Today is a busy day at work.

in blurt-188398 •  last month 

Hello friends hope you all are well Alhamdulillah I am very well I am present among you. About a nice post of mine. I hope this is my story of the day. You will like it very much. Let's get started without further delay.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার একটি সুন্দর পোস্ট নিয়ে। আমি আশা করব আমার আজকের এই দিনের গল্পটি। আপনাদের মাঝে অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক আর বেশি দেরি না করে।

IMG_20241120_135931.jpg

Alhamdulillah the little paddy that was collected from our land. That rice has been boiled in this oven tonight. Then in the morning when the sun came out. Then I put these paddies in the sun to dry in this empty space.It will take us two days to dry this paddy in the sun. Then we will get rice from these paddies. Generally now the village people are having a very busy time. Such paddy will come to every house. And those people will become this person like us.The peace of living in the village is different. How many trees are there around? With this we have a beautiful peaceful atmosphere. And when people let the rice dry in the sun. The atmosphere in the village feels different. Just like today.

আলহামদুলিল্লাহ আমাদের জমি থেকে যে অল্প কিছু ধান সংগ্রহ করা হয়েছিল। সেই ধান আজকের রাতে এই চুলায় সিদ্ধ করা হয়েছে। এরপর সকাল বেলা যখন রোদ বের হয়েছে। তখন এই ফাঁকা জায়গায় এই ধানগুলো রোদে দিয়েছিলাম শুকানোর জন্য।আমাদের এই ধান রোদে দুই দিন সময় লাগবে শুকাতে। তারপর এই ধানগুলো থেকে আমরা চাউল পাবো। সাধারণত এখন গ্রামের মানুষ অনেক ব্যস্ত সময় পার করতেছে। এরকম ধান প্রত্যেকটা ঘরে ঘরে আসবে। এবং সেই মানুষগুলো আমাদের মত এই ব্যক্ত হয়ে পড়বে।গ্রামে বসবাস করার শান্তি আলাদা। চারপাশে কত গাছ-পালা রয়েছে। এই নিয়ে আমাদের একটি সুন্দর একটি শান্তির পরিবেশ। আর যখন মানুষ ধান রোদে শুকাতে দেয়। গ্রামের পরিবেশে অন্যরকম লাগে। ঠিক যেমন আজকে লাগতেছে।

IMG_20241120_140028.jpg

IMG_20241120_141840.jpg

IMG_20241120_141844.jpg

Joined a work in brickyard for last two days. If a person does not earn money by working hard. So how will he eat? Just like we have to earn money like this. And I am so busy. We have given this paddy some time to dry.There is a brick kiln near our house. For which there are many village people in our area. It has benefited people a lot. And they can earn money very easily by working here. If there was no this tide. But it would have been a little more difficult. And had to go to distant places. And I have benefited a lot too. Here someone works and earns money. I suffer as much as I can. Yet we have to accept it this way.Working in Invata is very difficult. And I am working very patiently. But you can do much better from here. And very easily you can learn. It's a little difficult at first. But a lot can be learned from there. Just like I've been for a long time, it's been almost five years. I work here this winter but I have a desire. To do something good. But I have to be patient.To move and live in this world. Live by working hard. Because there are people all over the world. There is no human being who is not working. Every person works very hard to earn money. So if you want to live in this world, you have to work hard to add that value. And surely that man will achieve success one day.But there are thousands of people in the world. But those people are living much more difficult than us. And we are better than those people. And God has saved us very well. And we are eating very well.

গত দুদিন ধরে ইটভাটাতে এক কাজে জয়েন হয়েছি। যদি একজন মানুষ পরিশ্রম করে টাকা উপার্জন না করে। তাহলে সে কিভাবে খাবে। ঠিক যেমন আমাদের এই রকম ভাবেই টাকা উপার্জন করতে হয়। আর আমি এত ব্যস্ততার মধ্য দিয়েও। আমাদের এই ধান শুকানোতে একটু সময় দিয়েছি।আমাদের বাড়ির কাছে ইটভাটা রয়েছে। যার জন্য আমাদের এলাকার অনেক গ্রামের মানুষ রয়েছে। তার জন্য মানুষের অনেক সুবিধা হয়েছে। এবং তারা এখানে কাজকর্ম করে অনেক সহজে টাকা উপাজন করতে পারে। যদি এই ভাটা না থাকতো। তবে একটু বেশি কষ্ট হয়ে যেত। এবং দূর-দূরান্ত জায়গায় যেতে হতো। এবং আমারও অনেক সুবিধা হয়েছে। এখানে কেউ কাজকর্ম করে টাকা উপাজন করে থাকি। আমি পারি যত সময় আমার অনেক কষ্ট হয়। তবুও আমাদেরকে এভাবে মেনে নিতে হবে।ইনভাটাতে কাজ করা কিন্তু খুবই কষ্টকর। এবং আমি অনেক ধৈর্যশীল ধরে কাজ করতেছি। তবে আপনি এখান থেকে অনেক ভালো কিছু করতে পারেন। এবং খুব সহজেই আপনি শিখতে পারবেন। প্রথম প্রথম একটু কষ্ট হয়। তবে সেখান থেকে অনেক কিছু শেখা যায়। ঠিক যেমন আমি অনেক দিন ধরে প্রায় পাঁচ বছর হয়ে গেল। আমি এখানে এই শীতের সময় করে কাজকর্ম করে থাকি তবে আমার ইচ্ছে রয়েছে। একটা ভালো কিছু করার। তবে আমাকে ধৈর্য ধরে থাকতে হবে।এই পৃথিবীতে চলতে গেলে এবং বাঁচতে গেলে। কঠোর পরিশ্রম করে বাঁচতে হবে। কারণ সারা পৃথিবী জুড়ে মানুষ রয়েছে। এমন কোন মানুষ নেই যে মানুষ কাজকর্ম করে থাকছে না। প্রত্যেকটা মানুষই কিন্তু খুব পরিশ্রম করে পরিশ্রম করে টাকা উপার্জন করে থাকেন। তাই এই পৃথিবীতে বাঁচতে হলে নিজেকে পরিশ্রম করে সেই মূল্য যোগাতে হবে। এবং অবশ্যই সেই মানুষটি একদিন সফল অর্জন করবে।পৃথিবীতে কিন্তু হাজারো অনেক মানুষ রয়েছে। সেই মানুষগুলো কিন্তু আমাদের থেকেও অনেক কষ্টে বেঁচে আছে। আর আমরা সেই মানুষের থেকেও কিন্তু অনেক ভালো। আর সৃষ্টিকর্তা কিন্তু আমাদের অনেক ভালোভাবে বেঁচে রেখেছেন। এবং অনেক ভালো ভাবে আমরা খাবার খেয়ে আছি।

IMG_20241120_093358.jpg

IMG_20241120_093549.jpg

IMG_20241120_093554.jpg

IMG_20241120_093559.jpg

You will be well and be healthy. I have been with this platform from the beginning and will be until the end. I want to stay with this platform with faith. Want to earn a good deal with everyone. And want to encourage someone else. May we do something good with this platform. And let thousands of users come here. And we work together with them.To do something from one place. From that place you have to work hard from the beginning. Then you can achieve something good from there. Just like in this platform you have to work hard from the beginning. This is exactly what I want to do first. As if something good in my life will come from here.

আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমি এই প্লাটফর্মের সঙ্গে শুরু থেকে রয়েছি এবং শেষ পর্যন্ত থাকবো। আমি বিশ্বাসের সঙ্গে এই প্লাটফর্মের সঙ্গে থাকতে চাই। সবার সঙ্গে এবং ভালোভাবে একটি উপার্জন করতে চাই। এবং অন্য কেউ উৎসাহিত করতে চাই। যেন এই প্লাটফর্ম নিয়ে আমরা ভালো কিছু করতে পারি। এবং এখানে হাজার হাজার ইউজার আসুক।এবং তাদের সঙ্গে আমরা মিলেমিশে কাজ করি।একটা জায়গা থেকে কিছু করতে হলে। সেই জায়গা থেকে শুরু থেকে কঠোর পরিশ্রম করতে হয়। তারপর সেখান থেকে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন। ঠিক যেমন এই প্ল্যাটফর্মে আপনাকে শুরু থেকে কঠোর পরিশ্রম করতে হবে। ঠিক আমি এই প্রথমটাই করতে চায়। যেন এখান থেকে আমার জীবনে ভালো কিছু একটা সফলতা অর্জন আসে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!