Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.
আজকে বিকেল বেলা সাড়ে চারটার দিকে যখন আমি বাড়িতে শুয়ে পড়ে মোবাইলে মুভি দেখছিলাম । সেই সময়টা আমার বন্ধু আমার বাড়িতে আসে বাড়িতে এসে আমার সঙ্গে কিছু সময় বসে গল্প করে এবং তারপর বলল আমি আমার মোবাইলের ডিসপ্লে প্রটেক্টর লাগানো দরকার। তার জন্য বাজারে যেতে হবে । তারপর আমি বাজারে যাওয়ার জন্য রাজি হয়ে গেলে । বিছানা থেকে উঠে বাহিরে কলার পর গেলাম হাত মুখ দিয়ে ফিরে আসলাম রুম থেকে। তারপরে বন্ধুর বাইসাইকেল ছিল বাইসাইকেল চালাইয়ে। তারপর কিছু সময়ের ভিতর বাজারে পৌঁছে গেলাম। প্রথমে তোর সাইকেল চালিয়ে । আমি সরাসরি বাজারের ভিতরে গিয়ে পাশেই বিকাশের দোকানে গেলাম । গিয়ে ১০০ টাকা ক্যাশ আউট করে নিলাম। হাত কাটা হাতে ব্যবহার করে একটা ফটোগ্রাফি করলাম দিয়ে হাঁটতে হাঁটতে ।
It was around 4:30 pm today when I was lying at home watching a movie on my mobile phone. That time my friend came to my house and chatted with me for some time and then told me that I need to put a display protector on my mobile. You have to go to the market for that. Then I agreed to go to the market. I got up from the bed and went out after the banana and came back from the room with my hands on my face. Then there was the friend's bicycle for cycling. Then within some time I reached the market. First ride your bike. I went directly inside the market and went to the development shop next to it. I went and cashed out 100 taka. I took a photograph using my cut hand while walking.
After the money is withdrawn from the development shop. Walking through the streets of the market. Me and my friend went to the Jhal Muridi seller's shop in the market. I went and saw. A little crowded. This is Jhal Muri shop. After waiting for some time, I saw that the crowd had reduced. Ordered Jhal of two bills from the shopkeeper and made it after two to three minutes. Gives us to serve. Then I ate jhal mudri and we eat it together. I got scared then gave the shopkeeper the bill. Then within half an hour I came home came home then I came home. Suddenly I looked at the sky, there are various beauties in the sky during this evening. And by this evening the sky was very beautiful and in some places the skies were blue. I really like to see the scent this evening. I took a selfie of you on my phone and came back home.
বিকাশের দোকান থেকে টাকা উঠানো হয়ে যাবার পরে। বাজারের রাস্তা দিয়ে হাটাহাটি করে। বাজারে ঝাল মুড়ি বিক্রেতার দোকানে গেলাম আমি এবং আমার বন্ধু। গিয়ে দেখলাম। একটু ভিড় জমে আছে। এই ঝাল মুড়ির দোকানে। কিছু সময় অপেক্ষা করার পরে দেখলাম ভিড় কমে গিয়েছে। দোকানদার কাছে দুই বিলের ঝাল অর্ডার করেছে দুই থেকে তিন মিনিট পরে তৈরি করে । আমাদেরকে দেয় পরিবেশন করার জন্য। তারপরে ঝাল মুড়ি খাইলাম দুইজন মিলে খাই । আমি ভয় লাগল তারপরে দোকানদার বিলটা দিয়ে দিলাম। তারপরে আধা ঘন্টার ভিতরে আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসেছি তারপরে আমি বাড়িতে নামতেই । হঠাৎ আকাশের দিকে দেখলাম আকাশে বিভিন্ন রকম সৌন্দর্য ফুটে উঠেছে এই সন্ধ্যার সময়। এবং এই সন্ধ্যার মধ্যে আকাশ টা খুব সুন্দর ছিল এবং এবং কিছু জায়গায় আকাশগুলো নীল ছিল। আজকে সন্ধ্যার সময় সুস্বাস দেখতে আমি খুবই পছন্দ করি এটি দেখলাম। দিকে আমি আমার ফোনে তোমাদের একটা সেলফি উঠিয়ে বাড়ি ফিরে আসলাম।