I ate sugarcane juice while enjoying nature.

in blurt-188398 •  27 days ago 

Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.

IMG_20241120_121540.jpg

Today morning was very nice. The winter was mild which was good for that. Morning Moments Then it's after 8:30 in the morning that I had breakfast because I woke up today. Then around 11:30 pm when I was at home. At that time, I wanted to wander around the outside environment again. Anyway today was a better day than other days so I went out for a walk. After getting out, I was enjoying the beautiful scenery on the road. In fact, the beauty of nature. I like so much after spending some nice moments here. I was walking on the road, cars were moving on the road. The mind became very excited after seeing different types of them.

আজকের সকালবেলাটা বেশ চমৎকার ছিল । শীত পড়ছিল হালকা হালকা যার জন্য বেশ ভালই লাগলো। সকালবেলার মুহূর্ত তারপরে সকালবেলা সাড়ে আটটার পরে যে আজকে ঘুম থেকে উঠার কারণে আমি নাস্তা করেছি। তারপরে 11:30 টার দিকে যখন আমি বাড়িতে ছিলাম । সেই সময়টাতে আবার ইচ্ছা করলেও বাইরের পরিবেশ এর ভিতর একটু ঘুরাঘুরি করতে। যাই আজকে অন্য দিনের চেয়ে সুন্দর দিন ছিল বলে ঘুরতে বের হয়েছি। বের হবার পরেই রাস্তা দিয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো নিজে উপভোগ করে নিজে অনেক আনন্দ পাচ্ছিলাম। আসলে প্রকৃতির সৌন্দর্য আসলে । আমার কাছে খুব ভালো লাগে তাই এখানে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর পর। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছিল । বিভিন্ন ধরনের এগুলো দেখে মনটা অনেক ফুরফুরা হয়ে গেল।

IMG_20241120_121546.jpg

IMG_20241120_121741.jpg

I was walking along the road for a long time enjoying the nature. So whenever I was walking, I suddenly saw it on the side of the road. A man is selling sugarcane juice. This makes my tongue water because I love sugarcane juice so much. That's why after a long time today I saw sugarcane juice for food. Then I walked slowly and stood next to the van. After the stand there were a few people who were making sugarcane juice with machines and they were eating later when the crowd thinned out. Then I asked to give me a glass of hand juice. Then within two to three minutes he selected a good one and grinded it with a machine and gave me a glass of juice. I felt a lot of peace after eating the juice. Anyway, it felt good. Very sweet boy and cool. I ate this juice today after a long time and it felt good. I have to eat it. After eating. I paid ten rupees to the sugarcane juice seller for consuming this sugarcane juice.

দীর্ঘ সময় ধরে রাস্তা দিয়ে হাঁটছিলাম প্রকৃতিটা উপভোগ করতে করতেই। তাই যখনই হাঁটছিলাম সেই সময় হঠাৎ করে রাস্তার পাশে দেখলাম। একজন লোক আখের রস বিক্রয় করছে। এটা দেখেই আমার জিহ্বায় জল চলে আসে কারণ আখের রসটা খেতে আমি খুবই পছন্দ করি। সেজন্য দীর্ঘ অনেকদিন পরে আজকে আখের রস খাবার জন্য সামনে দেখেছি। তারপর একটু আস্তে আস্তে হেঁটে গিয়ে সামনেই ভ্যানের পাশে দাঁড়ালাম । দাঁড়ানোর পরে কয়েকজন লোক ছিল যাদেরকে আখের রস মেশিন দিয়ে পিষে তৈরি করে দিচ্ছি এবং তারা খাচ্ছিল খাবার পরে যখন ভিড় কমে যায় । তারপরে আমি বললাম আমাকে এক গ্লাস হাতের রস দিতে। তারপর দুই থেকে তিন মিনিটের ভিতর একটা ভালো আর বেছে নিয়ে মেশিন দিয়ে পিষে আমাকে রস দিয়ে দিলেন এক গ্লাস। রসটা খাবার পরে অনেক শান্তি অনুভব করলাম যাই হোক অনেক ভালো লাগলো। অনেক মিষ্টি ছেলে এবং ঠান্ডা। দীর্ঘ অনেকদিন পর আজকের এই রস খেয়েছি তার জন্য অনেক ভালো লেগেছে‌ । আমার কাছে এটি খেতে। খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে । আখের রস বিক্রেতার কাছে আমি দশটা টাকা দিয়েছি এই আখের রস খাওয়ার দাম ।

IMG_20241120_122051.jpg

IMG_20241120_122052.jpg

Then after giving the price to this seller. I walked back a little from there. Because I have seen the beautiful scenery here and every time I have seen it here. Which is sold for a photography of the beautiful environment here. Then I photographed the place beautifully. It was a very beautiful place. I have talked with friends for some time since your age. And at that time many vehicles were plying on the road like vans, autos, etc. And some time after talking with a friend. Then I went home and enjoyed a nice time like this.

তারপরে দামটা এই বিক্রেতার কাছে দিয়ে দেওয়ার পরে । আমি সেখান থেকে একটু হেঁটে পিছিয়ে গেলাম ‌। কারণ এখানকার সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি এবং এখানে যখনই দেখেছি‌। যে আর বিক্রয় করা আছে এখানকার সুন্দর পরিবেশের একটা ফটোগ্রাফি করার জন্য । তারপর সুন্দরভাবে এখানকার জায়গার ফটোগ্রাফি করলাম বেশ সুন্দর জায়গা ছিল এখানে। তোর বয়স এখানে থেকে আমি কিছু সময় বন্ধুদের সঙ্গে গল্প করেছি। এবং সেই সময়টাতে রাস্তা দিয়ে অনেকগুলো গাড়ি চলাচল করছিল ভ্যান গাড়ি অটো গাড়ি ইত্যাদি এগুলাই। এবং কিছু সময় বন্ধুর সঙ্গে গল্প করার পরে । তারপরে আমি বাড়ি চলে আসি এভাবেই সুন্দর একটা সময় উপভোগ করতে পেরেছি।

THANK YOU FOR READING MY POST 🥰
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!