Blurt space. Contest: My Best Photography.

in blurt-188398 •  last month 

Hello friends hope you all are well. Alhamdulillah I am also very well. I am present among you today. Blurt Space is my best photography contest.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ব্লার্ট স্পেস আমার সেরা ফটোগ্রাফি কনটেস্ট প্রতিযোগিতায়।

@ariful71_20241005_143955_0001.png
ক্যানভা দিয়ে তৈরি

IMG_20241005_103444.jpg

Yellow flowers appear first. There are many such trees in my village. These plants can grow on their own by the side of the road. I liked this flower very much. I used to play a lot of games when I was younger. Today I am photographing that flower. I remembered a lot of my childhood when I saw the yellow flower today because my childhood and memories are connected with this flower. That time went well. There were no smartphones at that time. For which we used to play with many things outside. And now that time has come, I don't remember those sports.

সর্ব প্রথমে দেখা যাচ্ছে হলুদ রঙের ফুল। আমার গ্রামে প্রায় অনেকগুলো এরকম গাছ দেখা যায়। রাস্তার পাশ দিয়ে এই গাছগুলো নিজে থেকেই জন্ম নিতে পারে এই ফুলটি আমার কাছে অনেক ভালো লাগছিল। আমি যখন ছোট ছিলাম তখন অনেক খেলা ধুলা করছি। আজকে সেই ফুলের ফটোগ্রাফি করতেছি।

অনেক ছোটবেলার কথা মনে পড়ে গেল আজকে হলুদ ফুল টা দেখে কারণ এই ফুলের সঙ্গে আমার সেই ছোটবেলার আর স্মৃতির জড়িয়ে রয়েছে। সেই সময়টা ভালো গিয়েছিল। সেই সময় কোন স্মার্টফোন ছিল না। যার জন্য আমরা বাহিরে অনেক কিছু দিয়ে খেলাধুলা করতাম। আর এখন এই সময় এসে ওইসব খেলাধুলার কথা মনে পড়ে না।

IMG_20241005_103651.jpg

IMG_20241005_103729.jpg

IMG_20241005_101902.jpg

Here is another flower. The color of this flower is white. I saw this flower for the first time in my life because of which I don't know the name of this flower. I liked it very much. So I did photography with my mobile camera in a very beautiful way. The mood is very good for which the picture is good. I did not get the fragrance of this white flower. I think this flower is born without Subhash. Because almost all flowers have this smell. But when I did the photography I could not smell any of these flowers. But the white color flowers looked very beautiful. Many people like this white flower.

এখানে আরও একটি ফুল দেখা যাচ্ছে। এই ফুলের কালার হলো সাদা। আমার জীবনের প্রথম আমি এই ফুলটি দেখেলাম যার কারণে আমি এই ফুলটির নাম জানি না। আমার অনেক ভালো লাগছিল। তাই খুব সুন্দর ভাবে আমার মোবাইল ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করেছি। মন মানসিকতা অনেক ভালো থাকে যার জন্য ছবি ভালো হয়।
আমি এই সাদা ফুলের সুগন্ধ সুভাষ পাইনি। আমার মনে হয় এই ফুলটি সুভাষ ছাড়াই এ ফুলটি জন্ম নিয়েছে। কারণ প্রায় সব ফুলের এই গন্ধ থাকে। তবে আমি যখন ফটোগ্রাফি করেছি এই ফুলের কোন গন্ধ পায়নি। তবে বেশ সুন্দর লাগছিল সাদা কালারের ফুল। অনেক মানুষের এরকম সাদা ফুলটি পছন্দ করে।

IMG_20241005_102915.jpg

Photo number three is shown below. We are familiar with this flowering plant in rural areas of the country. The nose of this tree is shy and flowers have come out from that tree. This flower is really beautiful. By color. And these trees are touched by hand. Then the leaves become smaller. This shy flower plant. I have been watching since childhood. Still to be born on the ground. Because these can be born anywhere. For which we find very easily.

নিচে তিন নম্বর যে ফটো দেখা যাচ্ছে। এই ফুলের গাছটি আমরা সারা দেশের গ্রাম অঞ্চলের মানুষ পরিচিত। এই গাছের নাস লজ্জাবতী সেই গাছ থেকে ফুল ফুটে বের হয়েছে। এই ফুলটি আসলে অনেক সুন্দর। কালারের দিক দিয়ে। আর এই গাছগুলোকে হাতের স্পর্শ হয়। তখনই পাতাগুলো আরো ছোট হয়ে যায়।এই লজ্জাবতী ফুলের গাছটি। আমি সেই ছোটবেলা থেকেই দেখে আসতেছি। এখনো জন্ম নিতেই আছে মাটিতে। কারণ এইসব যে কোন স্থানে জন্ম নিতে পারে। যার জন্য আমরা খুব সহজে খুঁজে পেয়ে থাকি।

IMG_20241005_103212.jpg

I have participated in this contest as per the rules of this platform. I hope you like it very much. And if any mistake is made. Then you will definitely look at me with forgiveness. You will be well and be healthy. I will definitely try to participate in the new contest later.

এই প্লাটফর্মের নিয়ম অনুসারে আমি এই কনটেস্টে অংশগ্রহণ করেছি। আমি আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি কোন ভুল হয়ে থাকে। তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। পরবর্তীতে অবশ্যই নতুন কনটেস্টে অংশগ্রহণ করার চেষ্টা করবো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!