Going for tea in the morning.

in blurt-188398 •  2 months ago 

Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.

IMG_20241115_080514.jpg

IMG_20241115_081608.jpg

I like having tea in the morning. So suddenly today. I thought I would like drinking tea while walking. So I left home in the morning fresh after brushing my teeth. Exercising sometimes. When the body became erect after exercise. And wanting to have tea that time I left the house and walked about half a kilometer from our house. And walking there has benefited my body a lot. Walk for him. After walking, I sat in the tea shop.

সকালবেলা চা খাওয়াটা আমার কাছে বেশ ভালো লাগে । তাই হঠাৎ করে আজকে। হাঁটতে গিয়ে চা খাওয়াটা বিষয়টা আমার অনেক ভালো লাগবে মনে হল ‌ । তাই আমি বাড়ি থেকে সকাল বেলা বের হয়েছি দাঁত ব্রাশ করার পরে ফ্রেশ হয়ে। কিছু সময় ব্যায়াম করে। শরীরটা যখন ব্যায়াম করার পরে চড়া হয়ে গেল। এবং চা খেতে ইচ্ছা জাগছিল সেই সময়টা আমি বাড়ি থেকে বের হয়েছি এবং হাঁটতে হাঁটতে আমাদের বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে গিয়েছি। এবং সেখানে হেঁটে যাওয়াতে আমার শরীরটা অনেক উপকার হয়েছে। তার জন্য হেঁটে আসা। হেঁটে এসেই চায়ের দোকানে বসেছি।

IMG_20241115_080528.jpg

IMG_20241115_080517.jpg

When I came to this tea shop and sat down, I looked around. Many people came here to have tea and many came. I thought it was for their own work. So I took my position and sat on a bench in a tea shop. You were sitting and there were some people who were talking about political issues. It was nice to hear them and then I'm here. I ordered a cup of tea from the shopkeeper staying there. Said to reduce sugar and keep ginger cloves. Because whenever I have tea that time. Ginger and cloves that are consumed with tea have many benefits.

এই চায়ের দোকানে এসে বসতেই একটু আশেপাশে তাকিয়ে দেখলাম । এখানে অনেক মানুষ এসেছে চা খাওয়ার জন্য এবং অনেকেই আসলো। তাদের নিজস্ব কাজের জন্য এটা বলেই আমার মনে হচ্ছিল ।তাই আমি আমার পজিশন টা নিয়ে সেখানে একটা চায়ের দোকানের একটা বেঞ্চ ছিল বেঞ্চের উপর বসে পড়েছি। বসে পড়ছো আর এখানে কয়েকজন লোক ছিল যারা রাজনৈতিক বিষয় নিয়ে গল্প করছিল । এগুলো শুনতে অনেকটা ভালো লাগছিল আমার তারপরে আমি এখানে। সেখানে থাকার দোকানদারের কাছে এক কাপ চা অর্ডার করেছি। বলে দিয়েছে তাই যেন চিনি কম হয় এবং আদা লবঙ্গ যেন থাকে। কারণ আমি যখনই চা খাই সেই সময়টাতে। আদা এবং লবঙ্গ যেটা চায়ের সাথে খেলে অনেক উপকার আছে।

IMG_20241115_080520.jpg

IMG_20241115_084036.jpg

And where I sat in the morning. I was sitting ordering tea at that time. Because I could spend a lot of time here listening to the morning news on TV. After being created. I drank tea and felt very good. The tea was a little hotter. After finishing the tea, I paid the tea bill from the shop. Then when I returned home, my eyes suddenly fell on the kettle. Then I photographed this water heating kettle. And here ends my tea moment today.

এবং আমি সকালবেলা যখন যেখানে বসেছিলাম। সেই সময়টাতে চা অর্ডার করে বসে ছিলাম । কারণ এখানে অনেক ভালো সময় কাটাতে পারছিলাম টিভিতে খবর শুনে সকালের। তৈরি করা হয়ে যাওয়ার পরে। চা পান করলাম খেতে অনেক ভালো লাগলো। চা পানিটা একটু গরম ভালো হয়েছিল । চা খাওয়া শেষ করার পরে তারপরে আমি দোকান থেকে চায়ের বিলটা পরিশোধ করে দিয়েছি। তারপরে যখন আমি বাড়ি ফিরে গেছিলাম সেই সময় হঠাৎ পানি গরম করার কেটলির দিকে আমার চোখ পড়ে। তারপরে এই পানি গরম করার কেটলির ফটোগ্রাফি করেছি। এবং এখানে শেষ করছি আজকে আমার চা খেতে যাওয়ার মুহূর্তটা।

THANK YOU FOR READING MY POST 🥰
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Thank you for sharing a very nice post with us