I came to the field of my high school and remembered some beautiful memories watching the game on the field.

in blurt-188398 •  3 months ago 

Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.

IMG_20241017_165118-01.jpeg

We all have a memory in our life that we can never forget. As it happens in my life school life is one of the biggest memories. Which I will never forget and school life was one of the greatest moments of my life. We study in primary school for five years of life. Now when the five years of primary school is over then we move to the high school stage where we go to get a good higher education. Then just when again five years later again. After finishing high school we go to college and make new friends and spend some good time with them. But we miss our hometown and high school friends. And today I am presenting some of my high school life. As seen in this picture here is my five years of high school life. I am here at school and we have many memories on this field. How many sports have we played here on this field. Today, when I left home with my bicycle, I went out. Today I will be about a year two to three months after my high school. It felt good to come to Aslam after this. Here I saw many older brothers playing sports in the field.

আমাদের সকলের জীবনে একটা স্মৃতি থাকে যেটা আমরা কোন সময় ভুলতে পারি না। যেমনটা হলো আমার জীবনে স্কুল জীবনটা হলো সবচেয়ে বড় একটা স্মৃতিময়। যেটি আমি কোন সময় ভুলবো না এবং স্কুল জীবন ছিল আমার জীবনের সবচেয়ে বড় একটা কাটানো মুহূর্ত। জীবনের পাঁচটি বছর আমরা প্রাইমারি স্কুলে পড়াশোনা । এবার প্রাইমারি স্কুলেই পড়া যখন পাঁচ বছর শেষ হয়ে যায় তারপরে আমরা হাইস্কুলের পর্যায়ে চলে যাই ।যেখানে আমরা ভালো একটা উচ্চ শিক্ষা পাওয়ার জন্য যাই। তারপরে ঠিক যখন আবার পাঁচ বছর পরে আবার। হাই স্কুল পড়াশোনা শেষ হয়ে যাবার পরে আমরা কলেজ পর্যায়ে যাই ।এবং সেখানে গিয়ে নতুন বন্ধু-বান্ধব পায় তাদের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটে। তবে আমরা মিস করি আমাদের গ্রামের এবং হাই স্কুল এর সময়ের বন্ধুদের। এবং আজকে আমি উপস্থাপন করছি হলো আমি আমার হাই স্কুল জীবনের কিছু কথা ।যেমন এখানে এই ছবির ভিতর দেখা যাচ্ছে এটি হলো আমার হাই স্কুল জীবনের পাঁচটি বছর কাটিয়েছি। আমি এইখানে স্কুলে এবং এই মাঠে আমাদেরকে অনেক স্মৃতি রয়েছে । এখানে এই মাঠেই আমরা বসে কত খেলাধুলা করেছি । আজকে যখন আমি আমার বাড়ি সাইকেলটা নিয়ে বাড়ি থেকে বের হয়েছি বের হয়ে। আমি আমার হাই স্কুলের পরে আজকে প্রায় এক বছর দুই থেকে তিন মাস হবে। এরকম পর আসলাম এসে অনেকটা ভালো লাগলো । এখানে দেখলাম অনেক বড় ভাইরা মাঠে খেলাধুলা করছে।

IMG_20241017_165014.jpg

IMG_20241017_165021.jpg

IMG_20241017_165048.jpg

IMG_20241017_165058.jpg

IMG_20241017_165059.jpg

IMG_20241017_165101.jpg

There was a lot of beautiful grass in the field. When we used to play in this field, there was not much grass at that time. On top of that we used to play sports. At this time, I saw a lot of grass in the field, it looks very beautiful. And on this tree, the elder brothers are playing bat ball, many of them are fighting. I was very happy to see them having a good time. I remember spending time with my first friend when I was in school. He watched the game inside the school campus. And suddenly when I looked at our class I saw that our block was painted very nicely and an atmosphere was created. Very nicely drawn some pictures. I saw different things and saw some sayings written on the wall. I spent a very nice moment. Today I came here on my high school school. In fact, many memories came to mind. I shared some moments of my school life with you, I hope you like it.

মাঠের ভিতর অনেক সুন্দর ঘাস হয়ে গিয়েছিল। যখন আমরা এই মাঠে খেলাধুলা করতাম ওই সময় অতটাও ঘাস ছিল না । তার উপরে আমরা খেলাধুলা করতাম । এই সময়ে এসে দেখলাম মাঠের অনেক ঘাস হয়ে গিয়েছে খুব সুন্দর দেখা যাচ্ছে ।এবং এই গাছের উপর বড় ভাইরা ব্যাট বল খেলছেন অনেকে হাটাহাটি করছেন ।সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন এগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। যখন আমি স্কুলে ছিলাম প্রথম বন্ধুর সঙ্গে সময় কাটাতাম এগুলো মনে পড়ছিল। যে খেলা দেখে এই মাঠের ভিতর স্কুলে ক্যাম্পাসে থেকে ‌। এবং হঠাৎ করে যখন আমি আমাদের ক্লাসের দিকে তাকালাম যখন দেখলাম যে আমাদের ব্লকটা খুব সুন্দর ভাবে রং করা হয়েছে এবং একটা পরিবেশ তৈরি হয়েছে ‌। খুব সুন্দরভাবে কিছু ছবি অংকন করা। বিভিন্ন কিছু দেখলাম আবার দেখলাম দেওয়ালের উপরে কিছু উক্তি লেখা আছে। খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম । আজকে আমি আমার হাই স্কুলের উপর এখানে এসে স্কুলের। আসলে অনেক স্মৃতির কথা মনে পড়ল। আমার স্কুল জীবনের কিছু মুহূর্ত কাটানো আপনাদের কে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে।

THANK YOU FOR READING MY POST 🥰
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!