Dewy morning photography.

in blurt-188398 •  3 days ago 

Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.

1000007093.jpg

After waking up this morning, I wanted to go to the field and do some beautiful photography of the dewy environment. Then I cleaned myself by brushing my teeth. After it clears itself. Then I charged the mobile after the search was done. I left the house and left. Inside the field next to our house. I saw after going inside the ground. The environment has been beautiful and this environment can be seen more in the morning. Then I prepared myself for photography and enjoyed the places inside the grounds. And see which ones are perfect for photography.

আজকে সকাল বেলা ঘুম থেকে উঠার পরে আমার ইচ্ছা করলো মাঠে গিয়ে শিশির ভেজা পরিবেশের কিছু সুন্দর চমৎকার ফটোগ্রাফি করব। তারপরে আমি দাঁত ব্রাশ করে নিয়ে পরিষ্কার হয়েছি । নিজেই পরিষ্কার হয়ে যাবার পরে । তারপরে মোবাইলটা চার্জে লাগিয়েছিলাম চার্জ হয়ে যাবার পরে। আমি বাড়ি থেকে বের হলাম বের হয়েই রওনা দিয়ে দিলাম। আমাদের বাড়ির পাশে মাঠের ভিতর। মাটির ভিতরে যাবার পরে দেখতে পেলাম। সুন্দর চমৎকার পরিবেশ হয়েছে ঋযেটা এই সকাল করে বেশি দেখা যায় ‌ এই পরিবেশটা। তারপরে আমি ফটোগ্রাফি করার জন্য নিজে প্রস্তুত হয়ে মাঠের ভিতরে জায়গাগুলো ভোগ করতে থাকি। এবং দেখতে থাকি কোনগুলো ফটোগ্রাফি করার জন্য পারফেক্ট।

1000007080.jpg

1000007091.jpg

Then I'm off to photography. I went and stood next to a wheat field and saw dew wet wheat leaves. I took a photograph of dew wet wheat leaves with my mobile camera. There was a very nice atmosphere here. For being wet with dew this morning. And one more thing I noticed while doing photography. The environment here was quite good due to which. I was having a great time doing photography.

তারপরে আমি ফটোগ্রাফি করার জন্য। একটা গমের জমির পাশে গিয়ে দাঁড়ালাম ।এবং শিশির ভেজা গমের পাতা দেখতে পেলাম দেখার পরে । আমি আমার মোবাইলের ক্যামেরা দিয়ে শিশির ভেজা গমের পাতার ফটোগ্রাফি করলাম । এখানে বেশ সুন্দর চমৎকার পরিবেশ হয়েছিল । এই সকাল বেলা শিশির ভেজা হয়ে থাকার জন্য ‌ । এবং আরো একটা জিনিস আমি ফটোগ্রাফি করার সময় খেয়াল করেছিলাম। ‌এখানকার পরিবেশটা বেশ বেশ ভালো ছিল যার কারণে । ফটোগ্রাফি করতে আমি অনেক ভালো সময় কাটাচ্ছিলাম।

1000007077.jpg

1000007089.jpg

1000007079.jpg

1000007085.jpg

Enjoying a good moment here. I also saw at that time a whole land lying empty. Where there is no cultivation for which the land is completely empty. Then I went on that land and I saw some grass like brother grass. Which I saw above. An insect is sitting. It looked great then I took a photo with my mobile and here it is. But the name of the insect sitting on this grass was unknown to me. On this side, I saw a small white grass with a beautiful flower. The beauty of this flower has grown so much for the little ones. Already then I looked at the sky and saw birds flying in the morning. Then I left for home again when I said I would go home. Just at that time I was passing by the road and saw two birds sitting on a branch. After seeing this, I took a photograph of the two birds and zoomed in. The two birds were far away. This is how I enjoyed the dewy morning moment today. Hope you all like the photography.

এখানে যখন ভালো একটা মুহূর্ত উপভোগ করছি। আমি সেই সময়টাতে আরো কিছু দেখলাম পুরো একটা জমি ফাঁকা পড়ে রয়েছে ।যেখানে কোন চাষ করা হয়নি যার জন্য পুরো ফাঁকা রয়েছে জমিটা । তারপর সেই জমির উপর গেলাম জমির উপরে গিয়ে দেখলাম কয়েকটা ঘাস রয়েছে যেমন ভাইটা ঘাস। যেটির উপরে দেখতে পেয়েছিলাম। একটা পোকা বসে আছে। বেশ দারুন লাগছিল তারপরে আমি আমার মোবাইল দিয়ে ফটোগ্রাফি করে নিয়েছি এবং তবে এই। তবে এই ঘাসের উপর বসে থাকা পোকাটার নাম আমার অজানা ছিল। এখানকার এই পাশে দেখতে পেয়েছিলাম ছোট্ট একটা সাদা ঘাস যেটাতে খুব সুন্দর একটা ফুল ফুটেছে। ছোট ছোট যার জন্য এই ফুলের সৌন্দর্যটা খুব বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই তারপরে আকাশের দিকে তাকিয়ে দেখলাম সকালে পাখি উড়ে যাচ্ছে। তারপরে আমি আবার বাড়ির দিকে রওনা যখন দিয়েছিলাম বাড়ি চলে যাব । ঠিক সেই সময়টা আমি রাস্তার পাশ দিয়ে যেতেই দেখতে পেয়েছিলাম যে দুটো পাখি এক ডালে বসে আছে । এটি দেখতে পেয়ে পাখি দুটোর ফটোগ্রাফি করে নিয়েছি জুম করে কান পাখি দুটি অনেক দূরে ছিল। এভাবেই আজকে শিশির ভেজা সকালের মুহূর্তটা উপভোগ করেছি। ফটোগ্রাফি করেছে আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।

THANK YOU FOR READING MY POST 🥰
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!