At Lahili Battala in Kushtia, I ate so much hot tea and burnt bread and bought a friend's match.

in blurt-188398 •  2 months ago 

Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.

IMG-20241017-WA0001.jpg

After a long time today I came to the city. After arriving in the afternoon, I bought some necessary books from Kushtia Kot station. Meanwhile, I bought my books with my friend. After the purchase is completed. I went to my friend's mess after the message again. I rested there for some time with his friend's match. Then I ate and drank from the match. After eating and drinking. My friend's shopping list was given to him by his match's elder brother because today was my friend's shopping day. Then I finished eating and drinking when it was done. My friend Wajib took a bag from the match kitchen together.

দীর্ঘদিন পরে আজকে আমি শহরে আসলাম। আসার পরে দুপুর বেলা আমি আমার প্রয়োজনীয় কিছু বইপত্র কিনলাম কুষ্টিয়া কোট স্টেশন থেকে। এদিকে আমার বন্ধুর সঙ্গে আমি যখন আমার বইপত্র গুলো কেনাকাটা করে নিয়েছি। কেনাকাটা হয়ে যাবার পরে তারপরে। বন্ধুর মেসে চলে গেলাম মেসেজ আবার পরে ।সেখানে তার বন্ধুর ম্যাচ কিছু সময় বিশ্রাম করলাম। তারপরে ম্যাচ থেকে খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া শেষ করেই। আমার বন্ধুর আজকে বাজার করার লিস্ট টা তার ম্যাচের বড় ভাই তাকে ধরিয়ে দেয় কারণ আজকে আমার বন্ধুর বাজার করার দিন ছিল। তারপরে বিশ্রাম খাওয়া দাওয়া শেষ করা যখন হয়ে গিয়েছিল তারপরে আমি । আমার বন্ধু ওয়াজিব ‌ দুজন মিলে ম্যাচের রান্নাঘর থেকে একজন ব্যাগ নিয়েছি।

IMG-20241017-WA0009.jpg

IMG-20241017-WA0008.jpg

Took a big bag from after taking the bag. Both of us walked a little bit. Because my friend lives in Messe. And from there it is a little late to get to the main road, then we got the highway road to walk for five minutes. And from there me and my friend got into a rickshaw after rickshaw. It took about ten minutes to reach the market and after reaching the market I got into the rickshaw. Then I paid 40 rupees to the rickshaw driver. After paying money, I entered the market and saw that many people came to do raw market. in the market The market was very crowded because it came at the time after Azaan. All kinds of people have come to market after Asr prayer. So there was quite a crowd in the market.

একটা বড় ব্যাগ নিয়েছি ব্যাগ নেওয়ার পরে। দুজন মিলে অল্প একটু হেঁটে গিয়েছি ।কারণ আমার বন্ধু যেই মেসে থাকি ।এবং সেখান থেকে মেন রোড পেতে অনেকটা একটু দেরি হয় তারপরে পাঁচ মিনিট হাঁটাহাঁটি করার হাইওয়ে রাস্তা পেয়ে গিয়েছি। এবং সেখান থেকে আমি এবং আমার বন্ধু একটা রিক্সাতে উঠলাম রিকশাতে উঠার পরে। প্রায় দশ মিনিট সময় লেগেছিল বাজারে পৌঁছাতে এবং তারপরে বাজার পেয়ে গেলাম রিক্সায় উঠে। তারপর রিক্সাওয়ালার ভাড়া দিয়ে দিলাম ৪০ টাকা। টাকা দেওয়ার পরে বাজারের ভিতরে প্রবেশ করেছি দেখে অনেক মানুষই কাঁচা বাজার করতে এসেছেন। বাজারে। আযানের পর সময়টাতে এসেছে তার জন্য বাজারে অনেকটা ভিড় হয়েছে । সকল ধরনের মানুষ আসরের নামাজ পড়েই বাজার করতে চলে এসেছেন । তাই অনেকটা একটু ভিড় ছিল বাজারে।

IMG-20241017-WA0007.jpg

IMG-20241017-WA0006.jpg

As the 7-day market of the match has to be done in one day, it seems a bit late. I checked everything with a friend. I went around the market and bought vegetables. and potato chili etc. Everything bought after purchase. After shopping for raw vegetables etc., I went to buy boiler chicken next door. After going to the store and checking whether 5 kg of broiler chickens have been purchased, I gave the price to the shopkeeper for the purchase of chickens. Then the evening passed and then we both left for home i.e. to go to the match. Then I heard my friend said. Kushtia's famous Lahini Battala Matka has many flavors. After hearing this, I went with my friend to have that matcha tea at night. After that, I ate matcha tea and it tasted great. Actually it was very nice to have matcha tea and bread with burnt bread. After eating, I took a rickshaw again and reached my friend's match.

যেহেতু ম্যাচের ৭ দিনের বাজার একদিনে করতে হচ্ছে তার জন্য একটু দেরি করে লাগছে। সব কিছু দেখেশুনে নিয়েছিলাম বন্ধুর সঙ্গে করে। বাজার ঘুরাঘুরি করে সবজি কিনলাম। এবং আলু মরিচ ইত্যাদি। সকল কিছু কিনে নিয়েছি কেনার পরে তারপরে। কাঁচা শাক সবজি ইত্যাদি সকল কিছু কেনাকাটা শেষে তারপরে পাশে বয়লার মুরগি কেনার জন্য গিয়েছিলাম। দোকানে গিয়ে ৫ কেজি ব্রয়লার মুরগি কেনা হয়েছে কিনা হয়ে যাবার পরে মুরগির কেনার জন্য দামটা দোকানদারকে দিয়ে দিয়েছি। তারপরে এদিকে সন্ধ্যা লেগে গিয়েছে তারপরে দুইজন মিলে বাসায় অর্থাৎ ম্যাচে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। তারপরে শুনলাম বন্ধু বলল । কুষ্টিয়ার বিখ্যাত লাহিনী বটতলার মটকা অনেক স্বাদ। এটা শোনার পরে বন্ধুর সঙ্গে মিলে সেই মটকা চা খাওয়ার জন্য রাতের বেলাতেই গেলাম। তারপরে মটকা চা খেয়েছি অনেক স্বাদ লাগলো । আসলে অনেক ভালো লাগলো মটকা চা খেতে এবং সাথে রুটি ছিল পোড়া রুটি। খাওয়া শেষ করে তারপরে আবার একটা রিক্সা ধরে বন্ধুর ম্যাচ এ পৌঁছে গেলাম।

THANK YOU FOR READING MY POST 🥰
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!