Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.
Today in the afternoon after the Azaan, the time. I was roaming freely and going to play sports in the field. At that time when I was passing by a garden ie. A small agricultural garden which looked very good and a variety of vegetables were grown here. Originally, there were gourd trees, bean plants, brinjal trees, etc. Many could be seen here and I enjoyed seeing them from afar. So I came here inside this garden after coming. I enjoyed the environment of this beautiful garden here. I liked the surrounding green nature a little more for him. So I quickly took the mobile out of my pocket. After taking out I first. I got to see the flowers of the gourd. Then I enter the mobile camera and focus on the gourd flower. I took a photograph and the background was too beautiful to be blurred. I loved photographing the sun in the background like this. I photographed it as it was a beautiful environment.
আজকে বিকেল বেলা আসরের আযানের পরের সময়টাতে যে সময়টা ।আমি ফ্রি ভাবে ঘোরাফেরা করছিলাম মাঠে খেলাধুলা করতে যাব। সেই সময়টাতে যখন আমি একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম অর্থাৎ। একটা ছোট কৃষি বাগান যেটা দেখতে খুব ভালই লাগছিল ।এবং এখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হয়েছিল। মূলত এখানে ছিল হল লাউয়ের গাছ পুঁইশাক সিমের গাছ বেগুন গাছ ইত্যাদি । অনেকগুলোই এখানে দেখতে পাচ্ছিলাম এবং এগুলো দেখতে পেয়ে দূর থেকে আমার অনেক ভালো লাগছিল। তাই আমি এখানে এই বাগানের ভিতর চলে আসলাম আসার পরে। এখানকার এই সুন্দর বাগানের পরিবেশটা উপভোগ করলাম। চারদিকের সবুজ প্রকৃতি তার জন্য একটু আমার বেশিই ভালো লাগছিল । তাই মোবাইলটা খুব তাড়াতাড়ি করে মোবাইলটা পকেট থেকে বের করে নিয়েছি। বের করার পরে আমি প্রথমত। লাউয়ের ফুল দেখতে পেয়েছিলাম। তারপরে আমি মোবাইলে ক্যামেরা প্রবেশ করে লাউয়ের ফুলকে ফোকাস করে। একটা ফটোগ্রাফি করলাম ।এবং ব্যাকগ্রাউন্ড টা অনেক সুন্দর ছিল ব্লার হবার জন্য । আমার খুব ভালো লাগছিল এই রকম ব্যাকগ্রাউন্ড এর সূর্য রেখে ফটোগ্রাফি করা। এটা ফটোগ্রাফি করেই ফেললাম যেহেতু সুন্দর একটা পরিবেশ ছিল তাই।
Already when I finished doing this photography then. I was standing here looking at all the vegetable works a little bit after watching. There was a window of a gourd tree with the mobile phone. Knowing this, many gourds were small. Which looked too good to be small. I then took a picture of the gourd plants covering an entire area here. The leaves looked so good because they were green. And then in the afternoon when the sun goes down. These green leaves looked brighter for the sunlight.
ইতিমধ্যেই যখন আমার এই ফটোগ্রাফি টা করা শেষ হয়ে যায় তারপরে। আমি এখানে দাঁড়িয়ে থেকে সকল সবজির জগুলো একটু করে দেখছিলাম দেখার পরে। মোবাইলটা নিয়ে এখানে যে একটা লাউ গাছের জানলা ছিল । এই জানলায় অনেকগুলো লাউ ছোট ধরেছিল। যেগুলো ছোট থাকার জন্য অনেক ভালো লাগছিল ।দেখতে তারপরে আমি এখানকার পুরো একটা এরিয়া নিয়ে লাউ গাছগুলোর একটা ছবি তুললাম। পাতাগুলো সবুজ হবার কারণে অনেক ভালো লাগছিল। এবং তারপর বিকেল বেলার মুহূর্তে সূর্যটা যখন ডুবে যাবে । সূর্যের আলোটা লাগার জন্য এই সবুজ পাতাগুলো আরো বেশি উজ্জ্বল লাগছিল দেখতে।
When I was inside the garden. At that time I took a selfie with my mobile. I felt very good from inside this vegetable garden. This garden is a family farm garden in Moo where vegetables are grown for food. And coming to this garden, I am photographing some beautiful places. Here I saw some ants moving with the bamboo shoots. Then I photographed these ants. And next to this gourd tree I saw some poo trees. At this time the flowers of the poi tree have reached maturity. Such a moment is seen now. I photographed the flowers of this plant and there was a large tree here which is suitable for eating doula. This tree has now flowered, it looks like a bean flower. After spending some time like this. In this family vegetable garden. I hope you all will like my photography from this vegetable garden today. Later I will appear with another post inshallah.
বাগানের ভিতরে যখন ছিলাম। সেই সময়টাতে আমি আমার মোবাইল দিয়ে একটা সেলফি তুললাম ।এই সবজির বাগানের ভিতর থেকে আমার অনেক ভালো লাগছিল। এই বাগানটা হলো মুতে একটা পারিবারিক কৃষি বাগান যেখানে শাকসবজি খাবার জন্য চাষ করা হয়। এবং এই বাগানটাতে এসে আমি সুন্দর কিছু জায়গার ফটোগ্রাফি করছি । এখানে বাঁশের কোনচির সাথে দেখলাম কয়েকটা পিঁপড়া চলাচল করছে । তারপরে এই পিঁপড়া গুলোর ফটোগ্রাফি করে নিয়েছি। এবং এই লাউ গাছের পাশেই দেখতে পেয়েছিলাম কয়েকটা পুঁই গাছ । পুঁই গাছের এই সময়টাতে ফুল ধরে গিয়েছে যেটা ফুলগুলো পেকে যাবে । সেই রকম মুহূর্তটাতে এখন দেখা যাচ্ছে। এই পুঁইশাকের ফুলের ফটোগ্রাফি করেছি আবার এখানে বড় একটা গাছ ছিল আড়াল গাছ যেগুলো ডাউল খাওয়ার উপযোগী । এই গাছটাতে এখন ফুল ধরেছে সেটা দেখতে সিমের ফুলের মত দেখা যাচ্ছে । এভাবে কিছু সময় কাটানোর পরে । পারিবারিক এই সবজি বাগানে। আশা করি আজকে আমার এই সবজি বাগান থেকে করা ফটোগ্রাফি আপনাদের সকলের কাছে ভালো লাগবে । পরবর্তীতে আরও একটা পোস্ট নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ।