Photography of growing vegetables in the garden.

in blurt-188398 •  2 months ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I have reappeared among you. I have a very nice post. I hope you will like the post.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি। আমার খুবই সুন্দর একটি পোষ্ট নিয়ে। পোস্টটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে আমি আশা করবো।

IMG_20241026_165404.jpg

The sky was very cloudy in our area since last 2-3 days. And there was a lot of rain so I enjoyed a lot of beautiful rain since morning. I didn't go out. I didn't like anything. Thus I spent from morning till afternoon. Then I went out on time.I like afternoon time every day. When I wandered outside a bit. Then I saw a small garden and a farmer there to plant trees. Entered his own garden in the afternoon.I entered this garden to collect pictures. I like the environment in the garden because it is always kept clean.

গত ২-৩ দিন থেকে আমাদের এলাকায় আকাশে অনেক মেঘলা ছিল। এবং অনেক বৃষ্টি ছিল তাই আমি সকাল থেকে অনেক সুন্দর বৃষ্টি উপভোগ করেছি। আমার বাহিরে যাওয়াই হয়নি। আমার কিছুতেই ভালো লাগছিল না। এভাবে আমি সকাল থেকে বিকেল পর্যন্ত কেটে দিলাম। এরপর আমি বাহিরে গেলাম সময় করে।বিকেলের সময়টুকু আমার প্রত্যেক দিনেই ভালো লাগে। আমি যখন বাইরে একটু ঘোরাফেরা করলাম। তারপর দেখলাম একটি ছোট বাগানে এবং সেখানে একজন কৃষক গাছ লাগানোর জন্য। বিকেলবেলা তার নিজের বাগানে প্রবেশ করেছে।আমি ছবি সংগ্রহ করার জন্য আমি এই বাগানে প্রবেশ করেছিলাম। বাগানে পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ সবসময় এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে।

IMG_20241026_165455.jpg

Look at this picture. As many trees are seen here. These have been planted in this garden some time ago. A lot of care has been taken here since then. These trees have grown a lot. After a few days the vegetables will start catching.A good farmer takes care here regularly. And here it appears that he is also planting tomato plants here. Because he gets the afternoon time after work every day. He spends that time in this garden. Because if you want to be a good farmer, you must keep that garden.Farmer Bhai's house is near me. He is a working minor. Then whatever time he gets, he spends such time on his own land. Each time before winter on his own land. Some vegetable plants are planted in advance like this.I consider this brother to be a successful farmer now. Because he is after work. As much time as possible. He cultivates vegetables with his own garden time.

আপনারা এই ছবিতে লক্ষ্য করুন। এখানে যতগুলো গাছ দেখা যাচ্ছে। কিছুদিন যাবত আগেই এই বাগানে এইসব রোপন করা হয়েছে। এরপর থেকে এখানে অনেক যত্ন নেয়া হয়েছে। অনেকটাই বড় হয়ে গিয়েছে এই গাছগুলো। কিছুদিন পর থেকে সবজি ধরা শুরু করবে।ভালো একজন কৃষক এখানে নিয়মিত তিনি যত্ন নেন। এবং এখানে দেখাও যাচ্ছে তিনি আরো এখানে টমেটোর গাচ রোপন করতেছে। কারণ তিনি প্রতিদিন চাকরি শেষে বিকেল বেলার সময়টুকু পায়। সেই সময়টুকু এই বাগানে তিনি দিয়ে থাকেন। কারণ একজন ভালো কৃষক হতে গেলে সেই বাগানে অবশ্যই রাখা উচিৎ।কৃষক ভাইয়ের বাড়ি আমার আশেপাশেই রয়েছে। তিনি একজন চাকরিজীবী ছোটখাটো। তারপর যেটুকু সময় পায় তার নিজের জমিতে এরকম সময় দিয়ে থাকেন। প্রতিবার শীতের আগে তার নিজের জমিতে। এই রকম অগ্রিম কিছু সবজি গাছ রোপন করে থাকেন।আমি এই ভাইকে এখন সফল কৃষক বলে মনে করি। কারণ তিনি চাকরির পর। যেটুকু সময় পায়। তার নিজের বাগানের সময় দিয়ে সবজি চাষ করে থাকেন।

IMG_20241026_165459.jpg

IMG_20241026_165500.jpg
We are a little far from here. There is a lot of land. Where farmers cultivate various vegetables. Now winter is upon us. All vegetables are cultivated there.Those vegetables have been planted in advance season. Now only when the winter goes well. The vegetables that will be collected from the garden. After that, you will earn money by selling it.There is no such person in that place. Like growing vegetables. Even if people have little land. That place has land. And grows all kinds of vegetables. They also have a small business.An interested candidate looks at the farmer's work. I like it very much. Because he will surely succeed one day or the other. Because he has been working hard on his own land for a long time. And the success of this hard work will come one day. He just has to be patient and cultivate vegetables well in his garden. Then you can do a lot of good things from there.

আমাদের এখান থেকে অল্প একটু দূরে। অনেক বড় জমির রয়েছে। যেখানে কৃষকেরা সেখানে রকমের সবজি চাষ করে থাকেন। এখন আমাদের মাঝে শীত চলে এসেছে। সেখানে সব সবজি চাষ করে থাকেন।অগ্রিম মৌসুমে সেই সবজিগুলো রোপন করা হয়ে গিয়েছে। এখন শুধু ভালোভাবে শীত চলে আসলে। সেই সবজি যেগুলো বাগান থেকে সংগ্রহ করবে। তারপরেই বিক্রয় করে সেখান থেকে টাকা উপার্জন করে থাকবে।সেই জায়গাটিতে এমন কোন মানুষ নেই। যে সবজি চাষ করার মত। মানুষের অল্প করে জমি হলেও। সে জায়গাটিতে জমি রয়েছে। এবং সব রকমের সবজি চাষ করে। তারাও ছোটখাটো একটা ব্যবসা করে থাকে।একজন আগ্রহী প্রার্থী কৃষকের কাজ দেখে। আমার অনেক ভালো লাগে। কারণ সে একদিন না একদিন অবশ্যই সফল হবে। কারণ তিনি তার নিজের জমিতে দীর্ঘদিন ধরে পরিশ্রম করর।আর এই পরিশ্রমের সফলতা একদিন আসবেই।, শুধু ধৈর্য ধরে নিজের বাগানে ভালোভাবে সবজি চাষ করতে হবে। তাহলে সেখান থেকে অনেক ভালো কিছু করতে পারবে।

IMG_20241026_165510.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!