Village landscape photography.

in blurt-188398 •  last month  (edited)

IMG_20250214_074717.jpg

Hello friends hope how are you all. Alhamdulillah I am very well. I am present among you. About the natural photography of this village. So Alhamdulillah I grew up in the village since childhood.I love this village since my childhood. And I tried to show you that beautiful scene. As you can see I have photographed this sun very nicely. At the same time, there are many beautiful birds flying here. Collecting such pictures is very difficult. But I have to collect this picture. Took a lot of time. Because it suddenly flies. But it is never possible to collect that picture.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই গ্রামের প্রাকৃতিক ফটোগ্রাফি নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি।আমি ছোটবেলা থেকে এই গ্রামকে অনেক ভালবাসি। আর সেই সুন্দর দৃশ্য কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমি এই সূর্যের ফটোগ্রাফি করেছি। সেই সঙ্গে কিন্তু এখানে অনেক সুন্দর ভাবে পাখি উড়ন্তভাবে রয়েছে। এরকম ছবি সংগ্রহ করা কিন্তু খুবই কঠিন ব্যাপার। কিন্তু আমি এই ছবি সংগ্রহ করার জন্য। অনেকটা সময় নিয়েছি। কারণ হঠাৎ করে কিন্তু উড়ে গেলে। সেই ছবি সংগ্রহ করা কিন্তু কখনোই সম্ভব না।

IMG_20250214_074731.jpg

IMG_20250214_074734.jpg

IMG_20250214_074736.jpg

A beautiful environment of the village is quiet surrounded by trees. How many birds chirping wake us up in the morning. And when this sleep is broken, we try to exercise in this winter moment. And if you walk in the morning, your body will be very beautiful and healthy. So we always love the village.We all try to make our village more beautiful. Because we plant trees in more and more villages. Our village will look so beautiful. But when our summer time comes we get this air from those plants. And if we get this air of peace, we can stay healthy. So we always try. Plants should be planted to keep the environment beautiful.

গ্রামের সুন্দর এক পরিবেশ নিরিবিলি চারপাশে রয়েছে গাছপালা। কত পাখি পাখির ডাকে আমাদের সকালে কিন্তু ঘুম ভেঙে যায়। আর এই ঘুম ভেঙে গেলে কিন্তু আমরা এই শীতের মুহূর্তে কিন্তু ব্যায়াম করার চেষ্টা করি। আর সকালবেলা হাঁটাচলা করলে কিন্তু অনেক সুন্দর এবং স্বাস্থ্য শরীর অনেক ভালো থাকে। তাই আমরা সব সময় গ্রামকে ভালবাসি।আমরা সবাই মিলিয়ে আরো সুন্দর গড়ে তোলার চেষ্টা করি আমাদের এই গ্রামকে। কারণ আমরা যত বেশি বেশি গ্রামে গাছপালা লাগাবো। তত সুন্দর দেখাবে আমাদের এই গ্রাম। যখন আমাদের গরমের সময় আসে তখন কিন্তু আমরা সেই গাছপালা থেকে এই বাতাস পেয়ে থাকে। আর এই শান্তির বাতাস পেলে আমরাও কিন্তু সুস্থ হইলে থাকতে পারি। তাই আমরা সবসময় চেষ্টা করি। পরিবেশকে সুন্দর রাখার জন্য গাছপালা লাগাতে হবে।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!