Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.
For a long time I saw that it was very cold. But today's evening time was a little different. Because winter is very less. So today evening when I went out. At the time of going out, I looked at the sky today. I looked a little and saw many stars twinkling. And the moon rises looking very beautiful. So I used my mobile phone to photograph the moon at night. Then I continued walking. And my friend and I were enjoying a different time together. After going some distance, I saw a field of mustard trees here.
দীর্ঘ কিছুদিন ধরে দেখছিলাম খুব শীত করছে। তবে আজকের দিনের সন্ধ্যার সময় টা একটু অন্যরকম ছিল। কারণ শীত অনেকটা কম। তাই আজকে সন্ধ্যার সময় যখন বের হয়েছিলাম। বের হবার সময়টাতেই আমার আজকের আকাশের দিকে ।একটু চোখ পড়ে এবং দেখলাম অনেকগুলো তারা ঝিলমিল। এবং চাঁদ উঠেছে খুব সুন্দর লাগছে দেখতে। তাই আমি আমার মোবাইলটা দিয়ে চাঁদের ফটোগ্রাফি করলাম রাতের বেলা। তারপরে আমি হাঁটাহাঁটি করতে থাকলাম আমি। এবং আমার বন্ধু দুজন মিলে যা ভিন্ন একটা সময় উপভোগ করছিলাম দুজন মিলে। কিছু দূরে এগিয়ে যেতেই দেখতে পেলাম এখানে একটা সরিষা গাছের জমি।
After taking the pictures of the moon in the sky, I went to the gallery on my mobile phone and saw the pictures that were taken, they were really beautiful and I felt very good to be able to take some beautiful photography here today, a little bit cold. Then I went a little further and saw that. View of brickyard at night. Which I could see from about a kilometer away. Then me and my friend had a walk after walk for about 10 minutes. I stood by the river near the low tide.
আকাশের চাঁদ ধরার ছবি তোলা হয়ে যাবার পরে তারপরে আমি আমার মোবাইলে গ্যালারিতে গিয়ে এই তোলা ছবিগুলো দেখলাম দেখলাম আসলেই অনেক সুন্দর হয়েছে এবং আমার কাছে অনেক ভালো লাগছিল এখানে আজকে হালকা একটু শীতের ভিতরে এসে কিন্তু সুন্দর কিছু ফটোগ্রাফি করতে পেরে। তারপর সামনে একটু এগিয়ে যেতেই দেখতে পেয়েছিলাম যে। রাতের বেলা ইটভাটার দৃশ্য। যেটা আমি প্রায় এক কিলোমিটার দূর থেকেই দেখতে পেয়েছিলাম । তারপরে আমি এবং আমার বন্ধু প্রায় ১০ মিনিট হাটাহাটি করলাম হাটাহাটি করার পরে । ভাটার কাছের নদীর পাশে দাঁড়ালাম।
After standing there next to the brick kiln I got to see. There is a whole place full of lights in the water. The environment here looks very nice to visit. I could see the entire Bhata scene. From where I was standing, I took a photograph of the night view of the tide with my mobile phone. After some time in it I came home enjoying it.
ইট ভাটার পাশে সেখানে দাঁড়িয়ে থাকার পরে দেখতে পেয়েছিলাম। সেখানে পুরো একটা জায়গাতে পুরো লাইট জলে আছে । যাওয়ার জন্য এখানকার পরিবেশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। পুরো ভাটা দৃশ্যটা দেখতে পারছিলাম। আমি যেখানে দাঁড়িয়ে থেকে তাই আমি আমার মোবাইলটা দিয়ে ফটোগ্রাফি করে ফেললাম। ওই ভাটার রাতের বেলা দৃশ্যের। তারপর কিছু সময় এর ভিতর বাড়ি চলে আসলাম এটা উপভোগ করে।