Afternoon walk with friends in the beauty of nature.

in blurt-188398 •  2 months ago 

Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.

IMG_20241017_163641-01.jpeg

I absolutely love to travel anywhere. If that's the case, I like walking in nature in the afternoon. Then I want to enjoy the nature today and go for a walk in the afternoon. So I called my friend. After the call my friend was very keen to go for an afternoon tour. Then I asked my friend to come quickly in front of our house, meanwhile I quickly got ready, after getting ready I went to the side of the road and stood for two to three minutes in Pira, my friend came to go for a walk in the afternoon. A friend had a bicycle. I got on the bike and my friend was driving. And we wanted to cycle through the road to enjoy the beautiful nature. After cycling for about 15 to 20 minutes, I saw a beautiful bridge and on the other side of the bridge I saw Amlabari Madrasa and Orphanage. Then I started walking again along the road. After about ten minutes I saw a long road in the gazette. Palm trees have been planted very nicely on the side of this road. Due to which the environment here looks very beautiful.

যেকোনো জায়গায় ঘুরতে যাওয়াটা আমার নিতান্তই অনেক পছন্দের ‌। যদি তা হয় প্রকৃতির ভেতর বিকেলবেলা ঘোরাঘুরি আমার অনেক ভালো লাগে এইগুলা। তারপরে আমার ইচ্ছা হলো আজকে প্রকৃতিটাকে উপভোগ করে বিকেলে একটু ঘুরতে যাব। তাই আমি আমার বন্ধুকে কল দিলাম কল দেওয়ার পরে আমার বন্ধু বিকেলবেলা ঘুরতে যাওয়ার জন্য অনেক আগ্রহী ছিল। তারপরে বন্ধুকে বললাম দ্রুত আমাদের বাড়ির সামনে চলে আসতে এদিকে আমি দ্রুত তাড়াতাড়ি করে রেডি হলাম রেডি হবার পরে রাস্তার পাশে গিয়ে দাঁড়ালাম পিরায় দুই থেকে তিন মিনিট দাঁড়ানোর পর আমার বন্ধু চলে আসে ঘুরতে যাবার জন্য বিকেলে। বন্ধুর একটা বাইসাইকেল ছিল। বাই সাইকেলে উঠলাম এবং আমার বন্ধু চালাচ্ছিল। এবং আমরা সুন্দর প্রকৃতিটা উপভোগ করতে করতে রাস্তা দিয়ে চাচ্ছিলাম সাইকেল এ চড়ে। প্রায় ১৫ থেকে ২০ মিনিট সাইকেল চালিয়ে যাবার পরে দেখলাম সুন্দর একটা ব্রিজ এবং ব্রিজের ওই পাশেই দেখলাম দেখলাম আমলাবাড়ির মাদ্রাসা এবং এতিমখানা। তারপর রাস্তা দিয়ে আবারো চলতে শুরু করলাম। প্রায় দশ মিনিট পর আরও একটু গেজেটে দেখলাম লম্বা একটা রাস্তা । এ রাস্তার পাশ দিয়ে খুব সুন্দরভাবে খেজুর গাছ লাগানো হয়েছে। যার কারণে খুব সুন্দর দেখা যাচ্ছে পরিবেশটা এখানকার।

IMG_20241017_161831_HDR-01.jpeg

IMG_20241017_162722_HDR_PORTRAIT-01.jpeg

IMG_20241017_162941-01.jpeg

IMG_20241017_163717-01.jpeg

IMG_20241017_162806_HDR_PORTRAIT-01.jpeg

IMG_20241017_163525_HDR-01.jpeg

There is a small canal beside the palm trees and on the other side of the canal I saw beautiful paddy fields green fields. And in front there was a mother tree for which there was a beautiful natural beauty. So seeing this place we stood here me and the mobile took a selfie and took a photograph of this beautiful place and then sat on the bridge with my friend. My friend took some pictures of me and then I took some pictures of my friend from the bridge. And there was a beautiful view in front under the palm trees which made it look so good. I then asked my friend to go ahead and take a photograph from the back while sitting on the bicycle. It will be almost evening by the time we reach the end of the long long ramble. At that time we were returning home after wandering. At that time I was able to see the sun from the bridge with my phone and did an afternoon photography. Then we I left for home by bicycle.

খেজুর গাছের পাশে ছোট্ট একটা খাল রয়েছে এবং খালের ওই পাশে দেখেছি সুন্দর ধানের মাঠ সবুজ ক্ষেত। এবং সামনে একটা মাদার গাছ ছিল যার জন্য সুন্দর একটা চমৎকার পরিবেশ সৌন্দর্য ছিল। তাই এই জায়গাটা দেখে আমরা এখানে দাঁড়ালাম আমি ও মোবাইলটা একটা সেলফি উঠেছি ।এখানকার সুন্দর জায়গার ফটোগ্রাফি করেছে এবং তারপরে আমার বন্ধুর সঙ্গে ব্রিজের উপর বসলাম । আমার বন্ধু আমাকে কিছু ছবি তুলে দিল এবং তারপরে আমার বন্ধুকে আমি ব্রীজের উপর থেকে কয়েকটি ছবি তুললাম । এবং খেজুর গাছের নিচে সামনে সুন্দর একটা ভিউ ছিল যার কারণে খুব ভালো লাগছিল । আমি তারপরে বন্ধুকে সামনে যেতে বললাম সাইকেলের উপর বসে একটা পিছন থেকে ফটোগ্রাফি করে দিলাম ‌। প্রায় দীর্ঘ অনেক সময় ধরে ঘোরাঘুরি শেষ পর্যায়ে যখন আমাদের হয়ে যায় প্রায় সন্ধ্যা লাগতে যাবে। সেই সময়টাতে আমরা ‌ ঘোরাঘুরি শেষে বাড়ি ফিরছিলাম । সেই সময়টা আমি আমার ফোন দিয়ে ব্রিজের উপর থেকে সূর্য দেখতে পেয়েছিলাম বিকেলের একটা ফটোগ্রাফি করেছি । তারপরে আমরা বাইসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি।

THANK YOU FOR READING MY POST 🥰
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord