অনেকদিন পর বিকালে একটু ঘুরাঘুরি

in blurt-188398 •  6 days ago 
অনেকদিন পর বিকাল একটু ঘুরাঘুরি করলাম অনেক মজা হল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম এবং মস্তিষ্ক ক্লিয়ার করলাম

IMG_20241112_164616.jpg

IMG_20241112_170001.jpg

IMG_20241112_170012.jpg

IMG_20241112_170024.jpg

বিকাল বেলা পাড়ার ছেলেদের সাথে একসাথে ঘুরতে বের হওয়া যেন এক নতুন জগতের সন্ধান। সোনালী রোদে লেগে থাকা উষ্ণতা, আকাশের সোনালি আভা, এবং হালকা বাতাসের স্পর্শ যেন আমাদের অভ্যন্তরীণ সত্তাকে এক নতুন উচ্ছ্বাসে জাগিয়ে তোলে। রাস্তার ধারে গাছগুলোর পাতায় যখন বাতাসে খেলা করে, তখন হাসির শব্দ আর সাঝের আলো এক মিষ্টি সুরে মিলে যায়। কেউ ক্রিকেট খেলছে, কেউ বা ফুটবল, আর কেউ সাইকেলে দৌড়াচ্ছে, যেন সময় থেমে গেছে। ছোট বড় রাস্তার কোণে গিয়ে চুটিয়ে আড্ডা দেওয়া, একে অপরের খুনসুটি, পুরানো দিনের গল্প—এসব মুহূর্ত গুলো যেন একটা সোনালী স্মৃতি হয়ে গড়ে ওঠে। হঠাৎ করে আকাশে রঙবিরঙ্গের মেঘ জমতে শুরু করে, আর আমরা নিজেদের মনে করি যে, এই মুহূর্তটা যেন কোনো কাব্য কবি লিখে রেখেছে। বিকাল বেলার সেই সহজ, স্নিগ্ধ আনন্দে হৃদয়ে শান্তির এক অসাধারণ অনুভূতি ভর করে—যেখানে সময় আর স্থান এক সাথে মিলেমিশে একাকার হয়ে যায়।
Going out with the neighborhood boys in the afternoon is like discovering a new world. The warmth of the golden sun, the golden glow of the sky, and the touch of the light breeze awaken our inner being to a new exhilaration. When the wind plays in the leaves of the trees along the road, the sound of laughter and the light of the afternoon meet in sweet harmony. Some are playing cricket, some are playing football, some are running on bicycles, as if time has stopped. Chatting on small and big street corners, killing each other, old stories - these moments become a golden memory. Suddenly, colorful clouds begin to gather in the sky, and we think to ourselves that this moment has been written by a poet. An extraordinary sense of peace fills the heart with that simple, gentle pleasure of the afternoon—where time and space merge into one.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!