Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.
This afternoon when things were not looking good. For that I left home after leaving home. The desire arose. There is a field next to our house so we can go for a walk. So thinking this I will leave to go inside the field. At that time, I met my neighbor's nephew. Then I called my nephew to come with me. Then he gets ready to go inside the field. Then we both left for the field.
আজকে বিকেল বেলা সময় যখন কিছু ভালো লাগছিল না। তার জন্য আমি বাড়ি থেকে বের হয়েছি বাড়ি থেকে বের হবার পর। ইচ্ছা জেগেছিল। আমাদের বাড়ির পাশে মাঠ আছে যেহেতু একটু ঘুরতে যাওয়াই যায় । তাই এটা ভাবতেই আমি মাঠের ভিতরে যাওয়ার জন্য রওনা দিব । সেই সময়টাতে আমি আমার এক বাড়ির পাশের ভাতিজার সঙ্গে দেখা হয়ে যায়। তারপরে ভাতিজা আমার সঙ্গে যাবার জন্য তাকে ডাক দিলাম। তারপরে সে মাঠের ভিতরে যাবার জন্য রেডি হয়ে যায়। তারপরে আমরা দুইজন মিলে মাঠের দিকে রওনা দিয়ে দিলাম।
My nephew and I were going for a walk together. At that time I saw it on the side of the road. A vegetable garden. The vegetable garden was quite big. And here I stopped and looked and saw this vegetable garden here. Some of the sims that bloomed were beautiful to look at that I immediately. Standing there, he took out some mobile phones from his pocket. Please look at the flower photography of this sim, it was incredibly beautiful green. And the environment around here was very pleasant. There was a little bit of sunshine due to which the nature environment here looked quite bright. And here with this flower I saw a few seams. I have taken photographs of the big ones.
ভাতিজা এবং আমি দুইজন মিলে যখন হাটাহাটি করতে করতে যাচ্ছিলাম । সেই সময়টাতে পথের ধারে দেখতে পেয়েছিলাম। একটা সবজির বাগান । সবজির বাগানটা বেশ একটু বড়ই ছিল। এবং এখানে একটু থেমে গেলাম দেখে এবং এখানে এই সবজির বাগানটাতে দেখলাম। যে কিছু সিমের ফুল ফুটেছিল যা দেখতে খুব সুন্দর ছিল যা আমি তাৎক্ষণিক । সেখানে দাঁড়িয়ে থেকে কিছু মোবাইলটা বের করে পকেট থেকে। এই সিমের ফুলের ফটোগ্রাফি করে প্লিজ দেখতে অসম্ভব সুন্দর সবুজ ছিল। এবং এখানকার চারদিকের পরিবেশটা একদম মনোরম ছিল । হালকা একটু রোদ ছিল যার জন্য এখানকার প্রকৃতির পরিবেশটা বেশ উজ্জ্বল লাগছিল। এবং এখানে এই ফুলের সঙ্গে সঙ্গে দেখেছিলাম কয়েকটা সিম হয়ে গিয়েছে। বড় এগুলোর ফটোগ্রাফি করে নিয়েছি।
After enjoying this moment, both of us started moving forward again. My nephew was ahead of me and we were going together towards the mustard field in front of that field. Within some time we came here to this mustard field. And then it was sunny here which was great. My main hope here is to see the sunset so late in the afternoon. Then I was spending a very nice moment here with my nephew. Then I saw it in the neighboring land. I went to the paddy field where the paddy was being cultivated and took a photograph of the paddy plant. The entire picture of the rye plant looked very green. Then from here the entire land of mustard field could be seen. I took photography. This is how we spent the last afternoon together.
এই মুহূর্তটা উপভোগ করার পরে দুজন মিলে আবার সামনের দিকে এগোতে থাকলাম । আমার ভাতিজা আমার আগে ছিল দুজন মিলে যাচ্ছিলাম সামনে ওই মাঠের ভিতর সরিষা ক্ষেতের দিকে। কিছু সময়ের ভিতরে আমরা এই সরিষা ক্ষেতের এখানে চলে আসলাম । এবং তারপরে এখানে রোদ পড়ছিল যার জন্য অনেক ভালো লাগছিল । শেষ বিকেলের এতটা সূর্যটা অস্ত যাওয়াটা দেখার জন্যই আমার এখানে মূলত আশা । তারপর এখানে খুব সুন্দরভাবে মুহূর্ত কাটাচ্ছিলাম ভাতিজার সঙ্গে ভাতিজার কিছু ফটোগ্রাফি করে দিলাম ।এই সরিষা ক্ষেতের পাশ থেকে । তারপর সেখানেই পাশের জমিতে দেখতে পেয়েছিলাম । রাই চাষ করছিল রাই চাষের জমিটাতে গিয়ে সেই রাইগাছের ফটোগ্রাফি করলাম। রাই গাছের পুরো ছবিটা খুব সুন্দর সবুজ দেখাছিল। তারপরে এখানে থেকে সরিষা ক্ষেতের পুরো জমিটা দেখা যাচ্ছিল । বলে ফটোগ্রাফি করে নিলাম। এভাবেই শেষ বিকেলটা দুজন মিলে কাটালাম।