হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আরও একটি সুন্দর পোস্ট নিয়ে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সবজির বাজার। যেখানে ফুলকপি নিয়ে ব্যবসা এরা বসে আছেন। এখন শীতকাল আর যার কারণে প্রচুর পরিমাণে। এই ফুলকপির উপর মানুষের চাহিদা রয়েছে।গ্রামের অনেক কৃষক যারা রয়েছে। তারা দিনরাত পরিশ্রম করে খুব সুন্দর ভাবে নিজেদের জমিতে। এরকম সবজি চাষ করে থাকেন। এবারে অনেক জায়গায় দেখা গিয়েছে। অনেক মানুষ বেশিরভাগ ফুলকপি চাষ করেছেন। আর যার কারণে এই বাজারের প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা কিনে নিয়ে এসে বিক্রয় করতেছেন।একটা কথা আপনাদের মাঝে বলতে ভুলেই গিয়েছি। এখানে কি শুধু ফুলকপি ব্যবসায়ীদের শুধুই দেখা যাচ্ছে। কিন্তু সেটা কখনোই না এখানে কিন্তু শীতের কাপড়ও বিক্রয় করা হচ্ছে। আপনারা এই ছবিতে লক্ষ করুন অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে। কারণ এখন তো শীতকাল আর শীতকাল মানুষরে এই সময়ে অনেক ধরনের শীতের কাপড় ব্যবহার করে। যার কারণে এই বাজারে কিন্তু অনেক কম দামে শীতের কাপড় পাওয়া যাচ্ছে ছোট বড় সকল ধরনের।
Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am here with you today with another beautiful post. You can see a very beautiful vegetable market here. They are sitting where the cauliflower business is. It's winter now and that's why there's plenty of it. There is a human demand on this cauliflower.There are many farmers in the village. They work day and night very well in their land. Such vegetables are cultivated. It has been seen in many places this time. Many people have grown mostly cauliflower. And because of which this market is seen in abundance. Traders are buying and selling.I forgot to tell you one thing. Only cauliflower traders are seen here. But that is never here but winter clothes are also being sold. Notice in this picture that there is a crowd of people. Because now it is winter and winter people use many types of winter clothes at this time. Due to which all types of winter clothes are available at very low prices in this market.
আমি যখন অনেক ছোট ছিলাম। আমার যখন বুদ্ধির বয়স হয়ে গিয়েছে। তারপর থেকেই আমি কিন্তু অনেক আগের। মানুষদের কিন্তু মাটির পাতিলে ভাত রান্না করতে দেখেছি। আদিম যুগে সেই সময় কিন্তু মাটির পাতিল কিন্তু মানুষের জীবনে সেরা ছিল। এবং এটাই প্রথম ছিল যেই পাতিলে আমরা ভাত রান্না করে।আমি কিন্তু মাটির হাড়ি পাতিল দেখা যাচ্ছে। যা এখন পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করে থাকি। কিন্তু দিন দিন মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের জীবনের প্রথম কিন্তু এই মাটির হাড়ি পাতিল ছিল। যা আমরা কখনোই ভুলতে পারবো না। কারণ এই মাটির হাড়ি পাতিল যদি না থাকতো। আমরা কিন্তু সেই প্রথম থেকে কিন্তু কখনোই রান্না করে খাবার খেতে পারতাম না। তাই আমি মনে করি আমাদের মাঝে। যেন এই মাটির হাড়ি পাতিল সব সময় যেন থাকে। কারন এই মাটির পাতিলে আমাদের জীবনের প্রথম ছিল।আমরা হাজার চেষ্টা করলেও। এই মাটির পাতিলকে কখনোই ভুলতে পারবো না। কারণ এই মাটির পাতিলে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। কারণ এই মাটির পাতিলের জন্যই আমরা কিন্তু দিনে দিনে। খাবার রান্না করে আমরা এতদূর এতদিন পর্যন্ত বেঁচে ছিলাম। এবং এত ভাল একটি দিন পেয়েছি। এখন উন্নত দিন এবং এখনো মাঝে মাঝে গ্রামে দেখা যায়। এরকম মাটির পাতিল নিয়ে ঘোরাফেরা করতেছে ফেরিওয়ালারা। আমরা অনেক কাজে ব্যবহার করি। আর যার কারণে এখন পর্যন্ত এই মাটির পাতিল রয়েছে।কিন্তু একটা কথা কি মনের রাখবেন। এই মাটির পাতিলে ভাত রান্না করা যখন হয়েছিল। তখন কিন্তু সে ভাতের স্বাদ কিন্তু মজায় আলাদা। আর এছাড়াও সেই সময়কালে আমরা যখন গরুর মাংস রান্না করেছি। সেই মাটির পাতিলে কিন্তু সেই গরুর মাংস অসাধারণ স্বাদ ছিল। কিন্তু এখন মনে হয় সেই স্বাদ আমরা কখনোই ফিরে পাবোনা।সর্ব প্রথম যখন মাটির পাতিল তৈরি করা হতো। সেই সময়কালে মাটির পাতিল অনেক মজবুত সহকারে তৈরি করা হতো। আর যার কারণে মাটির পাতিলের সব ধরনের রান্নায় অনেক ভালো ভাবে করা যেত। কিন্তু এখনকার পাতিলে তেমন অত ভালোভাবে রান্না করা যায় না। কারণ এখনকার বাতিল তেমন মজবুত না। যার কারণে অন্য বিভিন্ন ধরনের কাজে আমরা ব্যবহার করে থাকি।
When I was very young. When I have reached the age of wisdom. But since then I have been a long time ago. But I saw people cooking rice in clay pot. In the primitive age, that time was but clay pots but the best in human life. And this was the first pan in which we cooked rice.But I can see the bones of the soil. Which till now we use in various works. But day by day seems to be disappearing. But the first part of our life was the bones of this clay. Which we can never forget. Because if this soil had not been broken. But we could never cook and eat food from the beginning. So I think between us. May this earthen clay be always there. Because this soil was the first of our life.Even if we try a thousand times. I can never forget this clay pot. Because many of our memories are embedded in this soil. Because we live day by day for this soil. We have survived so far by cooking food. And had such a good day. Now a days and still occasionally seen in villages. The vendors are moving around with such clay pots. We use it in many ways. And because of which till now there is this mud patil.But keep one thing in mind. When the rice was cooked in this clay pot. But then the taste of that rice is different. And also during that period when we cooked the beef. But the beef tasted amazing in that clay pan. But now it seems we will never get that taste back.When clay pots were first made. During that period, earthenware was made very strong. And because of which all kinds of cooking of mudi Patil could be done very well. But today's pans cannot be cooked very well. Because the current cancellation is not that strong. Due to which we use in various other types of work.
আমি আপনাদের মাঝে এখানে আরও ফটোগ্রাফি মাধ্যমে। আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। অনেক কয়েকজন মানুষ। এখানে কিশুর নিয়ে বসে আছে। কিশুর কিন্তু খেতে খুবই সুস্বাদু।গ্রামের কৃষকেরা কিন্তু এই শীতের সময়ে। কিন্তু এই খাবারটি নিজেদের জমিতে চাষ করেন। আর এই কারণে কিন্তু শীতের সময় এই খাবারটি পাওয়া যায়। যার নাম হচ্ছে কিশুর খেতে খুবই সুস্বাদু। এবং মিষ্টি এই শীতের সময় কিন্তু মানুষের অনেক আগ্রহ বাড়ে। এই খাবারের ওপর এবং অনেক দূর দূরান্ত পর্যন্ত ব্যবসায়। এরা বিক্রয় করে থাকেন।আমি এই খাবারটির দাম শুনেছিলাম। এক কেজি মাত্র ত্রিশ টাকা। যা স্টিমের সমান একটা পরিমাণে। যা বিক্রয় হচ্ছে তবে খুবই কম রয়েছে। যার কারণে অনেক মানুষের আগ্রহ। আর এখানে কিন্তু একের পর এক মানুষ কিন্তু খাওয়ার জন্য কিনে নিচ্ছে। গ্রামের কৃষকেরা অনেক কষ্ট করে এই খাবারটি তাদের নিজেদের জমিতে চাষ করেন। আমাদের এলাকায় গ্রামে এরকম এই খাবারটি চাষ হচ্ছে না।
I am here with you through more photography. I am trying to show it to you. Here you can see. A few people. Sitting here with Kishore. Kishore is very tasty to eat.Village farmers but this winter. But they grow this food in their own land. And because of this, this food is available during winter. Whose name is Kishore is very delicious to eat. And sweet during this winter but people's interest increases a lot. On this food and business far and wide. They sell.I heard the price of this food. One kg is only thirty rupees. Which is an amount equal to steam. Which is for sale but there is very little. Due to which many people are interested. And here one after another people are buying for food. The farmers of the village laboriously cultivate this food in their own land. In our area, this food is not cultivated in the village.
কিশুর খাবার যদি চাষ করা হয়। তবে এই কিশুর চাষের জন্য খুবই ভালো মাটির প্রয়োজন। যে মাটির নাম হচ্ছে বেলে দোআঁশ মাটি এই মাটিতেই এই কিসুর চাষের জন্য খুব বড় উপযুক্ত। মানে আপনার ফসল অনেক ভালো হবে। আর এই মাটি দেখেই সবকিছু। কৃষক এই খাবারটি চাষ করে থাকেন।টাকা উপার্জন করতে গেলে কিন্তু কৃষকদের অনেক পরিশ্রম করতে হয়। আর এই কিশুরর চাষের জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। কারণ অনেক ভালো মাটিতে চাষ করতে গেলে সেই মাটিতে খুব পরিশ্রম করে। সেই মাটির পরিষ্কার করতে হয়। তাহলে সেখান থেকে ভালো ফসল পাওয়া দরকার। এবং এখান থেকে যদি ভালো ফসল চাষ হয় তবে অনেক দূর দূরান্ত পর্যন্ত ব্যাবসায়ী এসে নিয়ে যায়।
If the child's food is cultivated. But this kishur requires very good soil for cultivation. The soil which is called sandy loam soil is very suitable for the cultivation of this kisur. It means your crop will be much better. And everything is by looking at this soil. Farmers grow this food.But farmers have to work hard to earn money. And for the cultivation of this kisurar, but a lot of hard work is required. Because it takes a lot of effort to cultivate good soil. That soil has to be cleaned. Then you need to get a good harvest from there. And if a good crop is cultivated from here, the traders come to far-flung places.
খুব সুন্দর ভাবে আমি আপনাদের মাঝে কৃষকদের বেশিরভাগ সম্পর্কে। আমি তুলে ধরি এবং আমার এই সম্পর্কে তুলে ধরতে অনেক ভালো লাগে। আর এই জন্য আমি প্রায়ই তুলে ধরার চেষ্টা করি। যদিও আমার ভুল হয়ে থাকে আমার আমাকে মাফ করবেন। আর এই প্লাটফর্মের সঙ্গে আমি সবসময় আছি। আর সব সময় থাকবো। কারণ অনেক কষ্ট করে এই প্লাটফর্মে এসেছে। এবং পরিশ্রম করার জন্যই এসেছি। এবং সব সময় চেষ্টা করব সবার পাশে থেকে এখানে কাজ করার।আপনারা এখানে দেখতে পাচ্ছেন কৃষকেরা। খুব পরিশ্রম করে। নিজেদের জমিতে ফসল চাষ করে। বাজারে বিক্রয় করে নিজের সফলতা নিজে নিজেই বেছে নিয়েছেন। ঠিক এইভাবে আমাকেও এ প্লাটফর্ম থেকে নিজেকে পরিশ্রম করে প্লাটফর্ম থেকে উপার্জন। নিজেকে বেছে নিতে হবে। কিভাবে এখানে ভালো কিছু করা যাবে। এবং ভবিষ্যতে অন্যের পাশেও দাঁড়াতে হবে। এবং সবাই একে অপরের পাশে দাঁড়িয়ে। সামনের দিকে এগিয়ে নেয়া যাওয়ার চেষ্টা করতে হবে।পরিশ্রম কষ্ট করে সামনে এগিয়ে যেতে পারলে কখনোই আপনাকে পিছে ফিরে তাকাতে হবে না। কারণ আপনি অনেক পরিশ্রম করছেন। ছোট থেকে বড় পর্যন্ত গিয়েছেন। এরপর অন্যকে সহযোগিতা করছেন। সেই ব্যক্তিও কিন্তু একদিন উপর দিকে যেতে পারবে। তবে আপনাকে আগে পরিশ্রম করে ভালো কিছু করতে হবে। তবে তো আপনি অন্য একজনকে সফলতার মুখ দেখে দেখাতে পারবেন। আর আমি আমার চেষ্টা চালিয়ে যাব।আমি কিন্তু সাধারন ছেলে অনেক কষ্ট করে। এই পরিশ্রম করার জন্য এখানে আমি খুঁজে পেয়েছি। আমি অনেকদিন ধরে কিন্তু আমি অনলাইন জগতে আছি। আমি এখানে পরিশ্রম করে অনেক দূর পর্যন্তই এসেছি। আর ভবিষ্যতে আমি প্লাটফর্মের সঙ্গে থাকবো। আমার পরিচয় আমি মোঃ আরিফুল ইসলাম বগুড়া জেলায় কাহালু থানা। এবং আমার পড়াশোনার রয়েছে এইট পর্যন্ত। এবং এরপর থেকে আমি এরপর বাড়ির পাশাপাশি এখানে আমি কাজকর্ম দিয়ে। আমি আমার দিনটি কাটিয়ে দেই।গ্রামের প্রকৃতি সুন্দর পরিবেশেই আমি বড় হয়েছি। চারপাশের রয়েছে গাছপালা সুন্দর প্রকৃতির মাঝে। কত সুন্দর রাস্তা রাস্তার দু'পাশে রয়েছে গাছপালা। পুকুর নদী নালাখাল বিল এই নিয়ে এই সুন্দর পরিবেশে। আমি রয়েছি ভবিষ্যতে আমাদের গ্রামের সুন্দর পরিবেশটি আরো সুন্দর হয়ে থাকবে। আমি চাই আমার সুন্দর হয়ে গড়ে উঠুক। আর আমার গ্রামে আরো সুন্দর করে আমি বেঁচে থাকবো।
Very nicely I relate to most of the farmers among you. I show and I love to show about it. And for this I often try to highlight. Please forgive me if I am wrong. And I am always with this platform. And always will be. Because it came to this platform with a lot of difficulty. And I came to work. And I will always try to work here from everyone's side.Here you can see the farmers. works very hard Cultivating crops on their own land. He chose his own success by selling in the market. Just like this, I also earn from this platform by working myself from this platform. You have to choose yourself. How can anything good be done here. And in the future we have to stand by others. And all standing next to each other. Try to move forward.If you work hard and move forward, you will never have to look back. Because you are working hard. Went from small to big. Then helping others. That person too can go up one day. But you have to work hard first to do something good. But you can show another person the face of success. And I will keep trying.I am an ordinary boy who suffers a lot. Here's what I found to work hard. I've been around for a long time but I'm in the online world. I have come a long way here by working hard. And in the future I will be with the platform. My name is Md. Ariful Islam Kahalu police station in Bogra district. And my studies are up to eight. And since then I have been working here as well as at home. I spend my day.I grew up in the beautiful nature of the village. There are trees around in the beautiful nature. What a beautiful road with trees on both sides of the road. This is a beautiful environment with ponds, rivers, and canals. I am in the future the beautiful environment of our village will be more beautiful. I want mine to be beautiful. And I will live more beautifully in my village.
Wow, wonderful photos you share with us.