Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.
Today I left home at noon to enjoy nature. After leaving the house, I went to a van for two to three kilometers. Then after reaching the banks of Sundar river. I got to see the beautiful scenery here because the atmosphere was very nice. When I came here I saw the river around. Here I saw a big mother tree. The tree is several years old. And I saw many roots of this tree. And this tree looked very spiritual to me.
আজকে আমি দুপুর বেলার সময় প্রকৃতি উপভোগ করার জন্য বাড়ি থেকে বের হয়েছিলাম। বাড়ি থেকে বের হবার পরেই দুই থেকে তিন কিলোমিটার পথ একটি ভ্যানে চলে গিয়েছি। তারপরে সুন্দর নদীর ধারে পৌঁছানোর পরে । আমি এখানকার সুন্দর দৃশ্য গুলো দেখতে পেয়েছি কারণ সেখানের পরিবেশ ছিল বেশ চমৎকার। এসেই এখানে দেখতে পেলাম চারপাশে নদী । এখানে একটা দেখতে পেয়েছি বড় একটা মাদার গাছ । যে গাছটা কয়েক বছরের পুরনো। এবং এই গাছের শিকড় গুলো দেখতে পেলাম অনেক । এবং এই গাছটা দেখতে অনেকটা আধ্যাত্মিক লাগছিল আমার কাছে।
And on top of this tree I saw two children playing here. But I was very afraid to see them because here were these children playing. But there was one more thing that seemed to me because since I came here it could be the children here. The river in the scenery behind this tree here was actually quite nice. Every time I saw the beautiful water ripples in the river there was light. Although I didn't get close from a distance, I saw a boat in this river again. There are a few obstacles together and some boats. Which are kept aside one by one. It was really a beautiful blue sky environment this time.
এবং এই গাছের উপরে দেখলাম দুটো বাচ্চা এখানে খেলাধুলা করছে। তবে আমার কাছে এগুলো অনেক ভয় লাগছিল দেখতে পেলে কারণ এখানে এই বাচ্চাদের খেলা করছিল। তবে আরো একটা জিনিস আর মনে হল কারণ এখানে যেহেতু আমি আসলাম এখানকার বাচ্চাই হতে পারে । এখানকার এই গাছের পিছনের দৃশ্যের নদীটা আসলে বেশ চমৎকার লাগছিল। যখনই আমি দেখেছিলাম যে নদীর ভিতর সুন্দর পানি ঢেউ খাচ্ছে হালকা হালকা দেখা যাচ্ছিল। যদিও দূর থেকে কাছে যাওয়া হয়নি আবার এই নদীতে নৌকা দেখতে পেলাম । একসঙ্গে বাধা রয়েছে কয়েকটা এবং আবার কিছু নৌকা রয়েছে। যেগুলো একপাশে রাখা হয়েছে একটা করে। আসলেই বেশ চমৎকার নীল আকাশের পরিবেশটা ছিল এই সময়।
Watch the children play here and enjoy the ambiance of the river. Then I moved away. Because here at this time it was extremely hot and the sun was shining on the skin. For the reason that I went to Hafs, I got to see the side there. There was a big shop and in the morning it was time to go and stand next to the shop. I took a photograph of this beautiful environment here. Where these pictures of me are seen is a big mother tree. Then I saw the time to go home next door. Where there is a whole field area which is very green. And I saw how many goats are feeding on grass here. Then within some time I went back home.
এখানে বাচ্চাদের খেলা দেখে এবং নদীর পরিবেশটা উপভোগ কর। তারপরে একটু দূরে সরে গিয়েছি। কারণ এখানে এই সময়টা অতিরিক্ত গরম পড়ছিল গায়ে অনেক রোদ পর্যন্ত । যার কারণে আমি হাফসে গিয়েছিলাম তার জন্য সেখানে পাশে দেখতে পেয়েছি । বড় একটা দোকান ছিল এবং সকালে দোকানের পাশে গিয়ে দাঁড়ানোর সময় তাতে। এখানকার এই সুন্দর পরিবেশের একটা ফটোগ্রাফি করেছি। যেখানে আমার এই ছবিগুলো দেখা যাচ্ছে বড় একটা মাদার গাছ । তারপর পাশে বাড়িতে যাওয়ার সময় টা দেখতে পেয়েছিলাম। যেখানে পুরো একটা মাঠের এরিয়া রয়েছে যেটা অনেক সবুজ। এবং এখানে কতটা ছাগলের ঘাসও খাওয়াচ্ছে দেখেছি আমি। তারপর কিছু সময়ের ভিতরে আমি বাড়ি ফিরে গেছি।