First I became an uncle to my elder brother's daughter.

in blurt-188398 •  2 months ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you today. I have a very nice happy day with relationship. If you know about this. You too will be very happy.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার অনেক সুন্দর একটি খুশির দিন সম্পর্ক নিয়ে। এই সম্পর্কে আপনারা জানতে পারলে। আপনারাও অনেক খুশি হয়ে পড়বেন।

IMG_20241017_111751.jpg

So let me tell you from the beginning. We are two brothers and we have no sister. But I had so much hope if I had a sister. Then I loved him very much. And sister's love is very good. Just like parents love.Last year my elder brother got married. My sister's stomach has come. I have waited for a long year when I will become an Alhamdulillah after waiting for a long year. I saw my niece's face. Today I am very happy I am uncle for the first time in my life. But I want to say one more thing here. The mother has to suffer a lot to bring a child into the world. Because he has to be kept in his stomach for ten months and ten days.This one year old mother understands how hard it is to hold her own child. Every person in the world takes a lot of trouble to bring their child.

তাহলে আমি আপনাদের মাঝে শুরু থেকেই বলি। আমরা দুই ভাই আমাদের কোন বোন নেই। তবে আমার খুবই আশা ছিল যদি আমার বোন থাকতো। তাহলে তাকে খুবই ভালবাসতাম। এবং বোনের আদর অনেক সুন্দর ভালো। যেমন মা বাবার আদর করে ঠিক সেই রকম।গত এক বছর আগে আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে। আমার ভাবির পেটের এসেছে আমি দীর্ঘ এক বছর অপেক্ষা করেছি কবে আমি চাচা হবোআলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর আমি অপেক্ষা করার পর। আমি আমার ভাতিজির মুখটি আমি দেখতে পেয়েছি। আজকে আমি অনেক আনন্দ আমি আমার জীবনের এই প্রথম আমি চাচা হলাম। কিন্তু আমি এখানে আরো একটি কথা বলতে চাই। একটা বাচ্চা পৃথিবীতে আনতে সেই মায়ের অনেক কষ্ট করতে হয়। কারণ দশ মাস দশ দিন তাকে পেটে ধরে রাখতে হয়।এই একটা বছর মা তার নিজের সন্তানকে ধরে রাখতে কত কষ্ট হয় সেই মা বোঝে। পৃথিবীর প্রত্যেকটা মানুষই তার সন্তানকে আনতে অনেক কষ্ট করে থাকে।

IMG_20241017_111753.jpg

IMG_20241017_111757.jpg

Every person in the world is happy like this. Any such new guest comes to their house. There is no such person they are never happy.As I never thought in my life. That I will be an uncle for the first time in my life. And him I will take in my arms and I will give him my gifts. I gifted him as much as I could. Because he is on earth and I will give him all I can for the rest of my life. And give my love I'll keep giving.When my niece crosses a stage and slowly grows up to draw A. Bong calls me uncle. My mind will be full. Then I will go to the store with him. I will give him food when he wants food. Again when he will be admitted to school. I will carry him on my neck and take him to school.The older my niece gets the more stubborn she becomes. And she's for taking care of me. He will cry to me. And I will give him everything I can to stop him. Because I have only one niece. Maybe another nephew if possible.

পৃথিবীর প্রত্যেকটা মানুষই এইরকম খুশি হয়ে থাকে। তাদের ঘরে এরকম নতুন কোন অতিথি আসে। এমন কোন মানুষ নেই তারা কখনো খুশি হয় না।যেহেতু আমি আমার জীবনে কখনো ভাবতে পারিনি। যে আমি আমার জীবনের প্রথম আমি চাচা হবো। এবং তাকে আমি কোলে নেব এবং আমি তাকে আমার উপহার দিব। আমার যতটুকু সম্ভব ছিল আমি তাকে উপহার দিয়েছি। কারণ সে পৃথিবীতে এবং আমি সারা জীবনের তাকে আমার যতটুকু সম্ভব। এবং আমার ভালোবাসা দিয়ে থাকি আমি উপহার দিয়ে থাকবো।আমার ভাতিজি যখন এক ধাপ পেরিয়ে যখন আঁকতে ধীরে ধীরে বড় হবে এ।বং আমাকে যখন চাচা করে ডাকবে। আমার মনটা অনেক ভরে যাবে। তখন তাকে নিয়ে আমি দোকানে যাব। যখন যা খাবার চাইবে তখন আমি তাকে খাবার নিয়ে দেব। আবার যখন তাকেই স্কুলে ভর্তি করে দেওয়া হবে। আমি তাকে ঘাড়ে করে নিয়ে তাকে স্কুলে নিয়ে যাবো।আমার ভাতিজি যত বড় হবে তত তার জেদ বেশি হবে। এবং সে আমার আদর নেওয়ার জন্য। সে আমার কাছে কান্না করবে। এবং তাকে থামানোর জন্য আমার যতটুকু সম্ভব আমি তাকে দিয়ে যাব। কারণ আমার একটাই ভাতিজি। হয়তো সম্ভব হলে হয়তো আরো একটি ভাতিজা হয়তো হতে পারে।

IMG_20241017_111802.jpg

IMG_20241017_111805.jpg

Everything is given by the Creator. Because we should be happy with whatever He pleases. Today I understand the joy of being a father. I can see my brother. He is very happy after becoming a father. Because he became the father of the girl. He will be happier than me.From small to large a child. Father has to work very hard. Whether in the sun or at work spreading his own sweat. Whatever it is. Not small at all. Because you have to work hard to raise that child. And if he educates the child well. Later, the child may have symptoms on his father. This is how we should raise children.

সবকিছু দেওয়া সৃষ্টিকর্তা দেওয়ার নিয়ামত। কারণ তিনি যা খুশি দিবেন সেটা নিয়ে আমাদের খুশি থাকতে হবে। আমি আজকে বুঝতে পারতেছি বাবা হওয়ার কতটা আনন্দ। আমি আমার ভাইকে দেখে বুঝতে পারতেছি। সে বাবা হওয়ার পর অনেক খুশি হয়েছে। কারণ সে মেয়ের বাবা হয়েছে। আমার থেকে সেই তো বেশি খুশি হবে।একটা সন্তানকে ছোট থেকে বড় করা পর্যন্ত। অনেক কঠোর পরিশ্রম করতে হয় বাবাকে। তার নিজের ঘাম ছড়িয়ে রোদের ভিতর বা চাকরি হোক না কেন। যে কাজেই হোক না কেন। কোন কাজেই ছোট না। কারণ কঠিন পরিশ্রম করে সেই সন্তানকে বড় করতে হয়। এবং সে সন্তানকে সুশিক্ষিত করলে। পরবর্তীতে সেই বাচ্চা তার বাবার ওপর লক্ষণ রাখতে পারে। আমাদের এইভাবে বাচ্চাদের বড় করা উচিত।

IMG_20241017_111806.jpg

IMG_20241017_112738.jpg
There will come a time when we will be fathers. At that time we will understand the joy of being a father. Today I share with you my joy. If there are any mistakes in this post. Then you will look at me with forgiveness.
একটা সময় আসবে যে সময় গিয়ে আমরা একসময় বাবা হবো। বাবা হওয়ার কতটা আনন্দ সেটা সেই সময় গিয়ে আমরা বুঝতে পারবো। আজকে আমি আপনাদের মাঝে আমার আনন্দের বিষয়টি তুলে ধরেছি। যদি এই পোস্টের ভেতর কোন ভুল হয়ে থাকে। তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!