With a friend who went to see rice seedlings.

in blurt-188398 •  10 days ago 

Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.

IMG_20241206_145323.jpg

IMG_20241206_145339.jpg

I left home today around 12:30 noon. All the paddy of our land has been given quickly with a friend. Make sure they are growing properly and that they are enclosed. I thought quickly to see if they were going to be beautiful. After coming out, I walked for about 10 minutes after walking around. There was a total ahead of me and I stood in front of the intersection. After standing I gave my phone. Called my friend and I asked my friend to come. And within three to four minutes my friend came because their house was there. It was next to the intersection. Soon after coming we both started again together. Walked now for about 10 minutes to walk. Got a nice long road through which we could see the field land then went there and stood next to our Dhaneshwar land.

আজকে দুপুরবেলা সাড়ে বারোটার দিকে আমি বাড়ি থেকে বের হলাম। দ্রুত করে বন্ধুর সঙ্গে আমাদের জমির ধানের সারাটা দেয়া হয়েছে। এগুলো ঠিকমতো বড় হচ্ছে কিনা এবং এগুলো ঘেরাও দেয়া রয়েছে। এগুলো সুন্দর হবে বেরোচ্ছে কিনা এগুলো দেখার জন্য আমি দ্রুত ভাবে ।বের হবার পরে প্রায় ১০ মিনিট হাঁটাহাঁটি করলাম হাটাহাটি করার পরে ।সামনে এগোতে একটা মোট ছিল সেই মোড়ের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। দাঁড়িয়ে থাকার পরে আমি আমার ফোন দিয়ে। বন্ধুর কাছে কল করলাম এবং আমি আমার বন্ধুকে আসতে বললাম ।এবং তিন থেকে চার মিনিটের ভিতর আমার বন্ধু চলে আসে কারণ তাদের বাড়িতে সেখানকার। মোড়ের পাশেই ছিল। আসার পর পরই আমরা দুজন মিলে আবার শুরু করলাম। হাটাহাটি এখন দীর্ঘ প্রায় ১০ মিনিট হাঁটাহাঁটি করলাম হাটাহাটি করার। সুন্দর লম্বা রাস্তা পেয়েছি যেখান দিয়ে মাঠের জমিটা আমরা দেখতে পেয়েছি সেখানে গেলাম যাওয়ার পরে আমাদের ধানের জমির পাশে গিয়ে দাঁড়ালাম।

IMG_20241206_145346_HDR.jpg

IMG_20241206_145401.jpg

After standing here I was woven without our paddy. I looked at that side of the land and saw it. That has burned a little bit and will be bigger in a few days. But next to our paddy field, I found that some rice seedlings have grown up and look very green. Now the leaves have become a very beautiful picture of this rice seedling. Then I took a photograph of this green paddy after which I took a photograph with my mobile camera. And since me and my friend were both having a good time. I immediately took a selfie. I am looking after you at that time. Because the sun was very high. It felt very good in the heat of the hot sun at noon on a winter day.

এখানে দাঁড়ানোর পরে আমি আমাদের ধানের ছাড়া বোনা হয়েছিল । সেই জমিটাতে পাশে সেই দিকে তাকালাম দেখলাম । যে অল্প একটু জ্বালিয়েছে এবং আর কিছুদিনের ভিতরেই বড় হয়ে যাবে । এবং কিন্তু আমাদের চারার জমির পাশেই দেখতে পেয়েছি যে একটু ধানের চারা বড় হয়ে গেছে দেখতে খুব সুন্দর সবুজ লাগছে । এখন পাতাগুলো খুব সুন্দর ছবি হয়ে গেছে এই ধানের চারার। তারপরে আমি এই সবুজ ধানের ফটোগ্রাফি করেছে তার পরে আমি আমার মোবাইলের ক্যামেরা দিয়ে একটা ফটোগ্রাফি। এবং যেহেতু আমি এবং আমার বন্ধু হয়ছে দুজনকে ভালো মুহূর্ত করতে পারছিলাম । এসেই সঙ্গে একটা সেলফি উঠলাম। সেই সময় তোকে আমি নিজের দিকে খেয়াল করছি । কারণ রোদটা অনেক বেশি ছিল । দুপুরের সময়টাতে প্রখর রোদের তাপে অনেক ভালই লাগছিল শীতের দিনে।

IMG_20241206_145541.jpg

IMG_20241206_145629_HDR.jpg

This was the time when the road ran through this side. The road ahead was very muddy. There was a lot of dust for him to catch this place, I quickly left for the other side i.e. towards the house, at that time I saw a pigeon sitting in the middle of this dirt road. And here thus the pigeon went round gathering food and eating. I did photography at that moment. I was looking from this side. One name is going and the plow is one's own and other people's land after the work is done. I could see it coming home so I photographed it. I love to do any photography.

এই সময়টা এই পাশ দিয়ে যখন রাস্তা বয়ে গিয়েছিল । সামনের দিকে অনেক দূরত্ব রাস্তাটা অনেক মাটির ছিল । তার জন্য অনেক ধুলাও ছিল এই জায়গাটা ধরার জন্য আমি দ্রুত অন্য পাশে অর্থাৎ বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম সেই সময়টাতে আমি দেখলাম একটা কবুতর এই মাটির রাস্তার মাঝে বসে আছে । এবং এখানে এভাবেই কবুতরটি ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করেছিল খাচ্ছিল। সেই মুহূর্তটাতে ফটোগ্রাফি করেছি ।এই পাশ দিয়ে দেখছিলাম । যে একটা নাম হলো যাচ্ছিল এবং নাঙ্গল টা তা নিজের এবং অর্থাৎ অন্য জনের জমি চাষ করা শেষে কাজ শেষে। আমাকে বাড়ি ফিরছিল দেখতে পারছিলাম তাই এটির ফটোগ্রাফি করে ফেলেছি । আমি কোন ফটোগ্রাফি করতে আমি অনেক ভালোবাসি।

IMG_20241206_145734.jpg

But one more thing should not be said. That's the time I was messing around here. The beautiful long road here looked very good, the road was very long with dust. Then from here I saw the beautiful sky in many sky means the sky is light blue. And I saw trees planted at two and five o'clock on this Dula Bali road. For which the nature was very beautiful to see the sunny moment.

তবে আরো একটা জিনিস না বললেই নয় । যে সময়টা আমি এখানে হাটাহাটি করছিলাম সেই সময়টা। এখানকার সুন্দর লম্বা রাস্তা দেখতে বেশ ভালই লাগছিল ধুলাবালি দিয়ে রাস্তাটা অনেক লম্বা ছিল । তারপরে এখান দিয়ে বাহ দেখলাম সুন্দর আকাশটা অনেক আকাশে অর্থাৎ হালকা নীল হয়ে আছে আকাশটা। এবং এ দুলা‌ বালি রাস্তার দুই পাঁচটায় দেখলাম গাছ লাগানো রয়েছে । যার জন্য প্রকৃতিটা বেশ চমৎকার দেখা ছিল রোদ উজ্জ্বল মুহূর্ত।

THANK YOU FOR READING MY POST 🥰
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!