Talk about the banana tree photography I did today.|04|01|2025|

in blurt-188398 •  5 days ago 

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আজকে অনেক দিন পর আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যেহেতু আমি কিছুদিন যাবত অসুস্থ হয়ে বাড়িতে ছিলাম যার কারণে আমি আপনাদের এখানে উপস্থিত হতে পারিনি। আর বাহিরে না যাওয়ার কারণে কোনো ছবি সংগ্রহ করতে পারিনি। আর যদি কোন ছবি সংগ্রহ করতে না পারি। তবে এখানে কখনো কোন ভাবে পোস্ট করা সম্ভব না।আমি সুস্থ শরীর নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে অনেক ভালোভাবে ছোট করে একটি পোস্ট উপস্থাপন করব। আমি আশা করব অনেক ভালো লাগবে। আমি আজকে শেয়ার করব কলার বাগান সম্পর্কে।আমরা কিন্তু গ্রামে থাকি আর গ্রামে কতটা শান্তি। আর কতটা সুন্দর মুহূর্ত কাটানো যায়।আমরা শুধুমাত্র জানি। আর গ্রামের মানুষ কতটা পরিশ্রম করে ফসলাতে পারে। এটাও আমরা জানি আমরা যে ভাত খাচ্ছি। শুরু থেকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। শুধুমাত্র ধান থেকে চাউল করার জন্য আর এত কষ্ট করার জন্যই। কিন্তু আমরা খুব সুন্দর ভাবে চাউল থেকে রান্না করতে পারি।

Hello friends hope how are you all. Alhamdulillah I am very well. I am here today after many days. As I have been sick at home for some time due to which I have not been able to attend you here. Couldn't collect any pictures due to not going out. And if I can't collect any pictures. But it is never possible to post here.I have come to you with a healthy body. Today I will present a very well shortened post. I hope you like it a lot. Today I will share about banana plantation.But we live in the village and how peaceful it is in the village. And how beautiful moments can be spent. We only know. And how hard the people of the village can harvest. We also know that we are eating rice. But a lot of work has to be done from the beginning. Only to make rice from paddy and to suffer so much. But we can cook from rice very well.

IMG_20250104_101353.jpg

আমরা কিন্তু অনেক সময় অসুস্থ সম্মুখীন হয়ে থাকি। আর এই শরীর সুস্থ রাখার জন্য। কিন্তু সবসময় আমাদের ভালো ধরনের কিছু খাবার প্রয়োজন। আর আমরা কিন্তু সেই খাবার খেয়ে থাকি। আর বিশেষ করে কলা ও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার করে থাকে। তো যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কলার গাছ। আরো অনেক ভালোভাবে এখানে কিন্তু কলা ধরে আছে। আমি এই ফটোগ্রাফি করেছি।আমরা কিন্তু সারাদেশে রপ্তানি করতে দেখি। কারন এইসব ফল কোথা থেকে আসে। গ্রামের মানুষই কিন্তু তারা অনেক সুন্দর ভাবে তাদের নিজেদের জমিতে চাষ করেন। তারা শুধুমাত্র টাকা উপার্জনের জন্য তারা পরিশ্রম করে। এত সুন্দর ভাবে ফসল ফলাতে পারে। আমাদের গ্রামে অনেক কৃষকেরা রয়েছে। এরকম অনেক ভালোভাবে তারা পরিশ্রম করে। আর এই পরিশ্রম করার জন্য। তাদের জমিতে অনেক সুন্দর ফসল ফলাতে পারে।

But we often get sick. And to keep this body healthy. But we always need some good food. And we eat that food. And especially bananas have many benefits for our body. Anyway, here you can see a very beautiful banana tree. But the banana holds up much better here. I did this photography.But we see exports all over the country. Because where do these fruits come from? Village people but they cultivate their own land in a very beautiful way. They work only to earn money. Can grow crops so beautifully. There are many farmers in our village. They work so well. And for this hard work. Their land can produce many beautiful crops.

IMG_20250104_101354.jpg

গ্রামের মানুষ আমরা এভাবে। আমাদের সফলতার দিক দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ মানুষ তো শুরু থেকেই শেষ পর্যন্ত চেষ্টা করে যায় আর চেষ্টা সেই একদিন না একদিন সফল হতে থাকে। আমাদের গ্রামের কৃষকেরা অনেক ভালো আর সফলতা অর্জন করে। অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে।

This is how we are village people. We will try to move forward in the direction of our success. Because people try from the beginning to the end and the effort becomes successful one day or the other. Farmers in our village achieve much better and success. It has come a long way.

IMG_20250104_101431.jpg

IMG_20250104_101432.jpg

আজকে এ পর্যন্তই এই ফটো পোস্ট। এর ভিতর আর আমি বেশি কিছুই বলবো না। শুধুমাত্র আমি আমার আবারো আমার পরিচয় এখানে বলবো। যে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি বগুড়া জেলায় কাহালু থানা। আমি দুপচাঁচিয়ায় থাকি তো আমার পরিচয়টাআপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সব সময় চেষ্টা করবেন এই প্লাটফর্মের সঙ্গে থাকার। যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই উপস্থিত হতে পারিনি। তো কি হয়েছে আমি সুস্থ হয়ে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি চাই যেন আমি প্লাটফর্মের পাশে থাকতে চাই সব সময়। কারণ অবশ্যই একদিন এই প্লাটফর্মটি বড় হয়ে সবার মাঝে ছড়িয়ে যাবে। আর যাওয়ার জন্য সব সময় প্ল্যাটফর্মের সঙ্গে থাকতে হবে।আমি সবার কাছে আমার আস্থা রাখতেছি। যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এ প্লাটফর্মের সঙ্গে থাকবেন। আর আমরা এই প্লাটফর্মকে আরো বড় কিছু হতে দেখতে চাই। আর বড় কিছু হতে দেখতে চাইলেই। তো এখান থেকে আমরা ভালো কিছু প্রফিট। এবং উপার্জন করতে পারবো।

This is the photo post so far today. I won't say anything more about it. Only I will introduce myself again here. That I am Mohammad Ariful Islam. I am Kahalu police station in Bogra district. I live in Dupchanchia so my You will be well and be healthy. And always try to stay with this platform. I could not attend as I was ill. So what happened, I recovered and came back to you. I want to be on the side of the platform all the time. Because surely one day this platform will grow and spread among everyone. And to go must always be with the platform.I trust everyone. That you will be with this platform from the beginning to the end. And we want to see this platform become something bigger. And if you want to see something big happen. So we profit from here. And can earn.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  5 days ago  ·  

Banana is one of my favorite fruits. I love to eat bananas.