Going to listen to Islamic talks at night.

in blurt-188398 •  10 days ago 

Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.

IMG_20241205_203740_HDR.jpg

IMG_20241205_203525_NIGHT.jpg

I was waiting for this day for long 5 to 6 days because today is the mahfil near my friend's house. So today in the afternoon, I will finish playing in the field and read Maghrib azaan. At that time, I went home, went home, worked for some time, studied for some time. After studying, I had dinner. After finishing eating and drinking around 8:30 at night. Then I left home dressed in Shiva's clothes to go to the mahfil. Then after I went to the side of the road and stood. An easy bike came and then the easy bike stopped. I got up and left for Massilia which is about 16 km from our house.

দীর্ঘ ৫ থেকে ৬ দিন ধরে আজকের এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম কারণ আজকে হলো আমার বন্ধুর বাড়ির পাশে মাহফিল। আমার বন্ধু আমাকে মাহফিলে উপস্থিত থাকতে বলেছিলেন। তাই আজকে বিকেল বেলার সময়টাতে আমি মাঠে খেলাধুলা শেষ করে মাগরিবের আজান পড়বে । সেই সময়টা বাড়ি গিয়েছি বাড়ি গিয়ে কিছু সময় কাজ করলাম কাজ করার কিছু সময় পড়াশোনা করলাম।‌ পড়াশোনা শেষে তারপরে রাতের খাওয়া দাওয়া করলাম। রাতের বেলা সাড়ে আটটার দিকে খাওয়া-দাওয়া শেষ করার পরে । তারপরে আমি বাড়ি থেকে রওনা দিলাম শিবের কাপড়-চোপড় পড়ে মাহফিলে যাওয়ার জন্য। তারপরে আমি রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকার পরে ।‌একটা ইজিবাইক আসলো তারপরে ইজি বাইকটা থামিয়ে । আমি উঠে রওনা দিয়ে দিলাম মাসিলিয়া আমাদের বাড়ি থেকে প্রায় থেকে ১৬ কিলোমিটার দূর ‌।

IMG_20241205_203600_NIGHT.jpg

IMG_20241205_203650_NIGHT.jpg

IMG_20241205_203734_HDR.jpg

IMG_20241205_203750_HDR.jpg

IMG_20241205_203807_NIGHT.jpg

After about 20 minutes after boarding the easybike I got out of the car and saw here next to me from the car. A very big event has been organized with lights all around for which. A very nice atmosphere has been created here. Which I realized after getting down from the auto by seeing the night atmosphere here. Then I paid the rent of the easy bike. After paying, there was a road on one side which one had to go through only to listen to the mahfil. I walked slowly along this side and met my friend for some time after meeting. I went there in front of Mahfil and valued Huzur. I listened to the talks discussing the Islamic point of view. Then I sat there for about 40 minutes listening to Huzur's speech. Then I got up from there because I felt very tired. After coming up, the neighborhood was lit up with lights that looked very beautiful. So I did night photography with my mobile. The beautiful places here and here I saw many people standing and listening to the mahfil. And there are many people standing around.

ইজিবাইকে ওঠার পরে প্রায় 20 মিনিট পর আমি গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে আমার পাশে এখানে দেখলাম । অনেক বড় একটা আয়োজন হয়েছে চারদিকে লাইট দেওয়া রয়েছে যার জন্য । এখানকার বেশ সুন্দর একটা চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। যেটা আমি অটো থেকে নামার পরেই বুঝতে পেরেছি দেখে এখানকার রাতের পরিবেশটা। তারপরে ইজি বাইকের ভাড়াটা পরিশোধ করে দিলাম ‌। পরিশোধ করার পরে এক পাশ দিয়ে একটা রাস্তা ছিল যে পাশ দিয়ে শুধুমাত্র মাহফিল শোনার জন্য যেতে হবে । এই পাশ দিয়ে আমি আস্তে আস্তে হেঁটে বন্ধুর সঙ্গে কিছু সময় দেখা করেছিলাম দেখা করার পরে । আমি মাহফিলের সামনে সেখানে গিয়ে হুজুরের মূল্যবান। কথাগুলো ইসলামিক দৃষ্টির বিষয় নিয়ে আলোচনা করলো সেগুলো শুনলাম। তারপরে প্রায় ৪০ মিনিট মতো আমি সেখানে বসে ছিলাম হুজুরের বক্তব্য শুনছিলাম । তারপরে আমার অনেক ক্লান্ত লাগছিল সেজন্য আমি সেখান থেকে উঠে আসলাম । উঠে আসার পরে এখানে আশেপাশে আলো জ্বালিয়ে রেখেছিল লাইট দিয়ে যেগুলো খুব সুন্দর দেখতে লাগছিল‌। তাই আমি আমার মোবাইল দিয়ে নাইট ফটোগ্রাফি করলাম । এখানকার সুন্দর জায়গা গুলো এবং এখানে দেখলাম অনেকে দাঁড়িয়ে মাহফিল শুনছে । এবং আশেপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে।

IMG_20241205_212444_HDR.jpg

IMG_20241205_204939_NIGHT.jpg

From here I went straight to the side of the road. I could see many kinds of shops sitting on the side of the road. I found someone selling nuts, selling everything, etc., toy shops, shops selling hats. etc. many types of shops not to mention one more shop. Where I saw very beautiful. That drink shop gave. Where the betel leaves are arranged very nicely. Various spices are given. For which it looked very nice. So I photographed this decorated pan at night. Then I left for home around eleven thirty. At that time I saw him passing by the road. Under the banyan tree by the roadside in Massilia Bazar. A man was selling raw vegetables. And this time he was going to stop everything. This time I am doing a photography here. And I came home in no time. This is how I spent my time while listening to the mahfil tonight.

আমি এখান থেকে চলে গেলাম সোজাসুজি রাস্তার পাশে। আমি রাস্তার পাশে দেখতে পারলাম অনেক ধরনের দোকানপাট বসেছে । কেউ দেখতে পেয়েছি বাদাম বিক্রয় করছে সব বিক্রি করছে ইত্যাদি খেলনার দোকান টুপি বিক্রি করার দোকান। ইত্যাদি অনেক ধরনের দোকান আরো একটি দোকানের কথা না বললে নয় । যেখানে খুব সুন্দর দেখতে পেলাম । যে পানের দোকান দিয়েছে । যেখানে পানগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। বিভিন্ন ধরনের মসলা দিয়েছে। যার জন্য দেখতে খুব সুন্দর লাগছিল ‌। তাই আমি এই সাজানো পানের ফটোগ্রাফি করেছি রাতে। তারপরে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সাড়ে এগারোটার দিকে প্রায়। সেই সময়টা আমি রাস্তা দিয়ে যেতে দেখলাম । মাসিলিয়া বাজারে রাস্তার পাশে বট গাছের নিচে । একজন লোক কাঁচা সবজি বিক্রয় করছিলেন। এবং এই সময়টা তিনি চলে যাচ্ছিলেন সবকিছু বন্ধ করে ।দিয়ে এই সময়টা আমি এখানকার একটা ফটোগ্রাফি করছি। এবং আমি কিছু সময়ের ভিতর বাড়ি চলে আসি। আজকে রাতে মাহফিল শুনতে গিয়ে এভাবেই সময়টা কাটালাম।

THANK YOU FOR READING MY POST 🥰
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!