To walk on the street in the morning.

in blurt-188398 •  10 days ago 

Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.

IMG_20241111_065133.jpg

My day starts early in the morning. After waking up in the morning, I always keep my body healthy. I walk regularly, so I wash my hands and face in the morning and feel fresh. I brushed my teeth and went out. For morning walks. And then I went out with my hand and saw some beautiful scenery in the morning. Scenes from all other days today's scene is a little different. It caught my eye this morning. The reason for feeling different is that now winter has started to fall. And for that now the morning atmosphere is different and it looks better than me today. When this morning sun rose. The environment at that time was beautiful, so I photographed the place with my mobile camera. Sunlight is coming out from behind the trees. And there is a qaida in the banana tree. Which looks pretty cool from a distance in this sunlight, especially in my photo where it looks like a shadow.

আমার প্রতিদিনের দিনের শুরুটা হয় ভোরবেলা । ঘুম থেকে উঠার পরেই আমি সকালবেলা নিজের শরীরটাকে সবসময় সুস্থ সবল রাখার জন্য। আমি নিয়মিত হাঁটাচলা করি তাই আজকে সকাল বেলাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে। দাঁত ব্রাশ করে বের হয়ে পড়লাম । সকালবেলা হাটাহাটি করার জন্য। এবং তারপরে হাত দিয়ে বের হয়ে দেখলাম সকালবেলা সুন্দর কিছু দৃশ্যে । দৃশ্যগুলো অন্য সকল দিনের সে আজকের দিনের দৃশ্যটা একটু অন্যরকম তাই‌‌ । এই সকালবেলা এটি আমার কাছে চোখের নজরে পড়েছে। ভিন্ন লাগার কারণ হচ্ছে যে এখন শীত পড়তে শুরু করেছে । এবং তার জন্য এখন সকাল বেলার পরিবেশটা অন্যরকম হয়ে গিয়েছে এবং এটা আজকে আমি দেখতে বেশি ভালোমতো। সকাল বেলার এই সূর্য যখন উঠেছিল । তখনকার পরিবেশটা দেশ চমৎকার ছিল তাই আমার মোবাইলের ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করলাম জায়গাটা দেখা যাচ্ছে। গাছের আড়াল দিয়ে সূর্যের আলো বের হয়ে আসছে। এবং কলার গাছে একটা কাইদ রয়েছে । যেটা বেশ সুন্দর চমৎকার লাগছে দূর থেকে এই সূর্যের আলোয় দেখতে বিশেষ করে আমার ছবিতে এটি শ্যাডো দেখা যাচ্ছে।

IMG_20241111_065159.jpg

IMG_20241111_073613.jpg

IMG_20241111_073635.jpg

IMG_20241110_103654.jpg

IMG_20241110_104015_HDR.jpg

And I was walking down the road by myself and enjoying the nature here and then exercising while I was walking down the road. At that time I saw that two boys will be much senior than me. I also saw them going out for a walk in the morning. It felt good to my heart to see it because. Then it will be a little more than a long hour. After finishing the struggle, I went back to walk home again. I worked with my elder uncle for some time 1 hour will be more than you. After finishing work, I freshened up and went to the shop near our house where I heard Jhalmuri being sold. Then if you want to eat my jhal mudri. I went to the side of the shop to eat Jhal Murdi. Then I told the shopkeeper to rub 20 taka jhalmuri. But the shopkeeper made jhalmuri in two to three minutes and then I ate the jhalmuri. And here is the Jhal Muri merchant. I took a photograph of the tools used in the business to sell clothes. And Jhal Muri was selling there. There were some boys sitting on the stool. And I talked with them for some time. Enjoyed a good time when I came to eat jhal muridi.

এবং আমি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম নিজে এবং এখানকার প্রকৃতি উপভোগ করেছিলাম তারপরে আমি এখান দিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম ব্যায়াম করতে করতে। সেই সময়টা দেখলাম দুইটা ছেলে আমার মত আমার চেয়ে অনেক সিনিয়র হবে ‌। তারাও দেখলাম সকালবেলা হাটাহাটি করার জন্য বের হয়েছে । এটা দেখে আমার মনের কাছে ভালো লাগলো কারণ। তারপরে দীর্ঘ এক ঘন্টা যাব তার একটু বেশি সময় হবে ‌ । হাটাহাটি শেষ করে তারপরে আমি আবার বাড়ির দিকে হাটতে ফিরে গিয়েছি বাড়ি গিয়ে ‌ । আমি কিছু সময় আমার বড় চাচার সঙ্গে কাজ করেছি ‌১ ঘন্টা তোর বেশি হবে। কাজ করা শেষ হয়েছে তারপরে আমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আমাদের বাড়ির পাশের দোকানে গিয়েছি সেখানে ঝালমুড়ি বিক্রয় হচ্ছে শুনেছি। তারপর আমার ঝাল মুড়ি খেতে ইচ্ছে করলে । আমি ঝাল মুড়ি খাওয়ার জন্য দোকানের পাশে গেলাম। তারপর দোকানদারকে বললাম ২০ টাকার ঝালমুড়ি মাখাতে ‌। তবে দোকানদার দুই থেকে তিন মিনিটে ঝালমুড়ি তৈরি করল তারপর আমি ঝালমুড়ি খাইলাম ‌। এবং এখানে ঝাল মুড়ি ব্যবসায়ীর। ব্যবসা করার অত ঝাল মুড়ি বিক্রয় করার জন্য যেগুলো সরঞ্জাম ব্যবহৃত সেগুলোর একটা ফটোগ্রাফি করলাম। এবং সেখানে ঝাল মুড়ি বিক্রয় করছিল । সেখানে কয়েকজন ছেলে বসে ছিল চরাটের উপর । এবং তাদের সঙ্গে আমি কিছু সময় কথা বলেছিলাম । ঝাল মুড়ি খেতে এসে ভালো সময় উপভোগ করলাম।

THANK YOU FOR READING MY POST 🥰
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  8 days ago  ·  

বর্তমান সময় যেহেতু শীতের সময় এই সময়টাতে সকাল বেলা ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করার মজাটাই অন্যরকম আমিও হাঁটাহাঁটি করি এবং প্রকৃতির কাছ থেকে কিছুটা আনন্দ উপভোগ করি ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি এবং আপনার ভোরে পথ চলার অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।