Care for eggplant cultivation.

in blurt-188398 •  12 days ago 

Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.

IMG_20241205_144901_HDR.jpg

IMG_20241205_144820.jpg

I woke up early this morning. I opened the window next to me. When I opened it, I found that there was a lot of fog outside. And seeing this, I quickly closed the window outside. Again I lay down with the bed sheet wrapped because it is very cold outside. Then lay down and watched the movie for some time after the movie was over. I got out of bed around 10:30. I got up and ate and drank. After finishing eating and drinking. After that I saw the sun coming out a little late. Because it was a little foggy in the morning today, it was not possible to see the sun. Then at 11:30 later I went and saw. Partly sunny, then fully sunny within an hour to an hour and a half. Then I remembered that we have to go to the eggplant farm. After that I saw that the sun came out a little. For that I went to the eggplant garden. I went there and took a selfie from the side of the garden.

সকালে আজকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই। আমার পাশেই জানলা ছিল জানলাটা খুললাম। খুলতেই দেখতে পেয়েছি বাহিরে অনেক কুয়াশা জমে আছে। এবং এটা দেখে বাহিরে আমি দ্রুত করে জানলাটা বন্ধ করে দিয়ে। আবার বিছানার লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লাম কারণ অনেক বাইরে শীত পড়ছে তার জন্য। তারপর শুয়ে পড়ে আমি কিছু সময় মুভি দেখেছি মুভি দেখা শেষ হয়ে যাবার পরে। সাড়ে দশটার দিকে আমি বিছানা থেকে উঠেছি। উঠে বিরাজ করলাম বিরাজ করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া-দাওয়া শেষ করার পরে । তার পরে দেখলাম রোদ বের হচ্ছে একটু দেরি করে ‌। কারণ আজকে একটু সকালবেলা কুয়াশা পড়েছিল তার জন্য ‌ রোদে দেখা পাওয়া যাচ্ছিল না। তারপরে ১১:৩০ টার পরের দিকে গিয়ে দেখলাম। হালকা হালকা একটু রোদ বের হচ্ছে তারপরে পুরোপুরি এক থেকে দেড় ঘন্টার ভিতর পুরোপুরি রোদ বের হয়ে যায়। তারপর আমার মনে পড়লো আমাদের বেগুন চাষের জমিটাতে যেতে হবে । তারপরে যেহেতু দেখলাম রোদে একটু বের হয়েছে। তার জন্য আমি বেগুনের বাগানে গেলাম । সেখানে গিয়ে বাগানের পাশ থেকে একটি সেলফি উঠলাম।

IMG_20241205_144833.jpg

IMG_20241205_144845.jpg

IMG_20241205_144852.jpg

IMG_20241205_144905.jpg

IMG_20241205_144921.jpg

When I came to our eggplant garden after coming. got to see Now there is a beautiful pleasant environment. Then I slowly stood here. I entered the eggplant cultivation area and took care of the surroundings very nicely. And I saw that the leaves of the brinjal plant had some kind of insect. I looked at the base of the tree to see if there was any creeping neck. Some things are for borrowing, such as dry grass, paddy grass, while others are for eating, which must be weeded now. I thought that I would prepare to work later. After a little walk, I found this eggplant tree blooming very beautifully. The eggplant flowers were very beautiful to see. So I took the photo of this eggplant flower without taking the phone out of my pocket. And I saw it nearby. The few eggplants that have caught look very beautiful. This brinjal has become edible and I have photographed it.

আমাদের বেগুন চাষের বাগানটাতে যখন আমি আসলাম আসার পরে । দেখতে পেয়েছি । এখন সুন্দর একটা মনোরম পরিবেশ হয়েছে। তারপরে এখানে দাঁড়িয়ে থেকে আমি আস্তে আস্তে করে । বেগুন চাষের জমিটার ভিতরে প্রবেশ করে চারপাশে খুব সুন্দর ভাবে দেখাশোনা করলাম । এবং দেখলাম যে বেগুন গাছের পাতাগুলোতে কোন প্রকার পোকামাকড় লেগেছে । কিনা আবার দেখলাম গাছের গোড়ায় কোন ঢোকার ঘাড় চলছে কিনা এগুলো দেখে খেয়াল করলাম দেখলাম । কিছু কিছু ধার জন্য যে যেমন দুবলা ঘাস বাদল ঘাস যদি কিছু কিছু খাওয়ার জন্য সে যেগুলো এখন নিরিয়ে দিতে হবে। এটা আমি কাজ করার জন্য পরবর্তীতে প্রস্তুতি নিয়ে নেব সেটা ভেবে নিলাম। একটু হাঁটাহাঁটি করে দেখতে পেয়েছি এই বেগুন গাছে খুব সুন্দরভাবে ফুল ফুটেছে। বেগুনের ফুল গুলো দেখতে খুব সুন্দর ছিল । তাই ফোনটা পকেট থেকে বের করেই আমি এ বেগুনের ফুলের ফটোগ্রাফি করেছি । এবং পাশের কাছেই দেখলাম। যে কয়েকটা বেগুন ধরেছে যেগুলো দেখতে অনেক সুন্দর । খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে এই বেগুন এটির ফটোগ্রাফি করেছি।

IMG_20241205_145246_HDR_PORTRAIT.jpg

IMG_20241205_145300_HDR.jpg

When I looked after this eggplant tree very nicely around. A few things were also done to give the bull at the root of the Jeevan Begun tree. I have seen the work that he cleans for some things. I will do these later. Then when I came up from here. Then I planted a Maltar tree next to it. Which is much bigger now. Now I was thinking. This malta will begin to produce flowers within a few days. Then from here I proceeded towards the front house. From standing there I took some photographs of the sun. And enjoyed the beautiful environment thus today I look after the field of brinjal trees.

এই বেগুন গাছটা যখন চারদিকে খুব সুন্দর ভাবে দেখাশোনা করে পরিচর্যা করে ফেললাম। কয়েকটা কাজও হয়েছিল জীবন বেগুন গাছের গোড়ায় ষাড় দেওয়া । কিছু কিছু গার জন্য সে যেগুলো পরিষ্কার করে দেয় এগুলোর কাজ আমি দেখতে পেয়েছি ‌ । এগুলো করব পরবর্তীতে। তারপরে যখন আমি এখান থেকে উঠে আসলাম । তারপরে পাশেই আমি একটা মালটার গাছ লাগিয়েছিলাম । যেটা এখন অনেক বড় হয়ে গিয়েছে। এখন আমার মনে হচ্ছিল। এই মালটার কাছে কিছুদিনের ভিতরে ফুল তুলতে শুরু করবে । তারপরে এখান থেকে আমি সামনের বাড়ির পাশে এগিয়ে গেলাম । সেখানে দাঁড়িয়ে থেকে আমি সূর্যের কয়েকটা ফটোগ্রাফি করলাম। এবং সুন্দর পরিবেশ উপভোগ করেছি এভাবে আজকে আমি বেগুন গাছের জমিতে দেখাশোনা করে।

THANK YOU FOR READING MY POST 🥰
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!