Today we applied medicine to our paddy field.

in blurt-188398 •  3 months ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you today. A very nice post. I went to our paddy field to give medicine today. In fact, if we want to get a good harvest. Then we must take care of our paddy fields. Pay attention to what to do when and what to do at all times.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। খুবই সুন্দর একটি পোস্ট নিয়ে। আমি আজকে আমাদের ধানের জমিতে ওষুধ দিতে গিয়েছিলাম। আসলে আমরা যদি ভালো ফসল পেতে চাই। তাহলে অবশ্যই আমাদের ধানক্ষেতের অবশ্যই যত্ন নিতে হবে। কখন কি করতে হবে এবং সব সময় সেই দিকে নজর দিতে হবে।

IMG_20241012_074620.jpg

I want to say at the beginning. Today I will go to the paddy field to give medicine. Because of which I had to wake up in the morning. After that I washed my hands and face and then ate well. As I will go to the land to give medicine. So I can't go even on an empty stomach. Because I will apply the medicine to the paddy field. So I have to eat. Medicines should not be administered on an empty stomach. I mixed all the medicines in one bottle at home. Then it will be convenient for me to measure and take medicine.

শুরুতেই আমি বলতে চাই। আজকে আমি ধানের জমিতে ওষুধ দিতে যাব। যার কারণে আমাকে সকালে ঘুম থেকে উঠতে হয়েছে। এরপর হাত মুখ ধুয়ে তারপর ভালো ভাবে খাবার খেয়েছি। যেহেতু আমি জমিতে ওষুধ দিতে যাব। তাই আমাকে খালি পেটেও যাওয়া যাবে না। কারণ আমি ওষুধ প্রয়োগ করবো ধানে জমিতে। তাই আমাকে খাবার খেতে হবে। খালি পেটে ঔষধ ছিটানো যাবে না। বাড়িতে সব ঔষধ এক বোতল করে মিক্সচার করে নিলাম। তাহলে আমার সুবিধা হবে মাপ করে ঔষধ নিতে।

IMG_20241012_074643.jpg

I went to eat our land with my cousin. Our land area is very large. Because of that I took one with me. So that my photos can be collected. Finally I mixed it all well and prepared the medicine. Then I started applying medicine. At that time I was very well medicated. As if we can get a good crop from our land. Now every people's land has a problem of rice. Due to which many medicines have to be applied.

আমার চাচাতো ভাইকে নিয়ে আমি আমাদের জমির খেতে গেলাম। আমাদের জমি এলাকা অনেক বড়। তার কারণে আমি একজনকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। যাতে করে আমার ছবিও সংগ্রহ করে দিতে পারে। অবশেষে আমি সমস্ত ভালোভাবে এ ঢলে করে ওষুধ রেডি করে নিলাম। তারপর আমি ওষুধ প্রয়োগ করতে শুরু করলাম। সেই সময় আমার খুব সুন্দর ভাবে খুব ভালোভাবে ওষুধ করলাম। যেন আমাদের জমি থেকে আমরা যেন খুব ভালো ভাবে ফসল পেতে পারি।এখন প্রতিটা মানুষের জমিতে ধানের সমস্যা দেখা দিয়েছে। যার কারনে অনেক ঔষধ প্রয়োগ করতে হচ্ছে।
IMG_20241012_075826.jpg

A few years ago today, people are at ease. Produced very well. From where a lot of money was brought from the land. But now day by day the problem of land rice is increasing. Where every kind of medicine has to be used every day. So that we can get a good harvest from there.

আজ থেকে কয়েক বছর আগে মানুষ নিশ্চিন্তে। অনেক ভালোভাবে ফসল উৎপাদন করত। যেখান থেকে অনেক টাকার ধান আনতো জমি থেকে। কিন্তু এখন দিন দিন জমির ধানের সমস্যা বেড়েই চলছে। যেখানে প্রতিদিন প্রত্যেক প্রত্যেক রকমের ওষুধ ব্যবহার করতে হচ্ছে। যাতে সেখান থেকে ভালো ফসল আমরা পেতে পারি।
IMG_20241012_075900.jpg
I try as much as I can on my own. There is no problem in our land. Either I to solve the problem in our land. I have been working very hard and using all kinds of drugs. I am looking at the direction that we will get good crops from the land.

আমি নিজে থেকে যতদূর পর্যন্ত পারি চেষ্টা করি। আমাদের জমিতে যেন কোন রকমের সমস্যা না। হয় আমি আমাদের জমিতে সমস্যা সমাধান করার জন্য। আমি অনেক কঠোর পরিশ্রম করে যাচ্ছি এবং সব রকমের এবং যেন ওষুধ প্রয়োগ করতেছি। আমরা জমি থেকে ভালো ফসল পাবো সেই দিকে আমি লক্ষ্য রেখে।

IMG_20241012_075916.jpg

Another thing can be learned from one. Winter is upon us. At that time we have many more types of vegetables. And I will plant many kinds. And there are also many types of medicine to be applied. And everything can be learned from an act. So we should always increase the interest of work in this direction. We can learn farming at one time. You have to have the willpower to succeed one day. I have that willpower, I will use that talent, patience is needed, not everything happens in a day. You will be well, stay healthy, take care of your crops. If you like the post, let me know through comments.

একটা কাছ থেকে আরও একটা কাজ শেখা যায়,। সামনে আমাদের শীতকাল আসতেছে। সেই সময়ে আমরা আরো অনেক রকমের শাকসবজি। এবং অনেক ধরনের আবাদ করব। এবং সেখানেও অনেক ধরনের ওষুধ প্রয়োগ করতে হবে। এবং একটা কাজ থেকে সবকিছু শেখা যায়। তাই আমাদের সবসময় এই দিকে কাজের আগ্রহ বাড়াতে হবে। আমরা এক সময় কৃষি কাজ শিখতে পারবো। ইচ্ছে শক্তি থাকতে হবে একদিন সফল হওয়া যাবে। আমার সেই ইচ্ছে শক্তি আছে আমি সেই মেধা কাজে লাগাবো ধৈর্য প্রয়োজন একদিনে সব কিছু হয়না। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ফসলের খেয়াল রাখবেন। পোস্ট ভালো লাগলে কমেন্ট মাধ্যমে জানাবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!