Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.
I like walking around on foggy winter mornings. So I went out for a walk today at the beginning of this winter. I took it out around 6:30 in the morning because at that time the fog looks beautiful. Because I came out in this beautiful winter of fog. This moment was quite funny so I am friends and seniors from next to my house. I called someone to go for a walk in the morning so we all went together. After leaving, we went for a walk many times to Surrey area. The river in Sar area was dry because of that it looks very beautiful inside this environment. I see again that the distant words have disappeared to come closer. It just seemed funny to me. Because the fog stays the same, it looks more together from a distance.
কুয়াশার শীতের সকালে ঘুরে বেড়ানটা আমার কাছে বেশ ভালো লাগে। তাই আজকে এই শীতের প্রথমের দিকে আজকে বের হলাম বেড়াতে। বের করেছিলাম সকাল বেলা সাড়ে ছয়টার দিকে কারণ সেই সময়টা অনেক কুয়াশা সুন্দর দেখা যায়। কুয়াশার এই সুন্দর শীতের ভিতর আমি বের হয়েছি কারণ । এই মুহূর্তটা বেশ মজা ছিল তাই আমি আমার বাড়ির পাশে থেকে বন্ধু এবং সিনিয়র। একজনকে ডাক দিয়েছিলাম সকালবেলা ঘুরতে যাওয়ার জন্য তাই সকলে মিলে একসঙ্গে গিয়েছি। যাবার পরে আমরা অনেক সময় হাঁটাহাঁটি করে সরি এলাকায় গিয়েছি । সর এলাকায় নদীর ভিতর শুকনা হয়েছিল তার জন্য এই পরিবেশের ভিতর বেশ সুন্দর লাগছে । আবার দেখি দূরের কথা গুলো কাছে আসতে উধাও হয়ে গিয়েছে আসলে। এটা আমার কাছে শুধু ফানি লেগেছিল । কারণ কুয়াশা এক রকমই থাকে দূর থেকে একসঙ্গে বেশি দেখতে লাগে।
It felt so good to be in this beautiful mist here. Because everyone is so much fun to be with. In the scene here I got to see. Here I saw that the water has accumulated very nicely on the side of the river. I found green musk on this water for the green tribe. The beauty here has increased. Then there is a nice little dirt road called Metho Path. I love to travel on dirt roads like this. So today I came here in the fog for a visit. This road is bricked because of that. People from Char area move here and are seen here with a motorcycle. A man steps forward. Here, the sun rises in the morning as the moment passes. At this time you see some people going out to work in the morning. Going through this dirt road.
এখানকার এই সুন্দর কুয়াশার ভিতর থাকতে আমার কাছে অনেক ভালো লাগছিল । কারণ সকলেই সঙ্গে থাকতে অনেক মজা হয়। এখানকার দৃশ্যে আমি দেখতে পেয়েছি। যে এখানে খুব সুন্দর ভাবে নদীর একটু পাশে দেখলাম পানি জমে রয়েছে । এই পানির উপরে সবুজ কস্তুরী দেখতে পেয়েছি সবুজ গোত্রের জন্য। এখানকার সৌন্দর্যটা বেড়ে গিয়েছে। তারপরে সুন্দর একটা ছোট মাটির পথ হয়েছে মেঠো পথ বলা যায় যাকে। আমি এরকম মাটির পথে চলাচল করতে বেশ পছন্দ করি। তাই আজকে এখানে কুয়াশার ভিতর এসেছি বেড়াতে। এই রাস্তায় ইট বসানো আছে যার কারণে । এখানে চর এলাকার মানুষজন চলাচল করে এবং এখানে দেখা যাচ্ছে একটা মোটরসাইকেল নিয়ে । একজন লোক সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে এভাবে মুহূর্তটা কাটাতে কাটাতেই সূর্যটা সকালের উঠে যায়। এই সময়টাতে তুমি দেখতে পেলাম কয়েকজন লোক সকালবেলা কাজ করার জন্য বের হয়ে পড়েছে । এই মাটির রাস্তা দিয়ে যাচ্ছে।
After spending some time here. As the sun rose and the sun shone, the winter seemed a little less cold. I was a bridge and it was a broken bridge. And on the side of this bridge I saw that there was a double grass for a double bed. There was a lot of dew on the water. I have photographed it. Then when the atmosphere brightened in the morning then. I saw the senior taking my friend's photography because the environment here is very good and the friend wanted to take pictures. Actually the environment here is quite nice. Then I saw a few acacia trees going forward. The sunlight was shining through the leaves of this acacia tree. So I photographed the sun this morning.
এখানে বেশ খানিক সময় কাটানোর পরে । সূর্যটা যখন উঠলো এবং সূর্যের আলোটা গায়ে পড়তেই শীতটা একটু কম লাগছিল। আমি একটা বিরিজ ও ছিল ভাঙ্গা ব্রিজ এটাকে বলা যায় । এবং এই ব্রিজের কন্যারে দেখলাম একটা দুবলাগার জন্য ছিল দুবলা ঘাস । অনেকটা শিশির কোন জমে ছিল পানি। এটার ফটোগ্রাফি করেছি। তারপরে যখন পরিবেশটা সকালে ঝকঝকে হয়ে গেল তারপর। আমি দেখলাম সিনিয়র আমার বন্ধুকে ফটোগ্রাফি করে দিচ্ছেন কারণ ।এখানকার পরিবেশটা বেশ ভালো হতে বন্ধু ছবি তুলতে চেয়েছিল। আসলে এখানকার পরিবেশটা বেশ চমৎকার। তারপর সামনে একটু এগিয়ে যেতে দেখেছিলাম কয়েকটা বাবলা গাছ রয়েছে । এই বাবলা গাছের পাতার কন্যার দিয়ে সূর্যের আলোটা বেশ ছড়াচ্ছিল। তাই এই সকালে সূর্যের ফটোগ্রাফি করেছি।