Today morning was winter season.

in blurt-188398 •  3 months ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you. About my beautiful post. Today's post will be different for some of you. It was a beautiful start to this morning. I will tell you about that.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার সুন্দর একটি পোস্ট নিয়ে। আজকের পোস্টটি আপনাদের মাঝে অন্যরকম লাগবে। আজকের সকালের শুরুটা অনেক সুন্দর ছিল। সেই সম্পর্কে নিয়ে আপনাদের মাঝে আমি তুলে ধরব।

IMG_20241014_072128.jpg

IMG_20241014_071933.jpg
I woke up this morning like every other day. But especially today I woke up very early. Then I went out to brush my teeth. Suddenly I noticed that today there is a lot of fog. But winter has not come to us yet. But this morning feels very good to me. As there are many such beautiful mists before winter. Actually we feel very good.Because I have a mobile camera with me. I photographed so beautifully. In fact, when such a winter season comes to us, we will walk around in winter clothes in the morning. And especially in the winter season we get a very nice food that is date palm juice but we eat it once a year.And during this winter, the juice is collected and made into date jaggery. And we eat this molasses in syrup during summer. And another thing is that time we like to exercise a lot. Which can never be done during summer. Besides, there are many other things that are particularly delightful.

আমি প্রত্যেক দিনের মতই আজকেও সকালে ঘুম থেকে উঠেছি। কিন্তু বিশেষ করে আজকে অনেক তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠেছি। এরপর আমি দাঁত ব্রাশ করতে করতে আমি বাহিরে বের হলাম। হঠাৎই আমার চোখে পড়লো আজকে অনেক কুয়াশা পড়ে গিয়েছে। তবে আমাদের মাঝে এখনো শীত আসেনি। তবে আজকের সকালটা আমার কাছে অনেক ভালো লাগছে। যেহেতু শীতের আগে এরকম অনেক সুন্দর কুয়াশা দেখা যাচ্ছে। আসলে আমাদের কাছে অনেক ভালো লাগছে।আমার সঙ্গে আমি মোবাইল ক্যামেরা থাকার কারণে।। আমি এত সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছি। আসলে যখন আমাদের মাঝে এরকম শীতের সময় আসবে তখন আমরা সকালবেলা শীতের কাপড় পরে ঘোরাফেরা করবো। আর বিশেষ করে শীতের মৌসুমে অনেক সুন্দর একটি খাবার পেয়ে থাকি সেটা হল খেজুরের রস কিন্তু আমরা বছরে একবার খেয়ে থাকি।আর এই শীতের সময়ে কিন্তু রস সংগ্রহ করে খেজুরের গুড় তৈরি করা হয়। আর এই গুড় আমরা গরমের সময় শরবত করে খেয়ে থাকি। আর আরেকটি বিষয় হচ্ছে সেটা সময় আমরা ব্যায়াম করতে অনেক পছন্দ করি। যা গরমের সময় কখনো এটা করা সম্ভব না। তাছাড়াও আরো অনেক কিছু বিশেষ করে অনেক আনন্দময় আছে।

IMG_20241014_071957.jpg

But the fun of roaming in the village during winter is different. But we don't get this fun in the city. How beautiful in the village around the fog can be seen from the side of the village. And by that side we roam. Moreover, when the brick kiln is opened during winter. How many people cut bricks in this cold.But those who cut bricks in this winter season. But this is how they make a living these few months. Moreover, they earn their livelihood by doing some other work during summer. It is fun to see the smile on their faces during winter. Because during this time they enjoy a lot. Because they cut bricks very beautifully with hand magic.

গ্রামে কিন্তু শীতের সময় ঘোরাফেরা করার মজাই আলাদা। এই মজা কিন্তু আমরা শহরে পাই না। গ্রামে কত সুন্দর চারপাশে গ্রামের পাশ দিয়ে কুয়াশা দেখা যায়। আর সেই পাশ দিয়ে আমরা ঘোরাফেরা করে থাকি। তাছাড়াও যখন শীতের সময় ইটভাটা চালু হয়। এই ঠান্ডার ভিতর কত মানুষ ইট কাটে।এই শীতের মৌসুমে কিন্তু যারা ইট কাটে। কিন্তু এই কয়েক মাস তারা এভাবে জীবিকা নির্বাহ করে। তাছাড়া গরমের সময় অন্য কোন কাজ করে তারা জীবিকা নির্বাহ করে থাকেন। শীতের সময়ে তাদের মুখে হাসি মজা দেখে মজা আলাদা। কারণ এই সময় তারা অনেক আনন্দ পায়। কারণ হাতের জাদু দিয়ে অনেক সুন্দর ভাবে ইট কাটেন তারা।

IMG_20241014_072126.jpg

IMG_20241014_072128.jpg

I am so happy today. Suddenly there is such a beautiful fog in our midst. And after a few days when the paddy will ripen in the paddy field. How beautifully the farmers will harvest that crop. We will collect pictures from there and their pictures will float in the morning mist. What a beautiful winter morning farmers in the field.How beautifully the farmers will harvest the crops in the soil in this golden Bengal. and one day after harvest. From there the farmers will carry the paddy on their necks. It will be much better then. But because they work so well, the field can produce very beautiful crops. May our country become more beautiful. And may the whole life produce better crops.

You may like this post today. As the winter season is not long before us. But today in particular feels really, really good to me. I am fascinated by the fog so beautiful. So I came to you with this post. May you be well, be healthy, take love.

এই শীতের মৌসুমে কিন্তু যারা ইট কাটে। কিন্তু এই কয়েক মাস তারা এভাবে জীবিকা নির্বাহ করে। তাছাড়া গরমের সময় অন্য কোন কাজ করে তারা জীবিকা নির্বাহ করে থাকেন। শীতের সময়ে তাদের মুখে হাসি মজা দেখে মজা আলাদা। কারণ এই সময় তারা অনেক আনন্দ পায়। কারণ হাতের জাদু দিয়ে অনেক সুন্দর ভাবে ইট কাটেন তারা।এই সোনার বাংলায় মাটিতে কত সুন্দর ভাবে কৃষকেরা মাঠে ফসল কাটবে। এবং ফসল কাটার পর একদিন পর। সেখান থেকে যখন কৃষকেরা তাদের ঘাড়ে করে ধান বহন করবে। তখন আরো অনেক ভালো লাগবে। কিন্তু তারা এত সুন্দর ভাবে পরিশ্রম করার জন্যই মাঠে খুব সুন্দর ভাবে ফসল ফলাতে পারে। আমাদের দেশটা আরো সুন্দর যেন হয়ে ওঠে।এবং সারা জীবন যেন আরো ভালো ফসল ফলাতে পারে।আজকের এই পোস্টটি আপনাদের মাঝে হয়তো অনেক ভালো লাগবে। যেহেতু আমাদের মাঝে আর শীতের মৌসুম আসতে আর বেশি সময় নেই। কিন্তু আজকে বিশেষ করে সত্যিই আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। এত সুন্দর আমি কুয়াশা দেখে আমি মুগ্ধ হয়েছি। তাই আপনাদের মাঝে এই পোস্টটি নিয়ে উপস্থিত হয়েছিলাম। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালবাসা নিবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!