আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে অনেক সুন্দর ভাবে একটি পোস্ট। আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করবো। পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিন্তু কলা খেতে পছন্দ করে। এই কথা কিন্তু নতুন কিছু নয়।আপনাদের মাঝে পোস্ট করার জন্য। আমাকে এর রেগুলার ছবি সংগ্রহ করতে হয়। আর এই কারণেই কিন্তু আমি আমার নিজের বাড়ি থেকে। আমার গ্রামে ঘুরতে গিয়েছিলাম। আমার কলা বাগান চোখে পড়লো।আমাদের দেশের কৃষকরা। কিন্তু কলা চাষ করে অনেকটা সাফল্য হয়েছে। আমাদের গ্রামে অনেক কৃষকরা রয়েছে। তাদের নিজেদের জমিতে অনেক সুন্দর ভাবে শাড়িবদ্ধ ভাবে কলা গাছ লাগিয়েছে। সেই মানুষ কিন্তু অনেক ভাগ্যবান।একজন কৃষক মানুষ। অনেক পরিশ্রম করে তার নিজের জমিতে কলা গাছ লাগিয়েছে। এরপর দীর্ঘদিন সেই বাগানে পরিশ্রম করেছে। সকাল বিকাল কলা গাছের যত্ন নিয়েছে। এরপর ধীরে ধীরে গাছে কলা ধরতে শুরু করলো। সেই সঙ্গে তখনই কিন্তু সেই কৃষকের মুখে হাসি ফুটল। এই হাসি কিন্তু দীর্ঘদিনের পরিশ্রমের। কয়েক মাস এই বাগানের পরিশ্রম করেছে। আর এই পরিশ্রম সফলতা পেয়েছে। এখন শুধুমাত্র সেই কলা বড় হওয়ার অপেক্ষা।এভাবেই কিন্তু দীর্ঘদিন কষ্ট। এবং পরিশ্রম করে একজন কৃষক সফলতা অর্জন করতে পারে। আমাদের দেশ থেকে অন্য দেশেও কিন্তু এই কলা রপ্তানি হয়ে থাকে। কারণ আমাদের দেশ থেকেই অন্য দেশে চলে যায়। কারণ আমাদের দেশের মানুষ অনেক কঠোর পরিশ্রম করে। ঠিক এভাবেও আমাদেরকে পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নিজেকে পরিশ্রম করতে হবে কিভাবে সফলতা অর্জন করা যায় কিভাবে কৃষি কাজ শিখলে ভালো কিছু জীবনে করা যাবে। আমাদেরকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা যত বেশি বেশি কৃষি কাজ শিখতে পারবো। ততই জীবনে ভালো কিছু সফল হওয়ার জন্য আসবে। আমি লক্ষ্য করেছি এখন। বেশিরভাগ মানুষই কৃষি কৃষি কাজের ওপর নির্ভরশীলতা। সেই নির্ভরশীলতা নিয়ে কিন্তু কঠোর পরিশ্রম করে যাচ্ছে। যাইহোক আমি আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে একটি পোস্ট উপস্থাপন করলাম। আমি আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখানেও কঠোর পরিশ্রম করার জন্য উপস্থিত হয়েছি। আমাদের সামনে এগিয়ে যেতে আরো ভালো কিছু করতে হবে। তাহলে দীর্ঘদিন আমাদেরকে এখানে পরিশ্রম করতে হবে। ভালোভাবে পোস্ট করতে হবে একে অপরের পোস্ট মন্তব্য করতে হবে। এবং এই প্লাটফর্মকে আরো ভালো কিছু দেখাতে হবে।
Alhamdulillah I hope you are all well. Alhamdulillah I am very well today a very nice post. I will try to present it to you. Every person in the world likes to eat bananas. This is not new. To post it to you. I have to collect regular pictures of it. And this is why I went from my own home. To visit my village. My banana garden came into view. The farmers of our country. But there has been a lot of success in cultivating bananas. There are many farmers in our village. They have planted banana trees in their own land in a very beautiful way. But those people are very lucky.A farmer is a man. He has planted a banana tree on his own land with a lot of hard work. Then he has worked in that garden for a long time. He has taken care of the banana tree in the morning and evening. Then he slowly started picking bananas from the tree. At that moment, a smile appeared on the farmer's face. This smile is the result of a long time of hard work. He has worked in this garden for several months. And this hard work has been successful. Now he is just waiting for the banana to grow.This is how a farmer can achieve success by suffering for a long time. And by working hard. This banana is also exported from our country to other countries. Because it goes from our country to other countries. Because the people of our country work very hard. Just like this, we have to work hard and move forward. We have to work hard on ourselves, how to achieve success, how to do good things in life by learning agricultural work. We have to focus on that. The more we can learn agricultural work, the more good things will come in life to be successful. I have noticed now. Most people are dependent on agricultural work. But they are working hard on that dependence. However, I have presented a post to you in a very beautiful way. I hope you will like it a lot. Alhamdulillah, we have come here to work hard. We have to do better to move forward. So we have to work hard here for a long time. We have to post well, comment on each other's posts. And this platform has to show something better.