Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am here again with a healthy body. Today's post is about a very beautiful post of mine. I will tell you about Pepe's garden. I saw a big papaya plantation in our area. I went to that location today.
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি সুস্থ শরীর নিয়ে আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার খুবই সুন্দর একটি পোস্ট নিয়ে আজকের পোস্ট । পেপের বাগান সম্পর্কে আমি আপনাদের মাঝে তুলে ধরব। আমাদের এলাকায় একটি বড় পেঁপে বাগান আমি দেখেছি। আমি সেই অবস্থানে আজকে গিয়েছিলাম।
I saw a papaya plantation in my village some time ago. I entered this pep garden today. I like Pepe's garden very much. And papaya is very beneficial for our body.What a beautiful garden a farmer has made. A man from our area. I am very happy that it has developed so beautifully. Such a big garden in a small place. But it seems to me that it is a very big garden. Because many papaya trees are seen here. True but it has many benefits for our body.If you have will power. A lot can be done from that small space. So that you can earn something good. This farmer can earn a lot of money from here. And I talked to that person. He said he is making a lot of money from here. But now the price of papaya is very high. Because now winter has come. A lot of Pepe is holding on now. I want our Sonar Bangla to develop into such a beautiful one.
আমি কিছুদিন আগে আমার গ্রামে একটি পেঁপের বাগান দেখেছি। আমি এই পেপের বাগানে আজকে প্রবেশ করলাম। পেপের বাগানটি আমার অনেক ভালো লাগে। আর পেঁপে আমাদের শরীরের জন্য খুবই উপকার।কত সুন্দর একটি বাগান তৈরি করেছে একজন কৃষক। আমাদের এলাকার একজন মানুষ। আমি অনেক খুশি যে এত সুন্দর ভাবে গড়ে তুলেছে। নিজের একটি ছোট্ট একটি জায়গায় এত বড় একটি বাগান। তবে আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটি বাগান। কারণ এখানে অনেকগুলো পেপের গাছ দেখা যাচ্ছে। সত্যি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার রয়েছে।নিজের ইচ্ছা শক্তি থাকলে। সেই ছোট্ট ছোট জায়গা থেকেই অনেক কিছু করা যায়। যত যাতে আপনি ভালো কিছু উপার্জন করতে পারেন।এই কৃষক এখান থেকে অনেক টাকা উপাজন করতে পারবে। এবং সে মানুষের সঙ্গেও কথা বলেছি। সে বলেছে এখান থেকে তিনি অনেক টাকা করছে। তবে এখন পেঁপের দাম অনেক রয়েছে। কারন এখন শীতকাল চলে এসেছে। এখন অনেক পেপেই ধরে আছে। আমি চাই এমন একটি সুন্দর গড়ে উঠুক আমাদের সোনার বাংলা।
No one in the world will fail in anything. If he uses power of his own will. Makes a beautiful little garden. And very nicely grow vegetables there. Then he can do a lot from there. But he has to take care of that garden regularly. Care should be taken there but he will do well in future. As I went to this garden. The farmer visits the garden regularly.Maybe someone made a small garden. And from there start a small business. And slowly you took that business to the top. Why did that business grow? You regularly cultivate a small garden.But that man had faith in himself. He must reach the other side one day. But never lost his confidence. He must have gone this way. This is how a man should proceed. And this man is also trying to move up in that way.If from one country to another. You can deliver your own grown vegetables. Only then can you become a successful businessman. But to reach that point you have to work hard and work hard for years. Surely you will succeed one day. I also want such a farmer. But I have to succeed so far. I must be a small farmer. Then from there you have to reach upwards. But you can reach such a beautiful place.
পৃথিবীতে কেউ কোনো কাজেই ব্যর্থ হবে না। যদি সে নিজের ইচ্ছায় শক্তির কাজে লাগিয়ে। খুব সুন্দর করে ছোট বাগান তৈরি করে। এবং খুব সুন্দরভাবে সেখানে সবজি আবাদ করে। তাহলে সেখান থেকে সে অনেক কিছু করতে পারবে। তবে তাকে সেই বাগানে যত্ন নিতে হবে নিয়মিত। সেখানে খেয়াল রাখতে হবে তবে সে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। যেমন আমি এই বাগানে গিয়েছিলাম। কৃষক নিয়মিত বাগান পরিদশন করেন।হয়তো কোন ব্যাক্তি ছোট্ট একটি বাগান তৈরি করলেন। এবং সেইখান থেকে ছোটখাটো একটি ব্যবসা শুরু করলে। এবং ধীরে ধীরে আপনি সেই ব্যবসাটাকে উপর দিকে নিয়ে গেলেন। সেই ব্যাবসা কিসের কারণে বড় হলো। আপনি নিয়মিত একটি ছোট বাগানকে গড়ে তুলেছেন।কিন্তু সেই মানুষটি নিজের উপর বিশ্বাস ছিল। সে অবশ্যই একদিন অপরদিকে পৌঁছাতে পারবে। কিন্তু তার আত্মবিশ্বাস কখনো হারতে শিখিনি। সে অবশ্যই এই ওপর দিকে গিয়েছিলেন। এইভাবে একজন মানুষকে এগিয়ে যেতে হবে। এবং এই মানুষটিও সেই ভাবে উপর দিকে এগিয়ে যাওয়া চেষ্টা করতেছি।যদি এক দেশ থেকে অন্য দেশে। আপনি নিজের চাষের সবজি পৌঁছে দিতে পারেন। তবেই তো একজন সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারবে। তবে সেই দিক পর্যন্ত পৌঁছাতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে বছর পর বছর পর পরিশ্রম করলে। অবশ্যই আপনি একদিন সফল হবেন। আমিও চাই এরকম কৃষক। তবে আমাকে এত দূর পর্যন্ত সফল হতে হলে। আমাকে ছোটখাটো একজন কৃষক হতে হবে। তারপর সেখান থেকেই উপর দিকে পৌঁছাতে হবে। তবে আপনি এত সুন্দর একটি জায়গায় পৌঁছাতে পারবেন।
You didn't say a word. Pepe is definitely beneficial for our body. But if we eat papaya after one or two days. But we will get solution from our gas problem. But this papaya curry is very tasty. And besides, eating papaya plants has many benefits for the body. Doctors advise us to eat.If the village has a successful experience farmer. And in this way vegetables are cultivated very beautifully. There will be many benefits for the people of many villages. Because people can collect vegetables from there.Vegetables can be grown using as little drugs as possible. It will be very beneficial for our body.
আপনাদের একটা কথা বলাই হয়নি। পেপে কিন্তু অবশ্যই আমাদের শরীরের জন্য উপকার। তবে আমরা দু এক দিন পর পর যদি পেঁপে খায়। তবে আমাদের গ্যাসের সমস্যা থেকে আমরা সমাধান পাব। তবে এই পেঁপের তরকারিটা খেতে খুবই সুস্বাদু। এবং তাছাড়াও পেঁপে গাছপাকা খেলে আরো শরীরের জন্য অনেক উপকার করে। আমাদেরকে ডাক্তার খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকে।গ্রামের যদি একজন সফল অভিজ্ঞতা কৃষক যদি থাকে। আর এই রকম ভাবে খুব সুন্দর ভাবে সবজি চাষ করে। অনেক গ্রামের মানুষের জন্য অনেক উপকার হয়ে থাকবে। কারণ মানুষ এই সেখান থেকে সবজি সংগ্রহ করতে পারবে।যত কম ওষুধ ব্যবহার করে সবজি চাষ করা যায়। ততই আমাদের শরীরের জন্য অনেক উপকার হয়ে থাকবে।