I ate jhal mudri and did the raw market in the afternoon and also took photographs of the traders.

in blurt-188398 •  2 months ago 

Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.

IMG_20241017_165651.jpg

IMG_20241017_165508-01.jpeg

Today afternoon after the Azaan. My mom tells me to go to the market to go to the market. Some raw vegetables and some useful items should be brought. I have to go to the market for these now. Then I got ready to go from home to market as per mother's advice. It took me five minutes to get ready. And after five minutes I went to the kitchen and from inside the kitchen I took a bag for keeping raw vegetables and then took the bag. I went to the side of the road with my hand and went there and waited for a car and after a long time. There is a van and after the van arrived I got into the van. And there were many people going to the market together. It was very nice to go to the market in the afternoon. It took only 16 minutes to go to the market. Because the market was a bit far from my house, it took some time to go. And after some time I came to the market. When I came to the raw market of the market, I saw that it was very crowded. I waited for the crowd to decrease in the raw market. I am waiting for a Jhalmuri trader sitting in a shopkeeper's shop. And while sitting in the shop I asked the shopkeeper to rub the jhal mudri nicely with masala. Then after two to three minutes the shopkeeper made Jhal Murdi and gave it to me to eat. I ate jhal muridi, it was very fun to eat jhal muridi. It is normal to get jhal mudri by eating jhal mudri. I'm very scalded, I quickly drink a glass of water from there. Then I gave the shopkeeper a 10 taka bill.

আজকে বিকেল আসরের আযানের পরে। আমার আম্মু আমাকে বলে যে বাজারে যেতে বাজারে গিয়ে ‌। কিছু কাঁচা শাকসবজি এবং দরকারি কিছু জিনিসপত্র আনতে হবে । এগুলোর জন্য হল আমাকে এখন বাজারে যেতে হবে। তারপরে আমি মায়ের কথা অনুযায়ী বাড়ি থেকে বাজারে যাওয়ার জন্য রেডি হইলাম। রেডি হতে আমার পাঁচ মিনিট সময় লেগেছিল। এবং পাঁচ মিনিট পর আমি রান্নাঘরে যায় এবং রান্নাঘরের ভিতর থেকে আমি কাঁচা শাক সবজি রাখার জন্য একটা ব্যাগ নিয়েছিলাম ব্যাগটা নিয়ে তারপরে ‌। রাস্তার পাশে গেলাম হাতে করে নিয়ে এবং গিয়ে সেখানে একটা গাড়ির জন্য অপেক্ষা করলাম এবং অনেক সময় পরে। একটা ভ্যান আছে এবং ভ্যান আসার পরে ভ্যানে উঠে পড়লাম। এবং অনেক মানুষই ছিল সকলে মিলে বাজারে যাচ্ছিলাম অনেক ভালই লাগছিল বিকেল বেলায় বাজারে যেতে। বাজারে যেতে সময় লেগেছিল মাত্র ১৬ মিনিট । কারন আমার বাড়ি থেকে বাজারটা একটু তো অনেক দূরেই ছিল তাই যেতে একটু সময় লাগলো । এবং কিছু সময়ের ভিতর আমি বাজারে চলে আসলাম ‌। এসেই বাজারের কাঁচা বাজারে বেঁচে থাকলে দেখলাম অনেকটা ভিড় হয়ে গিয়েছে। কাঁচা বাজারে ভিড় কমে যাওয়ার অপেক্ষা করলাম। আমি এই অপেক্ষা করছি একজন ঝালমুড়ি ব্যবসায়ী দোকানদারের দোকানে বসে। এবং দোকানে বসে থাকা অবস্থাতেই আমি দোকানদারকে সুন্দর করে ঝাল মুড়ি মাখায়তে বললাম সুন্দরভাবে মসলা দিয়ে। তারপর দুই থেকে তিন মিনিট পর দোকানদার আমাকে ঝাল মুড়ি তৈরি করে খাওয়ার জন্য দিল। ঝাল মুড়ি টা খাইলাম অনেক মজা ছিল ঝাল মুড়িটা খেতে। ঝাল মুড়ি খেলে ঝাল লাগবে এটাই স্বাভাবিক। আমার অনেক ঝাল লেগে গিয়েছে আমি দ্রুত করে সেখান থেকেই এক গ্লাস পানি খেয়ে নিই। তারপরে দোকানদারের আমি ঝাল মুড়ি ১০ টাকা বিল দিয়ে দিলাম।

IMG_20241017_170612.jpg

IMG_20241017_165627.jpg

IMG_20241017_170226.jpg

After paying the jhal mudri bill. When I looked at the raw market, I saw that the crowd had reduced. Then I went to the shop selling raw vegetables. And from the shopkeeper I got one kg of potatoes and half a kg of green chillies. And bought a poa brinjal. And meanwhile I paid the money to the seller after my marketing work was completely finished. Buy raw market. Then when I was completely done with the market. Then I thought I would do some photography of these market traders doing their business in the market. Then without saying a word. I turned on my phone camera and was engaged in selling seedlings and vegetables in the market. For example, onion traders, fish traders, chop singara shopkeepers. I made some beautiful photography by combining them. Then suddenly I noticed that in some time it will be evening. I have to go back home. Then I hurried back home. I end my post today here.

ঝাল মুড়ির বিল পরিশোধ করা শেষে। আমি কাঁচা বাজার দিকে তাকাতেই দেখলাম অনেকটা ভিড় কমে গিয়েছে। তারপর আমি কাঁচা সবজি বিক্রেতার দোকান এর কাছে গেলাম । এবং দোকানদারের কাছ থেকে আমি এক কেজি আলু হাফ কেজি কাঁচা মরিচ। এবং এক পোয়া বেগুন কিনেছিলাম। এবং এদিকে আমার বাজার করার কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাওয়ার পরে বিক্রেতার টাকাটা পরিশোধ করে দিয়েছি। কাঁচা বাজার কেনার। তারপরে যখন আমার এদিকে বাজারের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় । তারপরে ভাবলাম বাজারের এই ব্যবসায়ীদের বাজারে ব্যবসা করার মুহূর্তে আমি কিছু ফটোগ্রাফি করব। তারপরে বলতে না বলতেই। আমি আমার ফোনটা ক্যামেরা চালু করে বাজারে চারা সবজি বিক্রি এবং বিভিন্ন কাজে নিয়োজিত ছিল। যেমন পেঁয়াজ ব্যবসায়ী মাছের ব্যবসায়ী চপ সিঙ্গারা দোকানদার। এগুলো মিলিয়া সুন্দর কিছু ফটোগ্রাফি করলাম। তারপরে হুট করে খেয়াল করলাম আমি যে আর কিছু সময়ের ভেতর সন্ধ্যা লেগে যাবে। আমাকে বাড়ি ফিরে যেতে হবে। তারপরে আমি দ্রুত করে বাড়ি ফিরে গেলাম। আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি।

THANK YOU FOR READING MY POST 🥰
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Brother, you are very beautiful, share the post of eating with us