Some photography of the morning scene.

in blurt-188398 •  22 days ago 

Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.

1000000503.jpg

1000000496.jpg

First of all, I left the house this morning and felt like it ever since I left. Today's environment is very different from other countries. I took out my mobile from my pocket. After extracting. I saw a small boy riding a bicycle on the road. And this boy is holding a bag in front of the bicycle. And with this environment when the little kid was cycling. It was very nice through this environment. I took a photograph with my mobile. A boy riding a bicycle. I was very happy to be able to enjoy this beautiful environment by myself. This winter morning. In the winter morning when the sun came out around 8:30 in the morning and this sunlight hit the person. It was getting a little warm. That's why the body looked so good anyway. I photographed the sun standing here in the sun. When the morning sun was rising.

প্রথমত আজকে সকাল বেলা বাড়ি থেকে বের হলাম বের হবার পর থেকেই মনে হচ্ছিল । আজকের পরিবেশটা অন্য সকল দেশে অনেক আলাদা তাই। আমি আমার মোবাইলটা পকেট থেকে বের করলাম। বের করার পরেই। রাস্তার দিকে দেখলাম ছোট্ট একটা ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছে। এবং এই ছেলেটি সাইকেলের সামনে বাধানো রয়েছে একটি ব্যাগ। এবং এই পরিবেশের সঙ্গে ছোট বাচ্চাটি যখন সাইকেল চালিয়ে যাচ্ছিল ।এই পরিবেশের মাধ্যমে খুব ভালো লাগছিল তাই ।আমি আমার মোবাইলটা দিয়ে ফটোগ্রাফি করলাম । সাইকেল চালিয়ে যাওয়া ছেলেটির। আমার বেশ ভালো লাগছিল এই সুন্দর মনোরম পরিবেশটা নিজে উপভোগ করতে পেরে । এই শীতের সকালে। শীতের সকাল বেলা যখন সকালে সাড়ে আটটার দিকে রোদ বের হয়েছিল এবং এই রোদের আলোটা গায়ে লেগে । একটু হালকা গরম গরম ফেল হচ্ছিল । শরীরটা যাই হোক অনেক ভালো লাগছিল সেজন্য । আমি এ রোদের ভিতর এখানে দাঁড়িয়ে থেকে সূর্যের ফটোগ্রাফি করেছি। যখন উঠছিল সকালের সূর্যটা ।

1000000495.jpg

1000000494.jpg

1000000491.jpg

1000000502.jpg

I found everyone standing in the sun and then I saw many people coming inside the field and I could see many people going to their own work. I was standing on the side of the road and watching inside the field. Suddenly I saw a flock of pigeons came. He was eating food. I saw them standing here and then photographed these pigeons. When dove in about 5 to 6 minutes in time. Had some food and drink here. Then suddenly flew away from here to another place. At that time, I again looked at the road and saw many people going to work for their own busyness. Cars were moving on the road. I noticed that that's why I took photography here. Then again, I saw in front of me that there are two haystacks. The plan was to make these two look pretty, so I did the photography.

এতে সকলের রোদের ভিতর দাঁড়িয়ে থাকতে পেয়ে তারপরে মাঠের ভিতরে দেখতে পেলাম অনেকেই চলে আসছে এবং অনেকেই দেখতে পারছিলাম তাদের নিজস্ব কাজে চলে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে দেখছিলাম মাঠের ভিতরে হঠাৎ করে দেখলাম এক ঝাঁক কবুতর চলে আসলো কবুতর এসে এই মাঠের ভিতরে ঈদগার মাঠে এসে কবুতর গুলো মাটি থেকে খাবার উঠিয়ে খাচ্ছিল। এগুলো আমি এখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পেয়েছিলাম তারপর এই কবুতরগুলোর ফটোগ্রাফি করলাম। প্রায় 5 থেকে 6 মিনিটে সময়টাতে যখন কবুতর। এখানে কিছু খাওয়া-দাওয়া করলো। তারপরে এখান থেকে হঠাৎ করে উড়ে চলে গেল অন্য জায়গায়। সেই সময়টাতে আমার আবার নজর গুলো রাস্তার দিকে দেখলাম অনেকেই তাদের নিজের ব্যস্ততার জন্য কাজে চলে যাচ্ছে গাড়ি চলাচল করছে রাস্তায় অনেক বেশি এটা আমি খেয়াল করেছিলাম তখন সেজন্য এখানে ফটোগ্রাফি করলাম । তারপরে আবার সামনে দেখলাম দুইটা খরের পালা রয়েছে। যোজনা এই দুইটা বেশ সুন্দর দেখাতে ছিল তাই ফটোগ্রাফি করে ফেলি।

1000000501.jpg

1000000499.jpg

After that, as we moved a little further in this Eidga field, I saw the field and saw that there was a slight fog in the far places, so I like to do some Sikan photography. And I present. The coconut trees that are seen in this picture. They actually looked very beautiful. Today in the morning environment. That moment you stand in the sun. I took a selfie on my mobile. And that's how I end this morning's moment here today.

তারপরে আমাদের এই ঈদগা মাঠে সামনে একটু এগিয়ে যেতেই মাঠের দিকে দেখতে পেলাম দূরের জায়গাগুলোতে দেখলাম হালকা করে একটু কুয়াশা জমে আছে যে জন্য এগুলোর ফটোগ্রাফি কোন সিকান ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি ‌। এবং আমার উপস্থাপন করা। এই ছবিটিতে যে নারিকেল গাছ গুলো দেখা যাচ্ছে ।এগুলো আসলে খুব সুন্দর দেখাচ্ছিল।‌ আজকে সকালের পরিবেশে। সেই মুহূর্তটা তুই রোদের ভেতর দাঁড়িয়ে থেকে। আমি আমার মোবাইলে একটা সেলফি উঠলাম । এবং আজকের সকালের মুহূর্ত এভাবেই শেষ করছি এখানে আজকে।

THANK YOU FOR READING MY POST 🥰
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  22 days ago  ·  

Very beautiful road Thanks for sharing the photography.