The story of drinking palm juice on a winter morning.

in blurt-188398 •  last month 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. Today I am again among you. A very nice post. I will tell an incident about the story of drinking juice on a winter morning.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। খুবই সুন্দর একটি পোস্ট নিয়ে। শীতের সকালে রস খাওয়ার গল্প নিয়ে আমি একটি ঘটনা বলব।

IMG_20241214_074715.jpg

I am an ordinary village boy. I grew up in the village since childhood. And in the love of the village, there is a big demand. And spending the winter time in the village is a very pleasant thing. Many of you know that the fun of living in the village is different during winter. So today I woke up early in the morning. I have been thinking for a long time that juice should be consumed. So today I woke up in the morning and started walking.As I went some distance ahead, I saw a man riding a bicycle on a winter morning and the sun was rising in the sky ahead. It's like the sun is slowly coming out. Then I saw something going away. A bottle is cut and attached to a palm tree. Here is the point of understanding. Those who apply juice have taken away their pitchers. After that, the children of the village installed the bottles for the juice. Once upon a time I used to bottle this way for sap on palm trees. The time was very beautiful childhood. After going some distance I saw Raswala De. This man is collecting sap from the tree. But I did photography at that time. Talking about drinking juice, they said we don't have any vessel. I will give you food. I said ok I will come next day with time.

আমি একজন গ্রামে সাধারণ ছেলে। আমি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছে। আর গ্রামের ভালবাসায় হচ্ছে অনেক বড় একটি বড় বড় চাওয়া। আর গ্রামের শীতকালীন সময় কাটানো খুবই আনন্দের একটি বিষয়। আপনারা অনেকেই জানেন যে গ্রামে থাকার মজাই আলাদা শীতের সময়। তো আজকে আমি খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। আমার অনেকদিন মনে হচ্ছিল যে রস খেতে হবে। তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠে হেঁটে হেঁটে যেতে শুরু করি।আমি সামনে কিছু দূর পর্যন্ত যেতেই দেখলাম একজন মানুষ শীতের সকালে সাইকেল নিয়ে যাচ্ছিল আর সেই সঙ্গে সামনে আকাশের সূর্য উঠে উঠছিল। যেন কেবলই সূর্য ধীরে ধীরে বের হয়েছে। তারপর কিছু দুর যেতেই দেখলাম। একটা খেজুর গাছে বোতল কেটে লাগিয়ে রাখছে। এখানে বোঝার বিষয় হচ্ছে। যারা রস লাগায় তাদের কলসি নিয়ে গেছে। এরপর গ্রামের বাচ্চারা বোতল লাগিয়েছে রসের জন্য। এক সময় আমি ও এইভাবে বোতল লাগাতাম খেজুর গাছে রসের জন্য। সময়টা অনেক সুন্দর ছিল ছোট্টবেলার। আমি কিছু দুর যেতেই রসওয়ালা দের দেখতে পেলাম। এই মানুষ গাছ থেকে রস সংগ্রহ করছে। আমি কিন্তু সেই সময় ফটোগ্রাফি করেছি।রস খাওয়ার কথা বলতে তারা বললো আমাদের কাছে কোনো পাত্র নেই। যাতে করে আপনাকে খাবার দিবো। আমি বললাম ঠিক আছে পরবর্তী একদিন আসবো সময় নিয়ে।

IMG_20241214_074810.jpg

IMG_20241214_075308.jpg

But these people sell juice during this winter. Earn a lot of money. Moreover, they make blush from this juice. We are village people but Lali likes a lot. This man can do business for months by making Lali. And how much is made with this blush in the winter season. In the winter time to eat pithi in the village house. Relatives are filled, which is the great joy of man. Besides, there are many people who come from the city but come to the village to eat pitha and juice. Because they live in the city. They will never have this joy. Because of which he came to the village. Village means love of nature to people. I will never lose this love from people.The environment of the village will change day by day. Build more beautifully. Because the people of the village are very nice and very good hearted people. And they love the village very much. Village people can do many things. What we are surprised to see. And the people of the city also love the village very much. That's why it's winter but they rush. Only because of the love of the village people.When half of winter is gone. Then only mustard yellow will be seen on the land. But the winter time comes and goes, but I like it a lot. Because only yellow flowers can be seen around the land. But people crowd there just to do photography. Such beautiful moments come one after another. No one ever misses this time. Everyone loves Sarisha Phul.

এই শীতের সময় কিন্তু এই মানুষগুলো কিন্তু রস বিক্রয় করে। অনেক টাকা উপার্জন করে থাকেন। তাছাড়াও এই রস থেকে লালি তৈরি করে থাকেন। আমরা গ্রামের মানুষ কিন্তু লালি অনেক পছন্দ করে থাকেন। এই মানুষ লালি তৈরি করে কয়েকমাস ব্যাবসা করতে পারে। আর এই লালি দিয়ে শীতের মৌসুমে কত কি তৈরি হয়।খির দুধ পুলি কত ধরনের পিঠে। শীতের সময়ে গ্রামের বাড়িতে পিঠে খাওয়ার জন্য। আত্নীয়স্বজন ভরে যায় যা মানুষের অনেক আনন্দ। এছাড়া কত মানুষ আছে শহরের তারা কিন্তু গ্রামে আসে পিঠে ও রস খাওয়ার জন্য। কারন তারা তো শহরে থাকেন। তারা কখনো এই আনন্দ পাবেন না। যার কারনে গ্রামে আসেন। গ্রাম মানেই মানুষের কাছেই প্রকৃতির ভালোবাসা। এই ভালোবাসা কখনো ফুড়াবো না মানুষের কাছে থেকে।গ্রামের পরিবেশ যত দিন দিন যাবে। আরও সুন্দরভাবে গড়ে। কারণ গ্রামের মানুষ খুব সুন্দর এবং অনেক ভালো মনের মানুষ। এবং তারা গ্রামকে অনেক ভালোবাসেন। গ্রামের মানুষ অনেক কিছু পারে। যা দেখে আমরা অবাক হয়ে যায়। আর শহরের মানুষও কিন্তু গ্রামকে অনেক ভালোবাসে। তার জন্যই শীতকালীন কিন্তু তারা ছুটে আসে। শুধুমাত্র গ্রামের মানুষের ভালোবাসার কারণে।যখন শীতের অর্ধেক সময় চলে যাবে। তখন জমিতে শুধু সরিষার হলুদ ও দেখা যাবে। কিন্তু শীতের সময় এসে সময় গিয়ে কিন্তু অনেক ভালো লাগে। কারণ জমিতে চারপাশ দিয়ে শুধুই হলুদ ফুল দেখা যায়। সেখানে কিন্তু মানুষ অনেক ভিড় করে একমাত্র ফটোগ্রাফি করার জন্য।একটা পর পর এত সুন্দর মুহূর্ত আসে। এইসময়টাকে কেউ কখনো মিস করে না। সবাই ভালোবাসে শরীষা ফুলকে।

IMG_20241214_075534.jpg

IMG_20241214_075559.jpg

IMG_20241214_075906.jpg

IMG_20241214_080735.jpg

I had a wonderful time here. So when I was about to come back again. Then I saw that many vegetables have been planted here. So here is an old man collecting vegetables. But he will take the vegetables to the market and sell them. So I walked a little bit to him. And I saw her collecting vegetables. And he has decorated his fare very nicely.During this winter he is in such a cold to make a living. They are collecting vegetables from there with so much difficulty. And to make a living, a man must work hard. But this man knows how to work hard. And because of that, vegetables can be planted here. And there is always cleanliness. There he aimed. But he knows what to do there.But this man was once small like us. But at that time he learned this agricultural work from his father. Then when he gradually grew up. And when he took charge of the family. Since then, however, he has started growing vegetables and other crops. And from there, they learned to cultivate these things.No matter how old people are. If that person knows how to make a living. His efforts never fail. Like this man very very well. He is walking. And can grow many crops. For that he can earn a living from there. And after that I was very happy. There are many people like them. But they grow vegetables in their own land.

আমি দেখতে দেখতে এখানে অনেক সুন্দর ভাবে মুহূর্ত কাটালাম। তো আমি যখন আবারও ফিরে আসতে ছিলাম। তখন দেখলাম এখানে অনেক শাক সবজি রোপন করা হয়েছে। তো এখানে একজন বয়স্ক মানুষ সবজি সংগ্রহ করতেছে। তিনি কিন্তু বাজারে নিয়ে গিয়ে সবজিগুলো বিক্রয় করবে। তো আমি একটু দু পায়ে হেঁটে তার কাছে গেলাম। এবং তার সবজি গুলো সংগ্রহ করা দেখলাম। এবং তিনি খুব সুন্দর ভাবে তার ভাড়ে করে সাজিয়েছন।এই শীতের সময় এত ঠান্ডার ভিতর তিনি কিন্তু জীবিকা নির্বাহ করার জন্য। এত কষ্ট করে সেখান থেকে কিন্তু সবজি সংগ্রহ করতেছে। আর জীবিকা নির্বাহ করতে হলে অবশ্যই একজন মানুষকে পরিশ্রম করতে হবে। কিন্তু সে পরিশ্রমটা এ মানুষ করতে জানে। আর তার কারণে এখানে সবজি রোপন করতে পেরেছে। এবং সেখানে সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে। সেখানে তিনি লক্ষ্য রেখেছেন। সেখানে কিভাবে কি করতে তিনি কিন্তু জানেন।এই মানুষ কিন্তু একসময় আমাদের মত হয়ে ছোট ছিলেন। কিন্তু সেই সময় তার বাবার কাছ থেকে এই কৃষি কাজ শিখেছেন। তারপর তিনি যখন ধীরে ধীরে বড় হয়েছেন। এবং তিনি যখন সংসারের দায়িত্ব নিয়েছেন। তারপর থেকেই কিন্তু তিনি শাকসবজি এবং বিভিন্ন ধরনের ফসল ফলাতে শুরু করেছেন। এবং সেখান থেকে কিন্তু এসব যে এসব চাষ করার শিক্ষা নিয়েছে।মানুষ যতই বয়স হয়ে যাক না কেন। সে মানুষ জীবিকা নির্বাহ করতে জানলে। তার পরিশ্রম কখনো বিফলে যায় না। যেমন এ মানুষ অনেক অনেক ভালোভাবে। তিনি চলাফেরা করতেছেন। এবং অনেক ফসল ফলাতে পারেন। তার জন্য সেখান থেকে তিনি কিন্তু জীবিকা নির্বাহ করতে পারেন। এবং তার পরে দেখে আমি অনেক খুশি হয়েছি। যে এনাদের মত মানুষ অনেকে আছে। তারা কিন্তু নিজেদের জমিতে সবজি চাষ করে।

IMG_20241214_081257.jpg

I am very nice to you. I appeared with my winter story. I shared it very nicely. I hope this is my story this morning. You will like it very much. You will be well and be healthy. I will always try. Take the story of my beautiful day. To be present among you. Because I am here with my faith.I am here to work on the platform. And after a few days after working on this platform. I recognize something. And for that he gave me the responsibility of the community here. And I am doing my duty. Where I will do my best and work. And I'm here to believe. And I'm entrusted here. I will never leave the platform.Please let me know if there is anything wrong with my work. I will try to correct that. And I will be behind everyone. So that I can help everyone. People for people.I could not have imagined that I will gradually meet so many people here. I have come this far to get that man's love. I want to meet more people. I can take myself further for those people. Then maybe through me. More people will come. And through me those people will reach far. I hope I can do something good for those people.This is how one person benefits another person. And if he benefits, he is human. But love can go a long way. And here we want to go far by cooperating with each other. We want to work together to make the platform even better. There may have been no one on the platform but gradually more people will come.There are millions of people in the world. Half percent of them seem to work on this platform. This is how we get to know each other together. And when people meet people. Can know many things. What I don't know maybe that person knows because I know from him. I can know that unknown thing. And if I know many things in this way, I will know about many jobs here, I will be able to convince other people about the jobs through me.

আমি আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে। আমার শীতের গল্প নিয়ে আমি উপস্থিত হয়েছিলাম। আমি অনেক সুন্দর ভাবে শেয়ার করেছি। আমি আশা করব আমার আজকের দিনের এই সকালের গল্পটি। আপনাদের মাঝে অনেক ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমি সবসময় চেষ্টা করব। আমার সুন্দর একটি দিনের গল্প নিয়েৃ। আপনাদের মাঝে উপস্থিত হওয়ার। কারণ আমি এখানে আমার বিশ্বাস নিয়ে এখানে আমি উপস্থিত হয়েছি।আমি প্লাটফর্মে কাজ করার জন্য আর এসেছি। আর এ প্লাটফর্মে কাজ করার পর কিছুদিন পরে। আমার কিছু পরিচয় হয়ে যায়। আর তার জন্য আমাকে এখানে কমিউনিটির দায়িত্ব দিয়েছেন। আর আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। যেখানে আমি আমার ভালোভাবে এবং কাজ করে দেবো। এবং আমি এখানে বিশ্বাস করে যাবো।এবং আমাকে বিশ্বাস করে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি কখনোই প্ল্যাটফর্ম ছেড়ে কখনো চলে যাবো না।আমার কাজের ভিতর কোনটা ভুল হলে অবশ্যই আমাকে বলবেন। আমি সেই কাজটি সংশোধন করার চেষ্টা করব। আর আমি আমার সবার পেছনে আমি থাকবো। যেন সবাইকে আমি সহযোগিতা করে যেতে পারি। মানুষ মানুষের জন্য।আমি ভাবতেও পারিনি এখানে ধীরে ধীরে এত মানুষের সঙ্গে পরিচয় হবে। সেই মানুষের ভালবাসা পাওয়ার জন্যই আমি এতদূর পর্যন্ত এসেছি। আমি চাই আরো মানুষের সঙ্গে আমার পরিচয় হোক। আমি সেই মানুষের জন্যই আমি আরো অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। তারপর আমার মাধ্যমে হয়তো। আরো অনেক মানুষ আসবে। এবং আমার মাধ্যমেই সেই মানুষগুলো অনেক দূর পর্যন্ত পৌঁছাবে। আমি আশা করি সে মানুষদের জন্য আমি ভালো কিছু করতে পারি।এভাবেই তো একটা মানুষ একটা মানুষের উপকার করে। আর উপকার করলে সে মানুষ। কিন্তু অনেক দূর পর্যন্ত ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারে। আর এখানে তো আমরা একে অপরের সহযোগিতা করে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই। আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করে প্লাটফর্মকে আরো সুন্দর করে গড়ে তুলতে চাই। প্লাটফর্মটিতে এক সময় হয়তো কেউ ছিলনা ধীরে ধীরে আরো মানুষ আসবে।পৃথিবীতে লাখো কোটি মানুষ আছে। তার ভিতর অর্ধেক শতাংশ মনে হয় এই প্লাটফর্মে কাজ করে। এভাবে যেন আমরা একসঙ্গে অপরের সঙ্গে পরিচয় হয়। আর মানুষ মানুষের সঙ্গে পরিচয় হলে। অনেক কিছু জানতে পারে। যা আমি জানিনা হয়তো সে মানুষ জানে আমি তার কাছ থেকে জেনে। সেই অজানা কথাটা আমি জানতে পারবো। আর এভাবে অনেক কিছু জানলে আমি এখানে অনেক কাজ সম্পর্কে জানতে পারবো আমি আমার মাধ্যমে অন্য মানুষকে কাজ সম্পর্কে বোঝাতে পারবো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!