Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.
Today at noon when I go to shower. Just then I heard the sound of a big tractor next to the house. I left the house after hearing the sound of the tractor. After going out for a little walk, I saw it. A tractor car came next to my elder uncle's banana garden. I felt very happy to come here and see the ground breaking. Then I went there, after looking from a distance, I went and saw that Satya was throwing soil. At that time I took a photograph of this tractor vehicle with my mobile phone. Because next to this there were banana plantation trees which looked very green. So I am again in this loneliness with my mobile camera. I took a photograph of this banana tree. The sky here was very beautiful, very blue. All in all, a very nice atmosphere was created this noon.
আজকে দুপুর বেলার সময়টাতে যখন আমি গোসল করতে যাব। ঠিক সেই সময়টা আমি বাড়ির পাশে একটা বড় ট্রাক্টর গাড়ির আওয়াজ শুনতে পাই ।এবং সেই ট্রাক্টর গাড়ি আওয়াজটা শুনতে পেয়ে বাড়ি থেকে বের হলাম। বের হবার পরে একটু হাঁটাহাঁটি করতে করতে গিয়েই দেখলাম । সামনেই আমার বড় চাচার কলার বাগানের পাশে একটা ট্রাক্টর গাড়ি এসেছে । এসে এখানে মাটি ফেলছেন এটা দেখতে পেয়ে আমি খুবই আনন্দিত বোধ করছিলাম। তারপর সেখানে গেলাম দূর থেকে দেখার পরে গিয়ে দেখতে পেলাম আসলে সত্য মাটি ফেলছে ।। সে সময়টা আমি আমার মোবাইলটা দিয়ে এই ট্রাক্টর গাড়ির ফটোগ্রাফি করলাম। কারণ এই পাশেই কলার বাগানের গাছ ছিল যা দেখতে খুব সুন্দর সবুজ শ্যামল ছিল। তাই আমি আমার মোবাইলের ক্যামেরাটা দিয়ে আবারো এই একাকীত্ব ভাবে থাকা । এই কলার গাছের একটা ফটোগ্রাফি করলাম । এখানে আকাশটা খুব সুন্দর ছিল খুব নীল। সব মিলিয়ে বেশ সুন্দর চমৎকার একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল আজকের দুপুরে।
I like the atmosphere forever. So no one knows where the beautiful sky is. The winter season felt pretty good to be in the sun. And surrounded by beautiful greenery. A rural environment. All in all quite nice. Seeing this beautiful blue sky, I took a photo of this scene with my mobile phone.
পরিবেশটা আমার কাছে সবসময়ের জন্য অনেক ভালো লাগে। তাই আর কেউ পরিচিত যেখানে সুন্দর আকাশ । রোদের ভিতর থাকতে শীতের মৌসুমী বেশ ভালই লাগছিল। এবং চারদিকে সুন্দর সবুজ শ্যামল গাছপালা দিয়ে ভরা। গ্রাম্য একটা পরিবেশ। সব মিলিয়ে বেশ চমৎকার । এই সুন্দর নীল আকাশ দেখতে পেয়ে আমি আমার মোবাইল দিয়ে ফটোগ্রাফি করে রেখেছিলাম ।এই দৃশ্যের।
When it was thrown into the field by the tractor next to the banana plantation. After enjoying the beautiful moment there, I went home. Go home and take a nice bath and eat and drink. I went to Eidga field next to our house to sunbathe. I went to the Eidgaon field and saw masons working to build a wall. Thinking, I stood in the sun and sunbathed. I saw them working there. About 10 minutes I saw the mason working. Then I left for home again. I left because I needed some urgent work at home. I did some photography by looking for the roadside.
কলার বাগানের পাশে ট্রাক্টর দিয়ে যখন মাঠে ফেলেছিল। সেখানকার সুন্দর মুহূর্ত উপভোগ করার পর বাড়ি গেলাম । বাড়ি গিয়ে সুন্দরভাবে গোসল করে খাওয়া-দাওয়া করে । আমি রোদ পোহানোর জন্য আমাদের বাড়ির পাশে ঈদগা মাঠে গেলাম। ঈদগাঁ মাঠে গিয়ে দেখলাম সেখানে রাজমিস্ত্রি কাজ করছে দেওয়াল তৈরি করার। চিন্তা করে আমি রোদের ভিতর দাঁড়িয়ে থেকে রোদ পোহালাম। এবংদের কাজ করার দেখতে পেলাম সেখানে। প্রায় ১০ মিনিট কথা আমি রাজমিস্ত্রির কাজ করা দেখেছি। তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি । বাড়িতে কিছু কাজ জরুরি দরকার সেজন্য চলে গেলাম । রাস্তার ধার চেয়ে কিছু ফটোগ্রাফি করলাম।