার পাশে আমি দেখতে পেয়েছিলাম । অনেকগুলো বড় বড় সুপারি গাছ রয়েছে। এ সুপারি গাছের সঙ্গে করে নিয়ে আমি আমার ক্যামেরার অ্যাঙ্গেল একটা সেলফি তুলেছি। সেলফি তোলার করার মতে তারপর যখন অপেক্ষা করছিলাম । আঙ্কেলের আসার জন্য সেই সময় আমার আংকেল চলে আসে । এবং তারপর দুজন মিলে আবার ব্যানায় করে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে । দিলাম মুরগি কিনা হয়ে যাবার পরে। তারপরে আমরা বাড়ি পেয়ে যাই। এবং এখানেই শেষ করছি আমার আজকের পোস্ট।