Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you again today. A very nice post. A beauty of our village. I will highlight a beautiful day relationship.
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভাল আছি। আমি আপনাদের মাঝে আবারও আজকে উপস্থিত হয়েছি। খুবই সুন্দর একটি পোস্ট নিয়ে। আমাদের গ্রামের একটি সৌন্দর্য। আমার একটি সুন্দর দিন সম্পর্ক নিয়ে তুলে ধরবো।
Alhamdulillah I woke up very early in the morning as I will be doing photography in the morning. For this I went out very quickly. I saw that the sun had come out a lot.Even though the sun was out, there was a beautiful atmosphere all around. The color of the sky was amazing to me. There are plants around. And there is a lot of fog around. I am very happy to do photography in this environment. There was a very large pond that made for such beautiful photography.Now our winter is here. Now if we wake up in the morning. Then we will exercise. Along with that, we will see some beautiful scenes. There are many farmers in the village. They will come to sell vegetables. From there we can collect some beautiful pictures.These few months of winter are sweet to me. Because this winter is the best for me. And a lot of choice because I can do a lot of exercise during the winter. And in the winter when I am morning. I got out in the mist. Dates are my choice for juice. Because that is when the date palm juice is collected from the tree of that person. At that time the view is very good.
আলহামদুলিল্লাহ আমি অনেকটা সকাল বেলায় ঘুম থেকে উঠেছি যেহেতু আমি সকাল বেলা আমি ফটোগ্রাফি করব। এই জন্য আমি খুব তাড়াতাড়ি করে বাহিরে গেলাম। দেখলাম সূর্যটা অনেকটা বের হয়ে গিয়েছে।সূর্য বের হয়ে গেলেও চারপাশে অনেক সুন্দর পরিবেশ ছিল। আকাশের রংটা আমার কাছে দারুন ছিল। চারপাশে রয়েছে গাছপালা। এবং চারপাশ দিয়ে অনেকটা কুয়াশা রয়েছে। আমার এই পরিবেশের মধ্যেও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগছে। একটি অনেক বড়টি পুকুর ছিল তার জন্যই এত সুন্দর ফটোগ্রাফি হয়েছে।এখন আমাদের শীতকাল চলে এসেছে।এখন যদি সকাল বেলা ঘুম থেকে ওঠা হয়। তাহলে আমাদের ব্যায়াম করা হবে। সেই সঙ্গে কিছু সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়বে। গ্রামে অনেক কৃষকেরা রয়েছে। তারা শাকসবজি বিক্রয় করার জন্য আসবে। সেখান থেকেও আমরা অনেক সুন্দর কিছু ছবি সংগ্রহ করতে পারবো।আমার কাছে শীতের এই কয়েকটা মাস মধুর মত। কারণ এই শীতকালটা আমার কাছে বেস্ট। এবং অনেক পছন্দ কারণ শীতের সময় আমি অনেক ব্যায়াম করতে পারি। এবং শীতের সময়ে আমি যখন সকাল বেলা। একুয়াশার ভিতর বের হয়ে পড়ি। খেজুর রস জন্য আমার পছন্দ। কারন সেই সময় খেজুরের রস যখন সেই মানুষের গাছ থেকে সংগ্রহ করে। সেই সময়ে দৃশ্য অনেক ভালো লাগে।
I spent the morning like this. Then I started wandering around again. Paddy has ripened in one of our fields here. Here two farmers are harvesting paddy. I like this scene very much. The hat is given on their head. This hat is handmade.Being such a beautiful handmade hat. This farmer has benefited a lot. Because they get rid of the sun. Can work here very conveniently. Thousands of farmers use such caps. He got a lot of benefits for it.When I photographed these farmers. They have many smiles on their faces. This is because they cut the paddy so beautifully. Because the yield of rice has been very good. That is why these farmers are smiling. This is how we want to see a smile on the farmer's face. Because if they work hard to plant paddy. Then there is a lot of hard work. Then the paddy gets paddy from that land.
এভাবে সকালের সময় পার করে দিলাম। তারপর আমি আবারও একটু ঘোরাফেরা করতে শুরু করলাম। আমাদের এখানে একটি জমিতে ধান পেকে গিয়েছে। এখানে দুইজন কৃষক ধান কাটতেছে। আমার কাছে এই দৃশ্য অনেক ভালো লাগছে। এদের মাথায় যে টুপিতে দেওয়া রয়েছে। এই টুপি টি হাতে তৈরি করা হয়েছে।এত সুন্দর হাতের তৈরি টুপি হওয়ার কারণে। এ কৃষকের অনেক সুবিধা হয়েছে। কারণ তারা রোদ থেকে মুক্তি পাওয়ার কারণে। অনেক সুবিধা জনক ভাবে এখানে কাজ করতে পারতেছে। এরকম টুপে হাজারো কৃষক ব্যবহার করে। তার জন্য অনেক উপকার পেয়েছে।আমি যখন এই কৃষকদের ফটোগ্রাফি করেছিলাম। তাদের মুখে অনেক হাসি রয়েছে। কারণ এই যে এত সুন্দর ভাবে তারা ধানের ধান কাটতেছে। কারণ ধানের ফলন অনেক ভালো হয়েছে। তার জন্যই এই কৃষকদের হাসি ফুটছে। আমরা এইরকমই কৃষকের মুখে হাসি দেখতে চাই। কারণ যদি তারা অনেক পরিশ্রম করে ধান লাগায়। তারপর সেখানে অনেক পরিশ্রম করে। এরপর ধান সেই জমি থেকে ধান পেয়ে থাকে।
Good with these farmer brothers. Have a great time with photography. Then I spent a lot of time. Then I passed the afternoon. Today was a good day for me. Because I spend the whole day in a very beautiful way. Then I went to their land with my uncle. Because he called me. Will give medicine on land. When we two are going to give medicine on land.Go through the land and take a lot of trouble. We passed a lot of time and we went to land. But I did some pretty cool photography on the way. This road is not far from my house. This very beautiful road is surrounded by only palm trees.When Bhadra month comes. You cannot even imagine. We eat a lot of dates from here. Because there is no shortage of palm trees here. Because we have no problem eating dates. There is a lot of fun in that warm month. We can have a lot of fun eating dates. Anyway, we reached uncle and nephew land and gave medicine properly. Then I come back home a lot.
এই কৃষক ভাইদের সঙ্গে ভালোই। চমৎকার সময় কাটলো ফটোগ্রাফির মাধ্যমে। তারপর অনেকটা সময় আমি কেটে দিলাম। এরপর দুপুরের সময়টা আমি পার করে দিলাম। আজকের দিনটা আমার কাছে অনেক ভালো লাগলো। কারণ সারাদিনটা অনেক সুন্দরী ভাবে আমি কেটে দিচ্ছি। তারপর আমার মামার সঙ্গে তাদের জমিতে গিয়েছিলাম। কারণ তিনি আমাকে ফোন দিয়েছিল। জমিতে ওষুধ দিতে যাবে। আমরা দুইজন যখন জমিতে ওষুধ দিতে যাচ্ছি।জমির ভেতর দিয়ে যাও অনেক কষ্ট কর। আমরা অনেকটা সময় পাড়ি দিয়ে আমরা জমিতে গিয়েছিলাম। কিন্তু আমি যাওয়ার পথে খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছিলাম। আমার বাড়ি থেকে একটু দূরেই এই রাস্তাটি রয়েছে। অনেক সুন্দর এই রাস্তাটি চারপাশ দিয়ে শুধু তাল গাছ।যখন ভাদ্র মাস আসে তখন। আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা এখান থেকে অনেক তাল খেয়ে থাকি। কারণ এখানে তাল গাছের অভাব নেই। কারণ আমাদের তাল খাওয়ার কোন সমস্যাই হয় না। অনেক মজা হয় সে ভাদ্র মাসে। আমরা তাল খেয়ে অনেক মজা করতে পারি। যাই হোক আমরা মামা ভাগ্নে জমিতে পৌঁছে ঠিকভাবে ওষুধ দিলাম। তারপর আমি অনেক বাড়িতে ফিরে আসি।
Today is more than a normal day. It was very beautiful to me. I have collected some very beautiful pictures of the day as it was. In fact, the village time is well spent. You will have many choices that day. And it will be very good because it keeps the mind very beautiful. That day will be very good for you.I have such a beautiful day among you. I shared very nicely. I hope this is my story of the day. You will also like these pictures of mine. You will be well and be healthy. Next of course again with a nice post. I will be present among you.
সাধারণ দিনের থেকেও আজকের দিনটা। আমার কাছে অনেক সুন্দর ছিল। যে রকম দিন ছিল সেই রকমই খুব সুন্দর কিছু ছবি সংগ্রহ করেছি। আসলে গ্রামের সময় সুন্দরভাবে কাটালে। সেদিনটা আপনার অনেক পছন্দ হবে। এবং অনেক ভালো লাগবে কারন মনকে অনেক সুন্দর করে রাখলে। সে দিনটা আপনার অনেক ভালো ভালো যাবে।আমি আপনাদের মাঝে এত সুন্দর একটি দিন। আমি খুব সুন্দর ভাবে শেয়ার করেছি। আমি আশা করব আমার এই দিনের গল্পটি। সেই সঙ্গে আমার এই ছবিগুলো আপনারাও অনেক পছন্দ করবেন। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। পরবর্তীতে অবশ্যই আবারো সুন্দর একটি পোস্ট নিয়ে। আপনাদের মাঝে উপস্থিত হবো।