Beautiful moment with my niece.

in blurt-188398 •  last month 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. Today I am again among you. Another nice post. I spent a very nice moment with my niece. And with this beautiful moment. I will highlight some things to you.
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আরো একটি সুন্দর পোস্ট নিয়ে। আমার ভাতিজির সঙ্গে অনেক সুন্দর একটি মুহূর্ত আমি কাটিয়েছি। আর এই সুন্দর মুহূর্ত নিয়েই। আপনাদের মাঝে আমি কিছু কথা তুলে ধরবো।

IMG_20241116_101210.jpg

I woke up in the morning like every day. After that I washed my hands and face and then I am eating and drinking lightly. Then it was late. Then I thought to myself that I would go see my niece. So I left in the morning with preparations. Not far from my niece's house. But very close we can walk there.I went to my niece's house. Then after waiting for some time. I went to him and saw that he was playing sports. I took pictures with him from lying near him. It seems so old. But the age is not more than 30 days. So clever and so mischievous. Which jumps out when I take a selfie.I became an uncle for the first time in my life. And when I spend time with my niece. I like it very much. When I am at home. After a few days he remembered his words. Because this is my first uncle in this life. Because of which I miss him a lot. But he will come to my house after a few days. Then I won't miss it so much. Because I will be in my own house.

প্রতিদিনের মতোই আমি সকালে ঘুম থেকে উঠেছি। এরপর হাত মুখ ধুয়ে নিলাম তারপর হালকা খাওয়া-দাওয়া করছি। তারপর অনেকটা বেলা হয়ে গেল। তারপর নিজে নিজে একটু ভাবলাম যে আমার ভাতিজিকে দেখতে যাব। তাই প্রস্তুতি নিয়ে আমি সকালে রওনা দিলাম। বেশি দূরে না আমার ভাতিজির বাড়ির। তবে খুব কাছে আমরা হাঁটাচাড়া করে সেখানে যেতে পারি।আমার ভাতিজির বাড়িতে গেলাম। তারপর কিছু সময় অপেক্ষা করার পর। তার কাছে গেলাম দেখলাম সে খেলাধুলা করতেছে। তার কাছে শুয়ে থেকে তার সঙ্গে ছবি উঠালাম। মনে হচ্ছে কতই জানো বয়স হয়ে গেছে। কিন্তু বয়স বেশি দিন না মাত্র ৩০ দিন হচ্ছে। তাই এত চালাক এবং খুবই দুষ্টু হয়েছে। যা লাফালাফি করে আমি যখন সেলফি উঠালাম।আমার জীবনের প্রথম আমি চাচা হয়েছি। এবং আমার ভাতিজির সঙ্গে যখন আমি সময় কাটায়। আমার অনেক ভালো লাগে। যখন আমি নিজের বাসায় থাকি। কিছুদিন পর পরে তার কথা মনে পড়ে যায়। কারণ আমার এই জীবনের এই প্রথম চাচা হয়েছে। যার কারণে তার অনেক মিস করি। তবে আরও কিছুদিন পর আমার বাড়িতে আসবে। তখন আর এতটাও মিস করবো না। কারণ আমার নিজের বাসায় থাকবে।

IMG_20241116_101210.jpg

IMG_20241116_102354.jpg

IMG_20241116_102358.jpg

IMG_20241116_102359.jpg
My niece will grow up more slowly. Then it will be even more naughty. More sports and fun will accumulate with him. Because I love my niece. More love from him will affect me.But when to my elder brother. Will leave at once. I will miss him even more then. Because then I will miss a lot and love. I can't get love easily anymore. After a long time when he will come to our village. Then I will go around with him a lot.To my niece. I developed a love for such beautiful moments. I will never forget him. You will also love your own children and relatives very much. Small children should be given more love. Then he will grow up in a very good environment. I love my niece very much.You will be well and be healthy. And take care of yourselves. I will be back with my posts later on. May everyone work here with faith. Because I am working as a moderator of this community. And trying to move everyone forward with good advice.

আমার ভাতিজি যখন আরো ধীরে ধীরে বড় হবে। তখন আরও সেই দুষ্টু হবে। তাকে নিয়ে আরো খেলাধুলা মজা জমে উঠবে। কারণ আমি আমার ভাতিজিকে যে ভালোবাসি। তার থেকে আরো ভালোবাসা তার ওপর প্রভাব পড়বে আমার।কিন্তু যখন আমার বড় ভাইয়ের কাছে। একবারে চলে যাবে। তখন তাকে কিন্তু আরও বেশি মিস করবো। কারণ তারপর অনেক এবং ভালোবাসা মিস করবো। ভালোবাসাটুকু সহজে আর পাব না। অনেকদিন পর পর যখন আমাদের গ্রামে আসবে। তখন তাকে নিয়ে অনেক ঘোরাফেরা করব তার সঙ্গে।আমার ভাতিজির কাছে যেন। আমার এই রকমই সুন্দর মুহূর্ত নিয়ে একটি ভালোবাসা গড়ে ওঠে। আমি তাকে কখনোই ভুলতে পারবো না। আপনারাও এরকম নিজেদের বাচ্চাদের এবং আত্মীয়দের অনেক ভালবাসবে।ন ছোট বাচ্চাদের বেশি বেশি ভালোবাসা দেওয়া উচিত। তাহলে সে খুব ভালো পরিবেশের বড় হবে। আমার ভাতিজিকে আমি অনেক ভালোবাসি।আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং নিজেদের অবশ্যই খেয়াল রাখবেন। আমি পরবর্তীতে আমি আবার সুন্দরভাবে আমার পোস্ট নিয়ে উপস্থিত হব এ।বং এই প্লাটফর্মের সঙ্গে বিশ্বাসের সঙ্গে আমরা কাজ করে যাব। যেন সবাই এখানে বিশ্বাসের সঙ্গে কাজ করে। কারণ আমি এই কমিউনিটির মডারেটর হয়ে কাজ করতেছি। এবং সবাইকে ভালো পরামর্শ দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!