Photography of lemons from elder brother's garden and a few words about it.

in blurt-188398 •  2 months ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you today. Once again with a nice post. I hope this is my post of the day. You will like it very much. Alhamdulillah today I woke up in the morning. Then I washed my hands and face. Then I ate. Then I thought. I should take a look at my elder brother's garden.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভাল আছি। আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেি। আবারও একটি সুন্দর পোস্ট নিয়ে। আমি আশা করবো আমার আজকের এই দিনের পোস্টটি। আপনাদের অনেক ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আজকে আমি সকালে ঘুম থেকে উঠেছি। তারপর হাত মুখ ধুয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া করেছি। তারপর আমার মনে হয়েছে। আমার বড় ভাইয়ের বাগানে একবার নজর দেওয়া উচিত।

IMG_20241013_080553.jpg

IMG_20241013_080548.jpg

This garden was my cousin's garden. I almost went in there. I love to observe my garden. And gave me permission. I first entered the garden and then roamed around the garden. Then I looked at the lemon tree. There are many lemons on the tree. I collected two lemons from the I like to eat lemon juice. Because of which I collected from this garden. I almost always eat lemonade. Moreover, it is very good to eat with rice. There are many people in our village. Those who have developed a very large garden in their garden in such a beautiful way. There are many fruit trees.

এই বাগানটি ছিল আমার ফুফাতো ভাইয়ের বাগান। আমি সেখানে প্রায় গিয়ে প্রবেশ করি। আমার বাগান পর্যবেক্ষণ করতে অনেক ভালো লাগে। এবং আমাকে অনুমতিও দিয়েছে। আমি সর্বপ্রথম বাগানে প্রবেশ করলাম তারপর বাগানে চারপাশ দিয়ে ঘোরাফেরা করলাম। এরপর লেবুর গাছের দিকে লক্ষ্য করে দেখলাম। গাছে অনেক লেবু ধরে আছে। আমি গাছ দুইটা লেবু সংগ্রহ করে নিলাম। লেবুর শরবত খেতে অনেক ভালো লাগে। যার কারণে আমি এই বাগান থেকে সংগ্রহ করেছি। আমি প্রায় প্রায় আমি লেবুর শরবত খেয়ে থাকি। তাছাড়া ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে। আমাদের গ্রামের অনেক মানুষ রয়েছে। যারা নিজেদের বাগানে এরকম অনেক সুন্দর ভাবে অনেক বড় বাগান গড়ে তুলেছে। সেখানে অনেক ফলের গাছ রয়েছে।

IMG_20241013_080551.jpg

To build such a good garden. There is hard work to be done. First, keep the garden clean. Then we have to collect the trees from the nursery. Then the soil should be prepared well. Then you have to plant there. Then the plants in this garden should be watered in the morning and afternoon.When you see that your garden plants are starting to grow. Then when you suddenly see. That your plants have a little bit of insects. Then at that time you will apply the medicine. Then you will be much better off. And always keep an eye on the tree. Because there are almost many types of insect attacks.If we can look at the garden in a very beautiful way. But success can be achieved from that garden. And very good money can be earned. You will notice. A farmer works hard in the garden. Then from there you can definitely achieve success. How many people in our country are earning money by growing fruits in gardens.

এরকম ভালোভাবে বাগান গড়ে তুলতে হলে। সেখানে কঠোর পরিশ্রম করতে হবে। প্রথমে বাগানের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। তারপর আর নার্সারি থেকে আমাদের গাছ সংগ্রহ করতে হবে। এরপর সেই মাটিটা ভালো ভাবে তৈরি করতে হবে। তারপর সেখানে রোপণ করতে হবে। তারপর এই বাগানে সকাল বিকাল গাছপালা পানি দিতে হবে।যখন আপনি দেখতে পাবেন যে আপনার বাগানের গাছপালা বড় হতে শুরু করছে। তারপর যখন হঠাৎ করে দেখবেন। যে আপনার গাছপালা একটু করে পোকামাকড় দেখা দিয়েছে। তখন সে সময় আপনি ওষুধ প্রয়োগ করবেন। তাহলে আপনারা অনেক ভালো থাকবে। এবং সব সময় নজর দিতে হবে গাছে। কারণ প্রায় অনেক রকমের পোকামাকড়ের আক্রমণ দেখা দেয়।যদি এভাবে খুব সুন্দর ভাবে আমরা বাগানের দিকে নজর দিতে পারি। তবে সেই বাগান থেকে সফলতা অর্জন করা যাবে। এবং অনেক ভাল টাকা উপার্জন করা যাবে। আপনি খেয়াল করে দেখবেন। একজন কৃষক অনেক পরিশ্রম করে বাগানে। তারপর সেখান থেকে অবশ্যই সফলতা অর্জন করতে পারে। আমাদের দেশের কত মানুষ বাগানে ফল চাষ করে টাকা উপাজন করতেছে।

IMG_20241013_080553.jpg

We need to create vegetable gardens in more and more gardens. If we can do something like this by planting vegetables and fruit trees in our own garden, we will not have to buy and eat from outside. Because the fruits that are available outside, they are ripened by releasing chemicals. Then they sell it outside the country.

আমাদের বেশি বেশি বাগানে সবজির গাছ ফলের বাগান তৈরি করতে হবে। যদি আমরা এভাবে নিজেদের বাগানে সবজি এবং ফলের গাছ রোপন করে কিছু করতে পারি তবে আমরা আমাদের বাইরে থেকেই কিনে খেতে হবে না। কারণ বাইরে যেগুলো ফল পাওয়া যায়।, তারা কেমিক্যাল মুক্ত করে ফল পাকানো হয়। তারপর তারা দেশের বাইরে পাঠিয়ে বিক্রি করে।

IMG_20241013_080556.jpg

IMG_20241013_080706.jpg
We don't mix lovers like others. Because the mixer can cause a lot of damage to people. People can not be harmed, we aim in that direction. We will sell the fruit outside. And we have many people in Bangladesh. This can benefit many people.We eat fruits to keep our body healthy. And if the phone is chemically treated like this. Then if we eat that food it will surely harm us. And of course we want to be free from harmful foods. That is why I am sharing this post with you. So that we can inspire the people of our country.

আমরা অন্যদের মতো এরকম ভাবে প্রেমিকাল মিক্সার করব না। কারণ মিক্সার করলেন মানুষের অনেক ক্ষতি হতে পারে। মানুষের ক্ষতি না হতে পারে আমরা সেই দিকে লক্ষ্য রেখে। আমরা বাইরে ফল বিক্রি করবো। এবং আমাদের বাংলাদেশে অনেক মানুষ রয়েছে। এইভাবে অনেক মানুষের উপকার করতে পারে।আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা ফল খাই। আর সেই ফোনে যদি এভাবে কেমিক্যাল করা হয়। তাহলে আমরা সেই খাবার খেলে আমাদের অবশ্যই ক্ষতি করবে। আর অবশ্যই আমরা ক্ষতিকর খাবার থেকে একটা মুক্ত হতে চাই। যার কারণে আমি এইভাবে আপনাদের মাঝে এই পোস্টটি শেয়ার করলাম। যাতে করে আমরা আমাদের দেশের মানুষকে উৎসাহিত্য দিতে পারি।

IMG_20241013_080809.jpg

IMG_20241013_080811.jpg

Until today, stay well and stay healthy. Later I will come back to you with my beautiful post. take my love
আজকে এ পর্যন্তই ছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। পরবর্তীতে আমি আবার আপনাদের মাঝে আমার সুন্দর একটি পোস্ট নিয়ে উপস্থিত হবো। আমার ভালোবাসা নিন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!