I went to town to withdraw money from the bank.

in blurt-188398 •  2 months ago  (edited)

আজকের সন্ধ্যায় আমাদের শহরে গিয়েছিলাম। ব্যাংক থেকে টাকা উঠানোর জন্য। কারণ বড় ভাই আমার গতকাল রাতে ফোন দিয়েছিল। যে ব্যাংক থেকে টাকা উঠাতে হবে। তো আজকে আমি সারাদিনের কাজ শেষ করলাম। এরপর আমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়লাম। যেহেতু আমাদের শহরে যেতে হবে।এরপর আমাদের গ্রাম থেকে একটি অটো ভ্যানে উঠলাম। তারপর কিছু সময়ের মধ্যে আমাদের শহরে পৌঁছে গেলাম। তারপর আমি আমাদের ব্যাংকে ঢুকলাম। যেহেতু আমাকে টাকা উঠাতে হবে। সেখানে অনেক ভিড় ছিল। তারপর এই ভিড় কেটে গেলে। আমি ব্যাংক থেকে টাকা উঠানোর সময় আমি এই ছবিটি সংগ্রহ করেছি। আমি ৬০০০ টাকা সংগ্রহ করেছিলাম। দতারপর আমাদের শহরে একটু ঘোরাফেরা করলাম। যত কয়েক দিন পর আমাদের শহরে এসেছি।শীতের সময় যেহেতু তার কারণে আমি আর বেশি দেরি না। করে আমার মায়ের অসুখ ওষুধ নিলাম। কয়েকদিন ধরে আমার মা অসুস্থ। যার কারণে আমাকে অবশ্যই ওষুধ কিনতে হবে। যেন আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তার জন্য এই খুব প্রয়োজন। তারপর আমি খুব তাড়াতাড়ি করি আমাদের বাসায় ফিরে আসলাম।এভাবেই কিন্তু সন্ধ্যার সময় অল্প সময় নিয়ে হলেও অনেক সুন্দরভাবে ভ্রমণ করেছি। আমাদের শহর ছোট হলেও আমাকে অনেক ভালো লাগে। এই ছোট শহরে ভ্রমণ করতেচারপাশ দিয়ে অনেক দোকানপাট রয়েছে। এবং অনেক ঝকমকো ও আলোর দৃষ্টি আকর্ষণ করতেছে। অনেক বড় একটি শহর কিন্তু তেমন বড় না। তবে খুব সহজে এই আমরা ঘোরাফেরা করতে পারি। খুব সহজে আমরা ভালোভাবে যাতায়াত করতে পারি।

Went to our city this evening. To withdraw money from the bank. Because my elder brother called me last night. From which bank to withdraw money. So today I finished the whole day's work. Then I freshened up with my face and got ready. Since we have to go to town.Then I boarded an auto van from our village. After some time we reached our city. Then I entered our bank. As I need to withdraw money. There was a lot of crowd. Then when this crowd passes. I collected this picture while I was withdrawing money from the bank. I collected Rs.6000. After that I wandered a little in our city. After a few days came to our city.Since it's winter time I'm not late anymore because of that. I took medicine for my mother's illness. My mother is sick for few days. Because of which I must buy medicine. May my mother get well soon. This is very necessary for him. Then I quickly came back to our house.In this way, I traveled very nicely in the evening. Although our city is small, I like it very much. There are many shops around to visit this small town. And lots of sparkles and lights are attracting attention. A very big city but not that big. But we can move around very easily. Very easily we can travel well.

IMG_20250125_183617.jpg

IMG_20250125_183619.jpg

IMG_20250125_184037.jpg

IMG_20250125_184505.jpg

IMG_20250125_204643.jpg

আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সুস্থ থেকে এই প্লাটফর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।এবং সুন্দরভাবে এখানে কাজ করার চেষ্টা করব। আমরা অনেক ভালোভাবেই কিন্তু এখানে কাজ করার জন্য উপস্থিত হয়েছি। আর একটা জায়গায় উপস্থিত হয়েছে আমাদের অনেক ধৈর্য ধরতে হবে। তাহলে অনেক আমরা এখান থেকে সফলতা অর্জন করতে পারব। কারণ এই সফলতার টিম তৈরি করতে হবে। আর এই প্লাটফর্মে টিম কিন্তু অনেক ভালোভাবে আমাদেরকে কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে। কারণ আমরা এখান থেকে অনেক ভালো কিছু অর্জন করব। যার কারণে আমাদের কিন্তু প্রথম থেকে অনেক ভালো ভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে।এই পাওয়ার প্লাটফর্মের পরিকল্পনা কিন্তু অনেক বড় একটি পাওয়া। এবং আশা আমাদের কিন্তু শুরু থেকে এত সুন্দর সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমরা কিন্তু কখনও কল্পনাও করতে পারিনি। যে এত সুন্দরভাবে আমাদের সাপোর্ট দিবে। এবং অনেক সুন্দর আশা দিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের এর সাপোর্ট দিবে। আর এই বিশ্বাসকে আমরা ভালোভাবে অর্জন করবো।

You will be well and be healthy. And I will try to take this platform forward from health. And I will try to work here nicely. We are very well but here to work. Another place has appeared, we have to be very patient. Then many of us can achieve success from here. Because this success team must be created. And the team on this platform is supporting us very well. Because we will gain a lot of good from here. Due to which we are being supported very well from the beginning.The plan for this power platform is a much larger one. And Asha has been supporting us so well since the beginning. But we could never have imagined. That will support us so nicely. And with so many beautiful hopes to carry on so far. We will support it. And we will earn this trust well.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!