Friday was my best day.

in blurt-188398 •  3 months ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. Today I am present among you. Today with the best story of a day. Today is a very beautiful day for me. My Friday is really my favorite day. Because Friday is Jumma Mubarak for Muslims. So I like the day very much.

হ্যালো বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে সেরা একটি দিনের গল্প নিয়ে। আমি আজকের দিনটা আমার কাছে অনেক সুন্দর। আমার শুক্রবারে সত্যি আমার অনেক প্রিয় একটি দিন। কারণ শুক্রবার মুসলমানদের জুম্মা মোবারক। তাই আমার কাছে দিনটা অনেক ভালো লাগে।

IMG_20241018_144121.jpg
Alhamdulillah same as every day. As I wake up in the morning. I woke up the same way today. But today I woke up a little late. Because seeing a blister on my body, I couldn't sleep all night because of the pain of that blister. So I woke up a little late. I washed my hands and face. Then I had a light meal.After that, I fed my favorite animal, the cow, in the morning. Then I wandered outside. As I live in village. And the atmosphere of the village is very nice in the morning. But today it was not so sunny. So the photography is not good. I couldn't do photography. Then I came back to my house. After lying down I spent a lot of time on mobile. Then I showered.Then I got ready to perform the Jumma prayer. Then all the Muslims went to the mosque. I performed the Jumma prayer. Then I returned home from the mosque at 2 pm. Then I fed the cows their lunch. Then we eat our own food at noon.

আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনের মতই। আমি সকালে যেমন ঘুম থেকে উঠি। আজকেও ঠিক সেই ভাবেই ঘুম থেকে উঠেছিলাম। তবে আজকে একটু দেরি দেরি করে ঘুম থেকে উঠেছি। কারণ আমার গায়ে একটি ফোট দেখে সেই ফোটের ব্যথা এ সারারাত ঘুমাতে পারিনি। তাই একটু দেরি করে ঘুম থেকে উঠি। আমি হাত মুখ ধুয়ে নিলাম। এরপর আমি হালকা খাওয়া-দাওয়া করলাম।এরপর আমার প্রিয় প্রাণী গরুকে সকাল কার খাবার খাওয়ালাম। তারপর আমি বাইরে একটু ঘোরাফেরা করলাম। যেহেতু আমি গ্রামে থাকি। আর গ্রামের পরিবেশটা সকালে অনেক ভালো লাগে। তবে আজকে রোদ তেমন ছিল না। তাই ফটোগ্রাফি ভালো হয়নি দেখে। আমি ফটোগ্রাফি করতে পারিনি। এরপর আমি আমার বাড়িতে ফিরে আসলাম। তারপর শুয়ে থেকে অনেকটা সময় আমি মোবাইলে সময় কাটিয়ে দিলাম। তারপর আমি গোসল করলাম।এরপর আমি জুম্মার নামাজ আদায় করার জন্য রেডি হয়ে পড়লাম। তারপর মসজিদে গিয়ে সকল মুসলমানদের। সঙ্গে জুম্মার নামাজ আদায় করলাম। এরপর আমি দুপুর ২ টার সময় মসজিদ থেকে বাড়িতে ফিরে আসলাম। এরপর আমি গরুকে দুপুরের খাবার খাওয়া খাওয়ালাম। তারপর আমরা নিজেদের খাবার খেলাম দুপুরে।

IMG_20241018_144130.jpg

IMG_20241018_163316.jpg

IMG_20241018_164750.jpg

After that I rested the tired body lying down at home. Then I suddenly remembered. That there is a poet in my house. They should be fed. I sat them down with food. And that time I photographed them. I would never hurt my pets. Because I am to keep them. I bought them at home. And feed them whenever I have time. They come to us automatically when it's time to eat.

এরপর ক্লান্ত শরীরটাকে ঘরে শুয়ে থেকে বিশ্রাম দিলাম। তারপর আমি হঠাৎ করে আমার মনে হয়ে গেল। যে আমার বাড়িতে তো কবিতর আছে। তাদেরকে খাবার দিতে হবে। আমি তাদেরকে খাবার দিয়ে বসে থাকলাম। এবং সেই সময় আমি তাদের ফটোগ্রাফি করলাম। আমি আমার পোষা প্রাণীদেরকে কখনই কষ্ট দিতে পারি না। কারণ তাদেরকে আমি পালন পালন করার জন্যই। তাদের আমি বাড়িতে কিনে এনেছি। এবং যখনই আমার সময় হয় তখন তাদেরকে খাবার দেয়। তাদের খাবার সময় হলে আমাদের কাছে নিজে নিজে চলে আসে।

IMG_20241018_180407.jpg
Then I went out in the afternoon. To see the natural environment of our village. I went towards the road. From where the whole area of ​​our area can be seen. A field of paddy crops out on the side of the road. And after a few days this paddy can be collected from the land. But this paddy has been planted much earlier due to which it can be harvested earlier.I feel very beautiful in this nature. I spent this entire afternoon. Then I came back home. Then I fed my cow dinner again. Then I washed my hands and face. Then I applied mudri for everyone at home in a very beautiful way.I always try to give delicious food to my own family. Because my hands feel so delicious. That's why they don't care about anything except me. Anything that eats butter on my hands. I want to always be happy with my family. Because they will be with us all our lives. It's always like that with happy and sad times. We will all be there for each other this way.

এরপর আমি বিকেলে বাইরে গিয়ে গেলাম। আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য। আমি রাস্তার দিক গিয়েছিলাম। যেখান থেকে আমাদের এলাকার জমির পুরোটাই এরিয়া দেখা যাবে। রাস্তার পাশে একটি জমির ধান বেরিয়েছে। আর কয়েকদিন যাবত পর এই ধান জমিতেথেকে সংগ্রহ করা যাবে। তবে এই ধানটি অনেক আগে লাগানো হয়েছে যার কারণে আগে ঘরে তোলা যাবে।আমি এই প্রকৃতির মাঝে অনেক সুন্দর ভাবে। বিকেলে এই পুরো সময়টা আমি কাটিয়ে দিলাম। তারপর আমি বাড়িতে ফিরে আসলাম। এরপর আবারও রাতের খাবার খাওয়ালাম আমার গরুটাকে। এরপর আমি হাত মুখ ধুয়ে নিলাম। তারপর অনেক সুন্দর ভাবে বাড়িতে সবার জন্য মুড়ি মাখলাম।আমি আমার নিজের পরিবারটাকে সবসময় সুস্বাদু খাবার দেওয়ার চেষ্টা করি। কারণ আমার হাতের মাখা খুবই সুস্বাদু লাগে। এজন্য আমাকে ছাড়া তারা কোন কিছুই মাথা খায় না। যে কোন কিছু আমার হাতের মাখন খায়। আমি চাই আমার পরিবারকে নিয়ে আমি সবসময় হাসিখুশি থাকি। কারণ তারা আমাদের পাশে থাকবে সারা জীবন। হাসিখুশি এবং দুঃখ কষ্টের মাঝে দিয়ে সব সময় তাই। আমরা সবাই এই ভাবে একে অপরের পাশে থাকবো।

My name is Mohammad Ariful Islam. My house is in Bogra district. I studied till 8th. Then I didn't study anymore. Because of my family problem. I want to improve this platform more. If you have love, many things will happen.
আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আমার পরিচয়। আমার বাসা বগুড়া জেলাতে। আমি পড়াশোনা করেছি ৮ পর্যন্ত। তারপর আর পড়াশোনা করিনি। আমার পরিবারের সমস্যার কারণে। আমি চাই এই প্লাটফর্মকে আরো উন্নতি করার। আপনাদের ভালোবাসা থাকলে অনেক কিছু হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!