Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.
I have always loved natural beauty. Because nature is the reason why we are all good. We can get oxygen from nature. To develop our life beautifully. But nature should be enjoyed beautifully. And spend time with nature. So I am out of the house to spend some beautiful moments my friend. Friend with younger brother. Within a few hours of leaving home. I started walking to see the beautiful nature.
প্রাকৃতিক সৌন্দর্য আমি সবসময়ের জন্য অনেক পছন্দ করি। কারণ প্রকৃতি আমাদের সবকিছুই ভালো থাকার কারণ । প্রকৃতি থেকে আমরা অক্সিজেন গ্রহণ করতে পারি। আমাদের জীবনটা সুন্দরভাবে গড়ে ওঠার জন্য । হলেও প্রকৃতিকে সুন্দরভাবে উপভোগ করতে হবে। এবং প্রকৃতি ভালো সময়ের সঙ্গে কাটাতে হবে। তাই আমি কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য বাড়ি থেকে বের হয়েছি বন্ধু । বন্ধু ছোট ভাইয়ের সাথে। বাড়ি থেকে বের হওয়ার কিছু সময়ের ভিতরেই। হাঁটা শুরু করেছি প্রকৃতি দেখতে যাওয়ার জন্য সুন্দর করে।
Whenever the three of us were passing by, we saw on the way. The farm laborers were returning home after finishing their afternoon work and I saw this moment in the afternoon. Then I saw a very beautiful scene here. Where I can see in this scene is someone going home after work. After finishing the work with the buffaloes, the shepherd is going home. Again the cowherd is going home with the cow and the Honda bike is moving through the busy road. To tell the main story, the moment of the afternoon was quite extraordinary today. I see a man walking home with grass on his head. In fact, because I was able to get out of these moments in the afternoon, I found the moments to be quite wonderful. And everything that is seen here has happened in nature. I was able to enjoy these myself from the naturalists this afternoon.
যখনই আমরা তিনজন মিলে পথ দিয়ে যাচ্ছিলাম ।সেই সময়টাতে যাওয়ার পথেই দেখতে পেলাম। যে কৃষক শ্রমিক তারা তাদের বিকেলবেলা ক্লান্তি মুহূর্তে কাজ শেষ করে সবাই বাড়ি ফিরছিল এবং বিকেল বেলা এই মুহূর্তটা আমি দেখেছি। তারপরে এখানে খুব সুন্দর ভাবে একটা দৃশ্য দেখতে পেয়েছি । যেখানে এই দৃশ্যের ভেতর দেখতে পেয়েছি আমি কেউ একজন আছে কাজ শেষে বাড়ি যাচ্ছে। আবার মহিষগুলো নিয়ে কাজ শেষ করে রাখাল বাড়ি যাচ্ছে। আবার গরুর রাখাল গরু নিয়ে বাড়ি যাচ্ছে ব্যস্ততম রাস্তা দিয়ে হোন্ডা বাইক চলাচল করছে। মূল কথা বলতে গেলে বিকেলের মুহূর্তটা বেশ অসাধারণ ছিল আজকের । আমার একজন লোক মাথায় ঘাস নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন দেখে মনে হচ্ছে। আসলে এসব মুহূর্তগুলো বিকেলগুলো আজকে বের হতে পেরেছি বলেই দেখতে পেলাম মুহূর্তগুলো বেশ দারুন। এবং এখানে সবই তো যা দেখা যাচ্ছে এগুলো প্রকৃতিতে ঘটেছে । এগুলো প্রকৃতিবিদের থেকে আমি নিজে উপভোগ করতে পারলাম আজকে বিকেলে।
I found that I was on the way to becoming a real person during this time. Due to the drying up of water all around inside this river. Here the water has dried up from the bridge inside the river. And there were some bricks on the side of the bridge that now goes over the water. I loved seeing them. Then I went there and water was flowing over it. We went over it my friend as if on this side then had a lot of fun standing here and this place had water. I did photography at that moment. Then after about 5 to 6 minutes some time when I reached the river bank. By going to this river. I saw two boats on the side. Due to the obstacle together, I have taken the photography of these two boats. I am concluding my post here.
আমি কিছুটা পথ প্রকৃত করতে করতে যা ছিলাম এই সময়টাতে দেখতে পেয়েছি । এই নদীর ভিতরে চারিদিকে একদম পানি শুকিয়ে যাবার কারণে। এখানে নদীর ভিতর থাকা ব্রিজটার উপর থেকে পানি শুকিয়ে গিয়েছে । এবং ব্রিজের পাশের উপরে কিছু ইট ছিল যেগুলো এখন পানির উপর দিয়ে যাচ্ছে। এগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগছিল। তারপরে আমি সেখানে গিয়ে এই উপর দিয়ে পানি যাচ্ছিল । আমরা এর উপর দিয়ে গেলাম আমার বন্ধু যেন এই পাশ দিয়ে তারপরে অনেক মজা করলাম এখানে দাঁড়িয়ে থেকে এখানকার জায়গাটির পানি ছিল। সেই মুহূর্তে ফটোগ্রাফি করেছি। তারপরে প্রায় 5 থেকে 6 মিনিট পরে কিছু সময় যখন নদীর পাড়ে পৌঁছে গিয়েছি এসে । এই নদীটাতে গিয়েই । পাশে দেখলাম দুইটাটা নৌকা বাধা আছে । একসঙ্গে বাধা থাকার কারণে তাই এই নৌকা দুটোর ফটোগ্রাফি করে নিয়েছি। সমাপ্ত করছি আমি আমার এই পোস্ট এখানেই।