Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.
Today I am presenting to you some things about the work done by a skilled engineer. First of all, today when I went outside the house i.e. to the field next to our house, I liked to sit in the sun, so I went out in the sun today in the afternoon. After that I went and found that there a man was doing the engineering work of window and door with electrical connection. And it is a different kind of work from the normal daily tasks i.e. making the frame of a minaret. through which Place the frame nicely on top and cast it. And the work of the minaret will be done beautifully. Then open the frame. However, I like the work of an engineer very much, that is this engineer. At that time the frame of this minaret was being made. At that time I could see that he was wearing a spectacle over his eyes. When he was welding in his engineer's job. It was in use then because many sparks were falling from it. Which will cause a lot of damage to the eyes if it enters. I love that he's using glasses for that. But it is best to be careful in this engineering work.
আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি হলো দক্ষ একজন ইঞ্জিনিয়ার এর করা কাজগুলো বিষয় নিয়ে কিছু কথা। প্রথমত যখন আজকে আমি বাড়ির বাইরে অর্থাৎ আমাদের বাড়ির পাশের মাঠে গিয়েছিলাম সেখানে রোদের ভিতর বসে থাকতে আমি অনেকটা পছন্দ করতাম বলে আজকে দুপুরে রোদের ভিতর বাহিরে বের হয়েছি। তারপরে গিয়েই দেখতে পেয়েছিলাম যে সেখানে একজন লোক বৈদ্যুতিক কানেকশন দিয়ে ইঞ্জিনিয়ারিং অর্থাৎ জানলা দরজা এর কাজগুলো করছেন । এবং দৈনন্দিন স্বাভাবিক কাজগুলো থেকে এটি অন্যরকম একটি কাজ অর্থাৎ এটা হচ্ছে একটা মিনারের ফ্রেম তৈরি করছেন। যেটির মাধ্যমে দিয়ে। একটি উপরে দিয়ে সুন্দরভাবে ফেরেম বসিয়ে ঢালাই দিয়ে দেবেন ।এবং সুন্দরভাবে মিনারের কাজ হয়ে যাবে। তারপরে ফ্রেম খুলে ফেলবে । তবে আমি ইঞ্জিনিয়ার এর একটি কাজ খুবই ভালো লাগলো সেটি হল এই ইঞ্জিনিয়ারটা । সেই সময় এই মিনারের ফেরেম তৈরি করছিল । সেই সময়টা আমি দেখতে পেয়েছিলাম যে তিনি তার চোখে একটি চশমা পরিত ছিল। তিনি তার ইঞ্জিনিয়ার এর কাজে যখন ঝালাই করেছিল । তখন এটি ব্যবহার করছিল কারণ এটি থেকে অনেক আগুনের ফুলকি পড়ছিল । যেটা চোখে অনেক ক্ষতি করবে ঢুকে গেলে । তার জন্য তিনি চশমা ব্যবহার করছেন এটি দেখে আমার খুব ভালো লেগেছে। তবে এই ইঞ্জিনিয়ারিং এই কাজটাতে সতর্ক থাকাই সর্বোত্তম ভালো ।
Another man was here to advance the engineer's work when he was seen taking a large team sheet and measuring it with a piece of wood. I was very happy to see that because he was working hard with the engineer here. The minaret took a long time to build. And iron step by step in each case. And the tin seat that is nicely fitted by welding. This engineer is seen inside this photo I took. This welding takes a lot of extra time and attention because I could see it sitting there and they were working on it for a long time. It has to be soldered nicely with iron, it was repeatedly made a lot of mistakes while soldering the iron with this tin.
ইঞ্জিনিয়ার এর কাজে এগিয়ে দেওয়ার জন্য আরও একজন লোক এখানে ছিল যখন তিনি দেখতে পেয়েছিলাম যে তিনি বড় একটা টিমের শিট নিয়ে একটা কাঠ দিয়ে হাতের আন্দাজে মেপে দেখছেন। এটা দেখে আমার খুব ভালো লাগলো কারণ তিনি এখানকার ইঞ্জিনিয়ারের সঙ্গে অনেকটাই তিনি পরিশ্রম করছেন। মিনারের তৈরি করতে দীর্ঘ অনেক সময় লাগছিল। এবং প্রতিটা ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ লোহা। এবং টিনের সিট যে সুন্দরভাবে লাগিয়েছেন ঝালাই করে । এই ইঞ্জিনিয়ার যেটা আমার তোলা এই ছবির ভিতরে দেখা যাচ্ছে। এই ঢালাইয়ের কাজে অতিরিক্ত সময়। এবং মনোযোগ এই দুইটাই ব্যবহার বেশি হয়ে থাকে। কারণ এই কাজটা যেটা আমি সেখানে বসে থেকে দেখতে পেয়েছিলাম। এবং তারা খুব বেশি সময় হাতে নিয়ে কাজ করছিল। এটা আমি ঝালাই করার সময় দেখতে পাচ্ছিলাম কারণ এক জায়গা থেকে লোহা গলে উঠে গেলে। ফের করে আবার লোহা দিয়ে সুন্দর করে ঝালাই করে দিতে হয়। এটা বারবার অনেকটা মিসটেক হয়ে যাচ্ছিল লোহা এই টিনে সাথে ঝালাই দিতে গিয়ে।
But I am starting at this stage, something about the work skills of this engineer, that is, to do this engineering work, patience is required most of the time and here this man, the engineer, he applied this work more than the time when he was doing welding work. Spent more time because this work requires a lot of patience and extra effort. And each weld took a little more time and the above picture I took shows the welds are very nicely done. And this is how a skilled engineer works. And today I stood for some time and watched the work of this skilled engineer and enjoyed the time.
তবে আমি এই পর্যায়ে শুরু করছি হলো এই ইঞ্জিনিয়ার এর কাজের দক্ষতা নিয়ে কিছু কথা অর্থাৎ এই ইঞ্জিনিয়ারিং এর কাজ করতে গেলে বেশিরভাগ সময় ধৈর্যটা বেশি প্রয়োজন দরকার হয় এবং এখানে এই লোকটা অর্থাৎ ইঞ্জিনিয়ার তিনি এই কাজটাই বেশি প্রয়োগ করেছিলেন যে সময়টা তিনি ঝালাইয়ের কাজ করতেছিলেন সেটা সময়টাতে একটু বেশি সময় ব্যয় করলেন কারণ এই কাজটা অনেক ধৈর্যের এবং অতিরিক্ত পরিশ্রমের । এবং প্রতিটা ঝালাই করছিলেন একটু বেশি সময় লাগিয়ে এবং আমার এই তোলা উপরের ছবিটি দেখা যাচ্ছে ঝালাইটা খুব সুন্দর ভাবে করা হয়েছে। এবং এভাবে একজন দক্ষ শিল ইঞ্জিনিয়ার কাজ করে থাকেন ।এবং আজকের দিনে কিছু সময় আমি দাঁড়িয়ে থেকে আমি এই দক্ষ ইঞ্জিনিয়ার এর কাজ দেখেছি এবং ভালোই সময় উপভোগ করেছি ।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.
Hi @arroise
আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। Blurt Space কমিউনিটির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমি আশা করি আপনি খুব দ্রুত আমাদের Discord সার্ভারে জয়েন হবেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
Join This Discord
https://discord.gg/bgeDy6ED
Welcome 🤗