Suddenly I got on the bike and ran away.

in blurt-188398 •  4 days ago 

Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.

1000004929.jpg

The purpose of going for a walk today is a little different. Because today when I was having tea with my friend sitting on the shop next to the house. At that time One of my uncles called me. He came on a motorcycle. Then from the side of the shop. Called me and what he called to tell me. He told me two days ago. Then to go to today. From there I got up after getting up. He asked me to get in his car and got up. He then left for Char and told me this. Then I too sat quietly and passed by. I was enjoying the natural environment of the road. After a long five to seven minutes the road was quite beautiful dirt road and the environment was completely open and in most places I could see banana trees planted that is the name of this place is Char because of that the open space here is showing beautiful nature. At that moment I took out my mobile from my pocket. After taking out maybe I sat on the back of the bike so I was doing a photography. Because the environment around these three was quite different. The sun was shining hot overhead. And here I was passing by the mustard field on the side of the road. For which I got to see a wonderful environment at this time.

আজকে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যটা একটু অন্য রকম । কারণ আজকে যখন আমি আমার বন্ধুর সঙ্গে বাড়ির পাশের দোকানের উপর বসে চা খাচ্ছিলাম । সেই সময়টাতে। আমার একজন আঙ্কেল আমাকে ডাক দেন ।তিনি মোটরসাইকেলে করে এসেছিলেন। তারপরে দোকানের পাশ থেকে ।আমাকে ডাক দিলেন এবং তিনি যেটা আমাকে বলার জন্য ডেকেছিলেন ।সেটা আমাকে দুদিন আগেই বলে রেখেছিলেন ।আজকের দিনটাতে যাওয়ার জন্য তারপর ।সেখান থেকে আমি উঠলাম ওঠার পরে। তার গাড়িতে আমাকে উঠতে বলল উঠে পড়ে। তার পরে চরের দিকে রওনা দিয়ে দিল আমাকে এটা বলল। তারপরে আমিও চুপ মেরে বসে ছিলাম এবং পথ দিয়ে যাচ্ছিলাম। পথের প্রকৃতির পরিবেশটা নিজে উপভোগ করছিলাম। দীর্ঘ পাঁচ থেকে সাত মিনিট পরের রাস্তাটা বেশ সুন্দর ছিল মাটির রাস্তা এবং চারপাশটা একদম খোলা পরিবেশ এবং বেশিরভাগ জায়গাতেই দেখতে পেয়েছিলাম কলার গাছ লাগানো অর্থাৎ এখানকার জায়গাটার নাম হলো চর তার জন্য এখানকার ফাঁকা জায়গা সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে। সেই মুহূর্তটাতে আমি আমার মোবাইলটা পকেট থেকে বের করেছি। বের করার পরে হয়তো আমি বাইকের পিছনে বসেছিলাম তাই একটি ফটোগ্রাফি করছিলাম । কারণ এই তিনটার দিকের পরিবেশটা বেশ অন্যরকম ছিল । সূর্যটা মাথার উপর উত্তপ্ত অবস্থায় আলো দিচ্ছিল। এবং এখানেই পাশ দিয়ে যাচ্ছিলাম রাস্তার পাশে সরিষার ক্ষেত ছিল। যার জন্য অসাধারন একটা পরিবেশ দেখতে পেয়েছি আমি এই সময়ে।

1000004927.jpg

1000004942.jpg

1000004941.jpg

1000004937.jpg

When I was passing through the road, the whole environment was full of banana plantations. After crossing the garden, I entered a little dirt road. At that time I got to see the real nature environment because here I saw the river along with it. And now there are some brick kilns on one side. And the path was very beautiful because it was a dirt road for him. At the time of passing through the road, then I was riding the uncle's motorcycle to uncle's work. At that time, I met an acquaintance of my uncle on the road. He was also riding a motorcycle. We met at that time. Then he was talking and I sat back enjoying the nature environment and doing photography.

যে সময়টা রাস্তা দিয়ে যাচ্ছিলাম পুরো পরিবেশটাতে কলার বাগান ছিল। বাগানটা পেরিয়ে যখন মেন একটু মাটির রাস্তা দিকে প্রবেশ করেছি। সেই সময়টা আসল প্রকৃতির পরিবেশটা দেখতে পেয়েছি কারণ এখানে তার সাথে দেখলাম নদী রয়েছে। এবং এবার এক পাশে রয়েছে ইটের ভাটা কয়েকটি। এবং পথটা অনেক সুন্দরী ছিল মাটির রাস্তা যেহেতু তার জন্য। রাস্তা দিয়ে যাবার সময়টাতে তারপরে আমি যে আঙ্কেলের মোটরসাইকেলে উঠে যাচ্ছিলাম আঙ্কেলের কাজে। সেই সময়টা আমার সেই আঙ্কেলের একজন পরিচিত লোকের সঙ্গে দেখা হয়ে যায় রাস্তা দিয়ে ।যাবার সময় তিনিও মোটরসাইকেল চালিয়েই যাচ্ছিলেন। সেই সময়টাতেই দেখা হয়েছিল। তারপরে তিনি গল্প করছিলেন এবং আমি পিছনে বসে ।এখানকার প্রকৃতি পরিবেশ উপভোগ করছি এবং ফটোগ্রাফি করছি।

1000004944.jpg

1000004943.jpg

Then talk to this motorcycle guy. when finished Then we both went together for the work that we had at our specific destination. And after getting that work place, I finished that work in 10 minutes. I gave internet work. From the side of the house after work. I had something to eat from the shop. After finishing eating and drinking. Both of us went out again with the motorcycle. to go home By the time I was about to go home, it was getting a little dark. Because in some time the evening will approach. For him, the atmosphere here was completely stagnant. Then I was passing by the river here. Again, I took a photograph of the side of the river here and saw it by the side of the river. A few boats are moored and the light water in the river is really quite nice here. There was an environment on the banks of this river. I could see the other side of the river. Farmers have done different crops. The mind was full. Seeing this natural environment of the river bank. Then this long way out here and then really reached home in the evening. Uncle made me stop the motorcycle and let me down. I went home and freshened up because there was a lot of dust on the dirt road. Then I got fresh in the evening. And here I end the story of traveling.

তারপরে এই মোটরসাইকেলওয়ালা লোকটির সঙ্গে গল্প করা। যখন শেষ হয়ে যায়। তারপরে আমাদের যে নির্দিষ্ট গন্তব্যটা ছিল যেই কাজে আমরা দুজন মিলে যাচ্ছিলাম ।এবং সেই কাজের জায়গাটা পেয়ে যাবার পরে আমি সেই কাজটা ১০ মিনিটে শেষ করে। দিয়েছিলাম ইন্টারনেটের কাজ। কাজ করা শেষে এখানকার বাড়ির পাশ থেকে। দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া-দাওয়া শেষ করার পরে। দুইজন মিলে আবার মোটরসাইকেল নিয়ে বের হয়ে করলাম। বাড়ি যাবার উদ্দেশ্যে। বাড়ি যাবার উদ্দেশ্যে সময়টাতে একটু অন্ধকার নেমে আসছিল। কারণ কিছু সময়ের ভেতর সন্ধ্যা ঘনিয়ে আসবে । তার জন্য পরিবেশটা একদম থমথমে হয়ে গিয়েছিল এখানকার। তারপরে যাবার সময়টাতেও এখানকার নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম । আবার তাই এখানকার নদীর পাশের ফটোগ্রাফি করে নিয়েছি নদীর পাশে দেখলাম । কয়েকটি নৌকা বাঁধা রয়েছে এবং নদীতে হালকা একটু পানি এখানে আসলেই বেশ সুন্দর। একটা পরিবেশ ছিল এই নদীর পাড়টাতে। নদীর অপরপ্রান্ত দেখতে পেয়েছিলাম। বিভিন্ন খেত করেছে কৃষকেরা। মনটা ভরে গেল ।এই প্রকৃতির পরিবেশ টা দেখতে পেয়ে নদীর পাড়ের। তারপরে এখানকার এই লম্বা পথটা বের হয়ে তারপরে সন্ধ্যার দিকে বাড়ি বাড়ি পৌঁছে আসলেই । আঙ্কেল আমাকে মোটরসাইকেল থামিয়ে আমাকে নামিয়ে দেয় তারপরে । আমি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম কারণ সেখানকার মাটির চরের রাস্তায় অনেক ধুলা উঠেছিল। তারপর ফ্রেশ হয়ে গিয়েছিলাম সন্ধ্যায়। এবং এখানেই শেষ করছি ঘুরতে যাবার গল্প।

THANK YOU FOR READING MY POST 🥰
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!