হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাকে আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আমি আশা করব এই পোস্টটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে। চলুন দেরি না করে শুরু করা যাক। আমি আপনাদের মাঝে ছবির মাধ্যমে তুলে ধরেছি। ঘরের তীর বিক্রয় করা হচ্ছে। এই সব তীর কিন্তু তালের গাছ কেটে তৈরি করা হয়েছে।আমরা যখন ঘরবাড়ি তৈরি করি। তখন কিন্তু ঘরের ওপর তীর ব্যবহার করতে হয়। ঘরের মজবুত হওয়ার জন্য। এই তীরের উপর আবার আমরা কিন্তু বাশ বিছিয়ে তারপর কিন্তু কাদা মাটি লাগিয়ে থাকি।কিন্তু আমরা প্রায়ই দেখে থাকি যে মানুষগুলো ঘরবাড়ি করে। তারা কিন্তু ছাদ দিয়ে বাড়ি তৈরি করে থাকেন। আর যদি ছাদ দিয়ে বাড়ি তৈরি করা হয়। তাহলে কিন্তু এই তীর ব্যবহার করতে হয় না। আর যখন গ্রামের মানুষ খুব সুন্দর ভাবেই ইট দিয়ে তৈরি করে। তখন কিন্তু এই তীর কিন্তু ব্যবহার করা হয়। কারণ সেই মানুষ কিন্তু ওপরে টিনের ছাউনি দিবে।
Hello friends hope how are you all. Alhamdulillah I am very well. I present you with a new post. I hope you like this post a lot. Let's get started without delay. I have shown it to you through pictures. House arrows are being sold. All these arrows are made by cutting palm trees.When we build houses. But then you have to use arrows on the house. To strengthen the house. On this bank again, we spread straw and then apply mud.But we often see that people do housework. But they build houses with roofs. And if the house is built with a roof. But then you don't have to use this arrow. And when the village people make a very beautiful brick. But then this arrow is used. Because that person will put a tin canopy on top.
এখানে বিশাল বড় তীরের হাট রয়েছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষকে কেনার জন্য আসে। কারণ এখানে অনেক ভালো এবং মজবুত সহকারে এই তীর গুলো বিক্রয় করা হয়। কারণ অনেক বছর ধরে যে গাছগুলো থাকে সেই গাছের তীর কিন্তু অনেক সুন্দর এবং অনেক মজবুত হয়। আর ঘরবাড়ি তৈরি করার সময় ভালো জিনিস ব্যবহার করতে হবে। আর যদি আপনি খারাপ জিনিস ব্যবহার করেন। তাহলে কখনোই ভালো থাকবে না আপনার ঘরের তীর।আমাদের গ্রামে অনেক মানুষ রয়েছে। তারা কিন্তু অনেক সুন্দর ভাবে ঘরের তীর দিয়ে। এইরকম খুব ভালোভাবে একটি বাড়ি বাড়ি তৈরি করেছে। কারন আমাদের সারাজীবন খুব সুন্দর ভাবে এই বাড়িতে বসবাস করতে হবে। আর বাড়িতে বসবাস করলে অবশ্যই তো আমরা ভালো জিনিস ব্যবহার করব। শুধু যে তালের গাছের তীর ব্যবহার করতে হবে কিন্তু সেটা না।যদি মনে করি আমরা বাঁশের তীর তৈরি করব। তাহলে কিন্তু ও বাশের তীরও খুব সুন্দর ভাবে দেওয়া যাবে। আর তার থেকে যদি আমরা আরো মজবুত করতে চাই। তাহলে বালু সিমিট দিয়ে খুব সুন্দর ভাবে ভীম তৈরি করা যায়। আর এই ভীম তৈরী যদি করা হয়। তাহলে আর কোন টেনশনে আমাদের থাকে না।আমি অনেক ছোটবেলা থেকেই দেখে আসতেছি। এত সুন্দর হাটে এরকম তীর বিক্রয় করা হয়। আমি আরো অনেক কিছুই দেখে আসতেছি। অনেক দূর দূরান্ত থেকেই বেশিরভাগ আমাদের এই বাজারে আসে। এসব তীর কেনাকাটা করার জন্য। কারণ এখানে খুব অল্প দামে কিন্তু তী পাওয়া যায়। আর যার কারণে অনেক মানুষের আগ্রহ রয়েছে। আর এখানে যদি এত আগ্রহ বাড়ে। তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে ভালো জিনিস দিয়ে দিবে।খুবই চমৎকার ভাবে গ্রামের পাশে। এরকম বাজার থাকা খুবই একটি জরুরী। এবং অনেক প্রয়োজনে একটি বিষয় যা মানুষের অনেক উপকার হয়ে থাকে। আর বিশেষ করে আমাদেরই কিন্তু অনেক উপকার। কারণ আমাদের কাছে। কিন্তু এত সুন্দর একটি মার্কেট রয়েছে। যখনই কোন মানুষ ঘরবাড়ি তৈরি করবে। হঠাৎ করে সে মানুষের দরকার পড়ে গেল।তাহলে খুব সহজে হাতের কাছে এ মার্কেটে পৌঁছে। আমরা খুব পছন্দ করে করে তীর কিনতে পারবো। কারণ অবশ্যই আমাদের দেখে শুনে সেই জিনিসটি কিনতে হবে। আর যদি পছন্দ না হয়। তাহলে একটু দূরে যে বাজার রয়েছে। আমরা সেখানে যেতে পারি এভাবে আমরা দেখে শুনে ঘরের তীর পছন্দ করে কিনে আমাদের ঘরে সেট করতে পারি তো আপনারা তো বুঝতে পারছেন।
There is a huge arrow market here. People come from far and wide to buy. Because these arrows are sold here with very good and strong. Because the branches of trees that last for many years are very beautiful and very strong. And while building houses, good materials should be used. And if you use bad stuff. Then your house arrow will never be good.There are many people in our village. But they are very beautiful with house arrows. A house like this very well made home. Because we have to live in this house very nicely all our life. And if we live at home, of course we will use good things. Only palm tree arrows should be used but not that.If think we will make bamboo arrows. But the arrows of Bash can also be given very nicely. And if we want to make it stronger than that. Then Bheem can be made very beautifully with sand cement. And if this Bhima is made. Then we don't have any tension.I have been watching since childhood. Such arrows are sold in such beautiful bazaars. I've been seeing a lot more. Most of us come to this market from far away places. These arrows are for shopping. Because tees are available at very low prices here. And because of which many people are interested. And if there is so much interest here. Then surely you will be given good things from here.Very nicely next to the village. Having such a market is very important. And a matter of many needs which is of great benefit to people. And especially ours but a lot of benefits. Because to us. But there is such a beautiful market. Whenever a person builds a house. Suddenly he needed people.Then you can reach this market very easily. We can buy arrows at will. Because of course we have to buy that thing after hearing it. And if you don't like it. Then the market is a little further away. We can go there so we can buy and choose house arrows and set them in our house, you understand.
এই কাঠগুলো আগে ঘরের কাজে ব্যবহার করা হতো এখনো অনেক জায়গায় ব্যবহার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এইটার জন্য অনেক ধন্যবাদ