Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.
Today at noon I left the house and went to the road. At that time, when I was going towards the road, I saw it from the road. A papad seller is out on the streets to sell papads. I was on the road at that time. So I took a photograph of the papad seller with his mobile camera. Then after I wandered for some time from here. Whenever I came back, I turned my eyes towards the road and saw that a man was carrying some jaggery poles in a van. It looked very nice, so I took a photo with my mobile camera. Some beautiful photography inside the nature. Looking for a beautiful nature place then after finding a beautiful nature place. I went there and started doing nature photography.
আজকে দুপুরের দিকে আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তার দিকে গিয়েছিলাম । সেই সময় রাস্তার দিকে যাবার সময়টাতে দেখতে পেয়েছিলাম রাস্তা দিয়ে । একজন পাপড় বিক্রেতা পাপড় বিক্রি করার জন্য রাস্তায় বের হয়েছে। সেই সময়টা আমি রাস্তার দিকেই ছিলাম। তাই আমি ওর মোবাইলের ক্যামেরা দিয়ে পাপড় বিক্রেতার একটা ফটোগ্রাফি করলাম। তারপর আমি এখান থেকে কিছু সময় ঘোরাঘুরি করার পরে । যখনই আবার চলে আসবো সেই সময় রাস্তার দিকে আবার চোখ ঘুরিয়ে তাকাতেই দেখতে পেয়েছিলাম যে একজন লোক ভ্যানে করে কয়েকটা গুড়ের খুঁটি নিয়ে যাচ্ছে ভ্যানে করে যেটা দেখতে বেশ সুন্দর লাগছিল তাই মোবাইলের ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করে রাখলাম। প্রকৃতির ভিতরে যে কিছু সুন্দর ফটোগ্রাফি করবে বলে । সুন্দর প্রকৃতির জায়গা খুজছিলাম তারপরে একটু সুন্দর প্রকৃতির জায়গা পেয়ে যাবার পরে। সেখানে গেলাম প্রাকৃতিক ফটোগ্রাফি করতে শুরু করলাম।
Beautiful natural environment Whenever I find a beautiful place that time I get to see in the nature there is a beautiful green bella tree. And this tree looks pretty green in this afternoon sun. Then again I saw this tree has very beautiful red flowers. So I photographed red flowers. It has yellow flowers on its own which I was totally surprised to see. It was very good. Seeing the flower tree in this beautiful natural environment.
সুন্দর প্রাকৃতিক পরিবেশ যখনই আমি একটা সুন্দর জায়গা পেয়ে যাই সেই সময়টা প্রকৃতির ভিতর দেখতে পেয়েছিলাম সুন্দর একটা সবুজ বেল্লা গাছ রয়েছে। এবং এই গাছটা সবুজ হওয়ার জন্য বেশ সুন্দর লাগছে এই দুপুরের রোদের ভিতর। তারপরে আবার এই গাছের দেখতে পেয়েছিলাম খুব সুন্দর লাল ফুল রয়েছে। তাই ফটোগ্রাফি করলাম লাল ফুল । হলুদ ফুল রয়েছে নিজের দিকে যেটা দেখে আমি একেবারে অবাক হয়ে গিয়েছিলাম। অনেক ভালো লাগলো । এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিতর ফুলের গাছটা দেখতে পেয়ে।
Next, I saw a beautiful vegetable garden. I went inside the vegetable garden and entered there. I saw different types of vegetables being cultivated. Then I saw that the eggplant tree was holding eggplant very beautifully. It was always nice to see. Then I took a photo while holding the eggplant on this eggplant tree. It was very nice to come to this vegetable garden and see the beautiful green fresh vegetables. And the environment inside this vegetable garden here was wonderful. It was very nice to walk around. Spend some time in the vegetable garden in this beautiful natural environment.
পাশেই আবার একটা সুন্দর সবজির বাগান দেখতে পেয়েছিলাম সেই সবজির বাগানের ভিতর গিয়ে আমি প্রবেশ করলাম সেখানে দেখতে পেয়েছিলাম বিভিন্ন ধরনের সবজি চাষ করা হচ্ছে তারপরে দেখতে পেলাম বেগুন গাছে খুব সুন্দর ভাবে বেগুন ধরেছে যেটা দেখতে সবসময় চমৎকার লাগছিল তারপরে এই বেগুন গাছে বেগুন ধরে থাকা অবস্থায় আমি ফটোগ্রাফি করলাম অনেক ভালো লাগলো এই সবজির বাগানে এসে সুন্দর সবুজ সতেজ সবজি গুলো দেখতে পেয়ে। এবং এখানকার এই সবজির বাগানের ভিতরটা পরিবেশটা বের চমৎকার ছিল। অনেক ভালো লাগলো ঘোরাফেরা করে। এই সুন্দর প্রকৃতির পরিবেশের ভিতর সবজির বাগান থেকে কিছু মুহূর্ত কাটাতে।
After seeing the beautiful natural environment and the vegetable garden next door. Then when I was going home, I got to see the path where I was at that time. Two boys have left to go to school with their school bags on their shoulders. I am very pleased to see that the children are very focused on their studies. Right time children left for school. I was very happy to see it then. I made a photograph of these children in this way by doing photography today. I could enjoy a very beautiful moment.
সুন্দর প্রাকৃতিক পরিবেশটা এবং পাশের সবজির বাগান টা দেখার পরে ।তারপর যখন বাড়ি চলে যা ছিলাম সেই সময় মেঠো পথ দিয়ে দেখতে পেয়েছিলাম। দুজন ছেলে স্কুলের ব্যাগ কাধে নিয়ে স্কুলে পড়তে যাওয়ার জন্য রওনা দিয়েছে । এটা দেখে আমার খুব ভালো লেগেছে যে বাচ্চারা পড়াশুনা অনেক মনোযোগী আছে। সঠিক সময় বাচ্চারা স্কুলের দিকে রওনা হয়েছে। এটা দেখে আমার খুব ভালো লাগছিল তারপর। এই বাচ্চাদের একটা ফটোগ্রাফি করলাম এভাবেই আজকে ফটোগ্রাফি করার মাধ্যমে। খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারলাম।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.
Beautiful picture. I like it.
@arroise