I went to see the paddy field in the morning when there was light fog.

in blurt-188398 •  3 months ago 

Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.

IMG_20241017_071531_HDR-01.jpeg

This morning my mother called me to wake up very early. Then I got up from the bed and saw that there was a window next to it when I opened it. There is a lot of fog outside. As now the effect of winter is coming slowly. So fog is normal in the morning. Then after watching the fog for some time outside the window. I brushed my teeth, I felt refreshed by brushing my teeth. I have not been to the paddy field for a long time. What is the condition of the rice crop? How is the rice crop? I left the house to go out to see it. I left to go out to the paddy field. And the paddy field is a little far from my house about 8-9 minutes walk.

আজকে সকাল বেলা আমার মা আমাকে খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে ডাক দিয়েছেন। তারপর আমি বিছানা থেকে উঠেছি বিছানা থেকে উঠেই পাশেই জানালা ছিল জানালাটা খুলতেই দেখতে পাই। বাহিরে অনেক কুয়াশা জমেছে বাহিরে। যেহেতু এখন শীতের প্রভাব পড়ছে আস্তে আস্তে। তাই কুয়াশা পরোটা সকালবেলাটা স্বাভাবিক। তারপর জানলার বাইরে কিছু সময় কুয়াশা দেখার পরে । আমি দাঁত ব্রাশ করলাম দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়েই আমার মনে পরল । আমার অনেকদিন ধানের জমিতে যাওয়া হয়না ‌। ধানের ফসলের কি অবস্থা কেমন হচ্ছে ধানের ফসলটা। এটা দেখার জন্য আমি বাইরে যাওয়ার জন্য ঘর থেকে। রওনা দিয়ে দিলাম বাইরে যাওয়ার জন্য ধানের জমিতে। এবং আমার বাড়ি থেকে ধানের জমিটা একটু দূরে প্রায় ৮-৯ মিনিট হেঁটে যেতে হয়।

IMG_20241017_071612-01.jpeg

IMG_20241017_071808-01.jpeg

IMG_20241017_072124-01.jpeg

In our paddy field. Then what else to do, I walked to the paddy field. The paddy zamindar was next to the paddy land. And there was a big mother tree in that place which had many branches. For which it looked very beautiful from a distance, then I took out my mobile phone from my pocket and this whole tree. I do a photography with the beautiful natural environment outside. I went to the side of the money paddy field and went to the side of the paddy field. Our paddy land. Crops are growing very nicely. It made me feel good to see that the song worked hard. I have planted the paddies. If the crop is good then it will be very good. Now I only saw the rice grains. These will be transformed into good rice paddies within a few days. It was morning when I went to this paddy field. And in the morning there was a lot of money from where it was much better in a much colder environment. So this rice. The rice leaves were very wet.

আমাদের ওই ধানের জমিতে। তারপর আর কি করা হাঁটতে হাঁটতে গেলাম ধানের জমিতে। ধানের জমিদার নাই পেতে অর্থাৎ ধানের জমির পাশে ছিল । এবং সেই জায়গায় একটা বড় মাদার গাছ ছিল যেটা অনেক ঝাপটিওয়ালা ছিল । যার জন্য দূর থেকে অনেক সুন্দর দেখাচ্ছিল তারপরে পকেট থেকে আমার মোবাইলটা বের করে এই পুরো গাছটা । বাহিরে সুন্দর প্রকৃতির পরিবেশটা নিয়ে একটা ফটোগ্রাফি করি। টাকা ধানের জমির পাশে গেলাম ধানের জমির পাশে গিয়ে দেখলাম। আমাদের ধানের জমিটা। অনেক সুন্দর ভাবে ফসল ফলছে । এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো গান অনেক পরিশ্রম করে। ধানগুলো লাগিয়েছি। যদি ফসলটা ভালোমতো পাই তাইলে অনেক ভালো হবে। এখন শুধুমাত্র দেখলাম ধানের দানাগুলো হচ্ছে । এগুলো কিছুদিনের ভিতরেই ভালো ধানের ধানে রূপান্তরিত হয়ে যাবে। যখন আমি এই ধানের জমিতে গিয়েছিলাম তখন ছিল সকালবেলা । এবং সকালে অনেক পয়সা ছিল কোথা থেকে অনেক ঠান্ডা পরিবেশে অনেক ভালো ছিল। তাই এই ধানের । ধানের পাতা গুলো অনেক ভেজা ছিল।

IMG_20241017_072131-01.jpeg

IMG_20241017_071754-01.jpeg

IMG_20241017_072047_PORTRAIT-01.jpeg

Due to the wetness of the rice leaves, dewdrops accumulated on these leaves. Because of which it looked very beautiful. And looking at the paddy in the field, my clothes were full of what I had. Because here only golden crops are rice all around. Everywhere you look there is only green and green. Then I looked after the paddy of my land at the last stage. When it's time to go home and I'm rice at that time. I took a selfie with my mobile while standing next to the land. To share with you. Already in the morning I ended up seeing the paddy field inside the cold environment. Then I went home. Hope you enjoy looking after my paddy field.

ধানের পাতাগুলো ভেজা থাকার কারণে এই পাতাগুলোতে শিশির কনা জমে ছিল। যার কারণে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। এবং মাঠের ধানের দিকে তাকালে আমার পরানটা ভরে যা ছিল । কারণ এখানে শুধুমাত্র সোনার ফসল ধান চারিদিকে। যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ। তারপর তখন আমি আমার জমির ধানটা দেখাশুনা শেষ পর্যায়ে । বাড়ি যখন সময়টা চলে আসে আমার এবং সেই সময়টাতে আমি ধানের। জমির পাশে দাঁড়িয়ে মোবাইল দিয়ে একটা সেলফি উঠেছি। আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ইতিমধ্যেই আমার সকালে ঠান্ডা পরিবেশের ভিতরে ধানের জমি দেখা শেষ হয়ে যায় । তারপরে আমি বাড়ি চলে যাই। আশা করি আমার ধানের জমিতে দেখাশোনা করাটা ভালো লাগবে আপনাদের।

THANK YOU FOR READING MY POST 🥰
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Brother, thank you very much, you are something among us He shared the picture with us Thank you very much bro

  ·  3 months ago  ·  

Welcome 🤗