Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.
Today morning started with a cup of tea. I got up from the shop the moment the tea was over. After getting up me and one of my younger nephews together for a little walk. I was walking along the road. Then, at that time, I suddenly saw us inside the Eidga field. A veku is brought to cut the soil. By means of which sand has been brought to Eidgah field by tractors. They will fill the pond with soil by this veku.
আজকে সকালবেলা শুরুটা হয়েছিল এক কাপ চা খেয়ে। দোকানের চা খাওয়া শেষ হয়ে যাবার পরের মুহূর্তটাতেই আমি সেখান থেকে উঠে পড়লাম। উঠে পড়ার পরে আমি এবং আমার এক ছোট ভাতিজা দুইজন মিলে একটু হাটাহাটি করার জন্য। পাশে রাস্তা দিয়ে হাটাহাটি করছিলাম । তারপর ঠিক ওই সময়টাই আমাদের ঈদগা মাঠের ভিতরে হঠাৎ দেখতে পেয়েছি । একটা মাটি কাটার জন্য ভেকু নিয়ে এসেছে। যেটার মাধ্যম দিয়ে ঈদগাহ মাঠে যতগুলো ট্রাক্টর দিয়ে বালি মাটি নিয়ে এসেছে। এগুলো পুকুরের ভিতর ভরাট করে দেবে মাটিগুলো এই ভেকু দ্বারা।
Then when I took some photographs of this vekha. I gave my mobile then. If many people are standing there, that is, how come the people of this Eidga cemetery committee are sitting here. Everyone was making a good plan thinking that the good work of Eidga cemetery can be done. And that time I was standing there and doing some photography here. At that time I got to see inside this Eidga field. There is a motorcycle. And it was envisioned to work through the medium of this sheep.
তারপর যখন আমি এই ভেকুর কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আমি আমার মোবাইলটা দিয়ে তারপরে । সেখানে দাঁড়িয়ে থেকে অনেক লোক নিলে অর্থাৎ এই ঈদগা গোরস্থানের কমিটির লোকরা এখানে বসে কিভাবে। ঈদগা গোরস্থানের ভালো কাজ করা যাবে সেই ভাবে চিন্তা ভাবনা করে সকলে একটা ভালো পরিকল্পনা করছিল। এবং সেই সময়টা আমি সেখানে দাঁড়িয়ে ছিলাম এবং এখানকার কিছু ফটোগ্রাফি করলাম। সেই সময়টাতে এই ঈদগা মাঠের ভিতরে দেখতে পেয়েছিলাম। একটা মোটরসাইকেল রয়েছে। এবং এই ভেকুর মাধ্যম দিয়ে কাজ করাবে সেটার পরি কল্পনা এখানে হচ্ছিল।
And when the committee meeting was over, the meeting was over. The next time the driver got on the seat and started the car. Then Bekuta went to the other side i.e. the soil area and removed the soil and cut it neatly and threw it in place and leveled it. Already then I could see that the pond was filling up. With the soils above the Eid here. I loved seeing these works. So I enjoyed some beautiful moments and did photography from here. I am with my nephew. Then within some time I went home.
এবং কমিটির মিটিং যখন শেষ হয়ে গিয়েছিল মিটিং শেষ হয়ে যাবার । পরবর্তী সময়টাতে বিয়ে করতে ড্রাইভার ভেকুতে উঠে গাড়িটি স্টার্ট করলো। তারপরে বেকুটা অন্য পাশে অর্থাৎ মাটির জায়গাটাতে গিয়ে মাটি সরিয়ে সুন্দরভাবে কেটে জায়গায় জায়গায় ফেলে দিয়েছিল সমান করে। ইতিমধ্যেই তারপরে দেখতে পেয়েছিলাম যে পুকুরটা ভরাট করে ফেলছে। এখানকার ঈদ এর উপরে থাকা মাটিগুলো দিয়ে। এই কাজগুলো দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছিল। তাই এখানে থেকে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করলাম ফটোগ্রাফি করলাম। আমি আমার ভাতিজার সঙ্গে। তারপরে কিছু সময়ের ভিতরে আমি বাড়ি চলে যাই।