In the evening I went on a trip to my hometown.

in blurt-188398 •  15 days ago 

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটি গল্প নিয়ে। তো এই গল্পটি হল হঠাৎ আমি সন্ধ্যা। সময় আমার মনে হল যে একদিন শহরে ঘুরে আসা যাক। আমি সন্ধ্যায় একটু সময় পেয়েছিলাম। তো আমি এই সময় নিয়ে আমাদের শহরে একটু ঘুরতে গেলাম।আমাদের গ্রাম থেকে আমাদের শহর বেশি দূরে না। সর্বোচ্চ 20 মিনিট সময় লাগে যদি আমাদের গ্রাম থেকে। অটো ভ্যানে ওঠা হয় তো আমি অটো ভ্যানে উঠে চলে গেলা।ম ২০ মিনিটের ভিতর আমাদের শহরে সন্ধ্যার সময়। তো আমার ভালো লাগছিল মাছেরবাজার তো এখানে অন্য দোকান গুলো ভালো লেগেছিল। তবে এখানে মাছের বাজার শেষের দিকে তবে সময়ও। অনেক মাছ নিয়ে বসে থাকে অনেক ব্যবসায়ীরা।কয়েকজন ব্যবসায়ীরা এখানে বসে থাকলে।ও কিন্তু অনেক পরিমাণে মাছ দেখা যাচ্ছে। এখানে অনেক রাত পর্যন্তই বসে থাকবে। যেহেতু শহরের মানুষও কিন্তু রাতে বাজার করতে আসে। আর শহরের মানুষ বিশেষ করে যারা চাকরি জীবি সেই মানুষগুলো কিন্তু বাজার করতে আসে। আর তার জন্যই রাতে কিন্তু অনেক টাটকা মাছ এখানে পাওয়া যাবে।

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I come to you with a little story. So this story is suddenly I Sandhya. Time I thought that one day let's visit the city. I had some time in the evening. So I took this time to visit our city.Our city is not far from our village. It takes maximum 20 minutes if from our village. I got into the auto van and left within 20 minutes. It was evening time in our city. So I liked the fish market and I liked the other shops here. But the fish market here is at the end but also the time. Many traders sit with many fish.A few traders are sitting here, but a lot of fish are seen. Will sit here till night. Since the people of the city also come to market at night. And the people of the city, especially those who have jobs, come to the market. And that's why many fresh fish can be found here at night.

IMG_20250105_173610.jpg

IMG_20250105_173615.jpg

একটা ব্যবসা করতে গেলে সেই ব্যবসার ধৈর্যের প্রয়োজন। দেখুন আপনারাই এখানে যদি কোন ক্রেতারা। যদি মাছ কিনতে না আসে। তাহলে কিন্তু সেই ব্যক্তিকে এখানে অনেকটা সময় অপেক্ষা করে থাকতে হয়। যে কখন একজন মানুষ আমাদের কাছে আসবে। এবং তারপর টাকা দিয়ে মাছ কিনবে। আর এটাই হচ্ছে ধৈর্যের পরীক্ষা।আর যখন যদি মানুষ একবারে ভিড় জমায়। তখন তো ব্যবসায়ীদের মুখে উজ্জ্বল হাসি পড়ে যায়। তার মানে তাদের ব্যবসা অনেকটা ভালো হবে। কারণ মানুষ যদি ভিড় জমায় তাহলে। সেই সময় কিন্তু ব্যবসায়ীদের অনেক কেনাবেচা হয়ে থাকে। আর তার জন্যই তারা কিন্তু অনেক হাসি খুশিতে থাকে।এইভাবেই কিন্তু ধীরে ধীরে ছোট থেকে অনেক দূর পর্যন্ত। একজন ব্যবসায় অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়।আর একে অপরের ব্যবসা দেখে। অনেকেই উৎসাহিত হয়ে পড়ে এরকম ব্যবসা করার জন্য।ব্যবসা করতে গেলে বুকে সাহস। এবং নির্ভরযোগ্যতা থাকতে হবে। এবং ভালো কিছু করতে হবে। এবং কোন ভয় করা যাবে না। এবং সাহস করে সেই ব্যবসাতেই ইনভেস্ট করতে হবে। নিজের যে টাকা ভালো ভাবে ইনবেস্ট করে। সেই ব্যবসায়ের লাগিয়ে যেতে হবে। তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। আপনার ভিতরে কোন রকমের ভয় থাকা যাবে না। আপনি স্বইচ্ছায় সেই ব্যবসা চালিয়ে যান।

To start a business, that business needs patience. See if you are a buyer here. If the fish does not come to buy. But that person has to wait here for a long time. That when a man will come to us. And then buy fish with money. And this is the test of patience.And when people gather at once. At that time, the businessmen had a bright smile on their faces. That means their business will be much better. Because if people crowd. But at that time, there is a lot of buying and selling of traders. And because of that, they are always smiling and happy.In this way but gradually from small to far. One goes far in business and watches each other's business. Many are encouraged to do such business.Courage to do business. And there must be reliability. And do something good. And no fear. And dare to invest in that business. He invests his money well. That business should be applied. Then surely you can do something good. There can be no fear within you. You voluntarily carry on that business.

IMG_20250105_173616.jpg

IMG_20250105_173754.jpg

IMG_20250105_174945.jpg

আমিও অনেকটা সময় নিয়ে। মাছের বাজারের গল্পটি আপনাদের বললাম। কিন্তু আমি আরও একটি কথা আপনাদের বলতে ভুলে গিয়েছি। আমাদের শহর কিন্তু আর অন্য কোন ঝগঝগ করে তুলেছে সন্ধ্যার সময়ে। আমাদের শহর কিন্তু এর আগে এরকম ছিল না।পৃথিবীতে এরকম কত ছোট বড় শহর রয়েছে। প্রতিটা শহরে কিন্তু সুন্দর সময়ে এইরকম সুন্দর একটি পরিবেশ গড়ে ওঠে লাইটিং দিয়ে। ঠিক সেই রকম ভাবে আমাদের এই শহরটিও ধীরে ধীরে এরকম করা চেষ্টা চালিয়ে দেওয়া হয়েছে। আর অবশেষে আমাদের এই কাজটি সম্পন্ন করা হয়েছে আমাদের এই শহরে।কিন্তু আমরা কখনো ভাবতে পারিনি। যে এত দ্রুত সম্ভব আমাদের শহরটিতে এত সুন্দর একটি পরিবেশ গড়ে তুলবে। এই পরিবেশটা গড়ে তোলার কাজটা আরো অনেক আগেই করা লাগতো। তাহলে প্রতিটা শহরের সাথে আমাদের শহরটাও মিলিয়ে যেত। আর এই কাজটা অনেকটা বছর পর আমাদের এই শহরে এত সুন্দর লাইটিং করা হয়েছে। হয়তো ধীরে ধীরে আরো সুন্দর একটা পরিবেশ গড়ার চেষ্টা চালিয়ে যাবে। কিন্তু সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তার জন্য অনেকটা খরচ হয়েছে নিজেদের শহরে।এরকম সুন্দর পরিবেশ দেখলে। কে না খুশি হয় না প্রতিটা মানুষই খুশি হয়। আর এইরকম পরিবেশটা দেখে প্রত্যেকটা মানুষই অনেক খুশি হয়েছে। এই মানুষগুলো আরো সুন্দর একটি পরিবেশ দেখতে চাই। আমিও এরকম আরো সুন্দর পরিবেশ দেখতে চাই। যখনই আমাদের শহরে যাব। তখন মনটা অনেক ভরে যাবে এই সুন্দর পরিবেশ দেখে।আমার পরিচয় আমি মোহাম্মদ আরিফুল। ইসলাম বগুড়া জেলার কালা থানা দুপচাচিয়া থাকি। আমি পড়াশোনা ট্রেন পর্যন্ত পড়াশোনা করেছি এরপর আর পড়াশোনা করা হয়নি। তবে আমি মাঝেমধ্যেও আমি ইট ভাটাতে কাজ করি। আর এর পাশাপাশি এই প্লাটফর্মে আমি আছি। আমি আশা করব আপনারা আমাকে এ প্লাটফর্মে ভালো কিছু করার সুযোগ দিবেন। আর এই আশা নিয়ে আমি প্লাটফর্মের সঙ্গে আছি। আর একটা জায়গায় ধৈর্য ধরে কিছু করতে হলে। সেখানে খুব সুন্দর ভাবে মনোযোগ সহকারে কাজ করতে হবে।

I also take a lot of time. I told you the story of the fish market. But I forgot to tell you one more thing. But our city is no different in the evening. Our city was never like this before.How many cities are there in the world? In every city but in beautiful times such a beautiful atmosphere is created with lighting. In the same way, our city has been gradually trying to do the same. And finally our work is done in this city of ours.But we never thought. That will create such a beautiful environment in our city as soon as possible. The work of building this environment should have been done much earlier. Then our city would have merged with every city. And after many years of this work, we have done such a beautiful lighting in this city. Maybe gradually try to build a more beautiful environment. But until then we have to wait. He has spent a lot of money in his own city.Seeing such a beautiful environment. No one is happy, everyone is happy. And every person is very happy to see such an environment. These people want to see a more beautiful environment. I also want to see more beautiful environment like this. Whenever I go to our city. Then the mind will be filled with this beautiful environment.My name is Mohammad Ariful. I live in Kala Thana Dupchachia of Islam Bogra District. I studied till the study train and then no more study. But I also sometimes work in a brick kiln. And besides this I am on this platform. I hope you will give me a chance to do something good on this platform. And with this hope I am with the platform. And to do something patiently in one place. There is a very nice and attentive work to be done.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!