The story of fishing with a bow.

in blurt-188398 •  3 months ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you. I will share with you today. The story of fishing with a bow.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে শেয়ার করবো আপনাদের মাঝে। বরশি দিয়ে মাছ ধরার গল্প।

IMG_20241007_111911.jpg
There is no such person in the world. who doesn't like fish Everyone in the world loves my fish. And often we eat fish every day. Let's begin. Who of you was fishing as a child? I like fishing very much. Some like it with a bow. Some people like to fish by drying the water in the canals. But today I will talk about a younger brother. He is very much a fishing expat. Naam Riad loves to fish.

পৃথিবীতে এমন কোন মানুষ নেই। যে মাছ পছন্দ করেনা। পৃথিবীর প্রত্যেকটা মানুষই আমার মাছ পছন্দ করে। আর প্রায়ই আমরা প্রত্যেকদিন মাছ খেয়ে থাকি। চলুন শুরু করা যাক। আপনারা কে কে ছোটবেলায় মাছ ধরছেন। মাছ ধরতে কিন্তু খুবই ভালো লাগে। কেউ বরশি দিয়ে পছন্দ করে। কেউ খাল বিলে পানি শুকিয়ে মাছ ধরতে পছন্দ করে। কিন্তু আজকে আমি একটা ছোট ভাইয়ের কথা বলব। সে খুবই মাছ ধরার এক্সপাট। নাম রিয়াদ মাছ ধরতে সে খুবই পছন্দ করেন।

IMG_20241007_111913.jpg

You can see a putty fish in Barashi. There are many other small boys in our area. They are also very fond of fishing. I like to fish like that too. Whenever the river was full we used to sit and run in the river. This is for small fishing. But besides these small fish, big fish were caught. Suddenly, the mind becomes much happier.

বড়শিতে দেখতে পাচ্ছেন একটি পুটি মাছ। আমাদের এলাকায় আরো অনেক ছোট ছেলে পেলে আছে। তারাও মাছ ধরতে খুবই পছন্দ করে। ঠিক আমিও এরকম মাছ তুলতে পছন্দ করি। যখনই নদী ভরে যায় তখনই আমরা বসে নিয়ে নদীতে দৌড় মারতাম। এই ছোট মাছ ধরার জন্য। কিন্তু এই ছোট মাছের পাশাপাশি বড় মাছ ধরতো। হঠাৎ করে তখন মনটা আরো অনেক খুশি হয়ে যায়।

IMG_20241007_111944.jpg

Fishing is ageless. If we grow up, that's when we go fishing. But think back to those childhood days. But I will never get back. In those days we used to play sport like fishing. Those days will never come back. Thinking back to those fishing times makes me want to go back.

মাছ ধরার সময় বয়স লাগে না। যদি আমরা বড় হয়ে যায় সেই সময়ও মাছ ধরা যা। কিন্তু আপনারাও ভাবুন সেই ছোটবেলা দিনগুলো। কিন্তু আর কখনো ফিরে পাবো না। সেই দিনগুলোতে আমরা যেভাবে মাছ ধরতাম খেলাধুলা করতাম। সেই দিনগুলো আর কখনো ফিরে আসবে না। সেই সময়ের মাছ ধরার সময়ের কথা ভাবলে ফিরে যেতে ইচ্ছে করে।

IMG_20241007_111947.jpg

IMG_20241007_113054.jpg

This world is normal when you are young. As you grow older, you will remember those days. But even if I remember that day. Never get those days back. It is never possible if we want to. So if you are interested in fishing, then fish die when you get old, you will be fine, stay healthy, take love.

এই পৃথিবীর নিয়মিতাই যখন আপনি ছোট থাকবেন। ধীরে ধীরে বড় হবেন ততই সেই দিনগুলোর কথা মনে পড়বে। কিন্তু সেই দিনের কথা মনে পড়লেও। কখনো সেই দিনগুলো ফিরে পাওয়া যায় না। আমরা চাইলে কখনো সম্ভব না। তাই মাছ ধরার যদি আগ্রহ থাকে তাহলে বয়স হলে মাছ মারা যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নিন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!