My pet poet has a baby.

in blurt-188398 •  2 months ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you. Today again with a beautiful post. I have pet pigeons in my house. That poet's child is rising very nicely with this. I will present a post

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আবারও একটি সুন্দর পোস্ট নিয়ে। আমার বাড়িতে আমার গৃহপালিত কবুতর রয়েছে। সেই কবিতরের বাচ্চা উঠছে খুব সুন্দর ভাবে এই নিয়ে। আমি একটি পোস্ট উপস্থাপন করবো

IMG_20241016_162339.jpg

It was a very happy day for me. The poems that are in my house a few days ago. Their eggs hatched. I am very happy. 18 days later and my house has a baby pigeon. I am raising them very nicely with food.It happened a few months ago. I took poetry to my home as a hobby. I cherished them for a long time. When they grew up, they laid eggs at home. I tried a lot to get them home. Tried to observe Lagaan very nicely. However, it did not happen after a few days. I took a pair of pigeons from one of my brothers.From there slowly started to become pigeons in my house. Many poems were written in my house. But one more thing I want to tell you but because of a problem in our house. I sold those poems. And a pair were poets in my house.This pair laid eggs at home a few days ago. Then slowly and with the eggs, these babies are raised. When these children are a little older. Then I photographed them and then I am presenting them to you. I love animals very much. I want to raise them.

আমার জন্য অনেক আনন্দের একটি দিন ছিল। গত কয়েকদিন আগে আমার বাড়িতে যে কবিতর গুলো রয়েছে। তাদের ডিম থেকে বাচ্চা উঠেছে। আমি খুবই খুশি হয়েছি। ১৮ দিন পর আর আমার বাড়িতে কবুতরের বাচ্চা উঠেছে। আমি তাদেরকে খুবই সুন্দরভাবে খাবার দিয়ে বড় করতেছি।কয়েক মাস আগের ঘটনা। আমি শখ করে আমার বাড়িতে কবিতর নিয়েছিলাম। দীর্ঘদিন তাদের লালন পালন করলাম। অনেক বড় হয়েছিল তারা বাড়িতে ডিম দিয়েছিল। আমি অনেক চেষ্টা করেছি তাদেরকে বাড়িতে। খুব সুন্দরভাবে লালন পালন করার চেষ্টা করেছি। তবুও হয়নি তারপর আরো কিছুদিন পর। আমার একটি ভাইয়ের কাছ থেকে আমি এক জোড়া কবুতর নিয়েছিলাম।সেখান থেকে ধীরে ধীরে আমার বাড়িতে কবুতর হতে শুরু করল। আমার বাড়িতে অনেকগুলো কবিতর হয়েছিল। তবে একটা বিষয় আমি আরো আপনাদের বলতে চাই কিন্তু আমাদের বাড়িতে একটা সমস্যার কারণে। আমি সেইগুলো কবিতর বিক্রয় করে দিয়েছিলাম। আর এক জোড়া আমার বাড়িতে কবিতর ছিল।এই এক জোড়ায় কয়েক কিছুদিন আগে বাড়িতে ডিম দিয়েছিল। তারপর ধীরে ধীরে আর ডিমের তা দিয়ে এই বাচ্চা গুলো উঠিয়েছে। যখন এই বাচ্চাগুলো একটু বড় হল। তারপর তাদের ফটোগ্রাফি করলাম এরপরে আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি। আমি প্রাণীগুলোকে অনেক ভালোবাসি। আমি এদের বড় করতে চাই।

IMG_20241016_162347.jpg

IMG_20241016_162351.jpg

When I am with this child and parents. I will take it to the market and sell it. Then I will feel a lot of pain inside. Because I have been keeping these animals in my house for a long time. Then I gave them away from my house. How I will miss them. This is all I know.Although I sell with poets and children. Don't let them suffer. I will sell them that way. They can go together to any house. Because when I sell. Any person will definitely buy them. And I will try to sell it that way. Because the animals will suffer a lot if they are separated.These poems of mine never get old. But it will take some more time to get bigger. Only two children's eyes are open. I want as many animals as there are in our world. Those we cherish will always try. We should never let them suffer. We bring them home to cherish. From anywhere because they are ignorant.

যখন আমি এই বাচ্চা আর মা-বাপ সহকারে। আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করব। তখন আমার ভিতরে অনেকটা কষ্ট লাগবে। কারণ আমি অনেকদিন যাবত এই প্রাণীগুলোকে আমার বাড়িতে রাখছি। তারপর আমার বাড়ি থেকে তাদেরকে আমি দূরে দিয়ে দিলাম। আমার আমি কতটা তাদেরকে মিস করবো। এটা আমি শুধু জানি।আমি কবিতর এবং বাচ্চা সহকারে বিক্রি করলেও। তাদের যেন কষ্ট না হয়। আমি সেইভাবে তাদেরকে বিক্রি করব। তারা যেন একসঙ্গে এক জায়গায় যেতে পারে যেকোনো বাড়িতে। কারণ আমি যখন বিক্রি করব। যে কোন একটা ব্যক্তি তো তাদেরকে অবশ্যই কিনবে। আর আমি সেভাবেই বিক্রি করার চেষ্টা করবো। কারণ প্রাণীগুলো অনেক কষ্ট পাবে তারা আলাদা হয়ে গেলে।আমার এই কবিতরগুলোর বেশিদিন বয়স হচ্ছে না। তবে আরও বড় হতে আরো কিছুদিন সময় লাগবে। কেবল দুইটি বাচ্চার চোখ ফুটছে। আমি চাই আমাদের পৃথিবীতে যত প্রাণীগুলো রয়েছে। যাদের আমরা লালন পালন করে থাকি সব সময় চেষ্টা করে যাবো। আমরা তারা যেন কখনো কষ্ট না পায়। আমরা তাদের জন্য লালন পালন করার জন্য আমাদের বাড়িতে নিয়ে আসি। যেকোন স্থান থেকে হোক না কেন কারণ তারা অবুঝ।

IMG_20241016_162412.jpg

IMG_20241016_162433.jpg

IMG_20241016_162515.jpg

IMG_20241016_162531.jpg

There are many animals in the world. Those we keep as pets. Poultry, cow, goat and many other types of animals. We also observe them and different types.Rabbit is a familiar animal to many of us. If these quail birds are reared, then a lot of money can be earned from it. Rabbits give birth many times a year. If we nurture them at home. But a lot of money can be earned from there. But the house must be made of clay. Because they love to kill the soil. If the quail bird is reared. They have to make a house very nicely. But they must pay the chaff. Because the chaff will move around and give you a bump.

পৃথিবীতে অনেক প্রাণী রয়েছে। যাদের আমরা গৃহপালিত হিসেবে লালন পালন করে থাকি। হাঁস মুরগি গরু ছাগল আরো অনেক ধরনের পশুপাখি রয়েছে। তাদেরকেও আমরা পালন করে থাকি এবং বিভিন্ন ধরনের।আমাদের অনেকের পরিচিত প্রাণী রয়েছে খরগোশ। কোয়েল পাখি এইসব যদি লালন পালন করা হয় তবে সেখান থেকে অনেক টাকা উপার্জন করা যায়। খরগোশ কিন্তু বছরে অনেকবার বাচ্চা দিয়ে থাকে। তাদের যদি আমরা বাড়িতে লালন পালন করে থাকি। তবে সেখান থেকে অনেক টাকা উপার্জন করা যাবে। তবে মাটির বাড়ি হতে হবে। কারণ তারা মাটি খুনন করতে অনেক পছন্দ করে। আবার কোয়েল পাখি যদি লালন পালন করা হয়। তাদেরকে খুব সুন্দরভাবে একটি ঘর বানিয়ে দিতে হবে। তাদেরকে কিন্তু অবশ্যই তুষ দিতে হবে। কারণ তুষ ঘোরাফেরা করবেন ঠোকর দিবে।

IMG_20241016_162535.jpg

IMG_20241016_162556.jpg

Why did God create animals? We will take care of them. Because we can understand everything and speak. Because they can't talk. Because they were created to serve. Let's all come together in this world and never hurt these animals.

প্রাণীগুলোকে সৃষ্টিকর্তা কেন সৃষ্টি করেছে। আমরাই তাদেরকে দেখাশোনা করব। কারণ আমরা সবকিছু বুঝতে পারি কথা বলতে পারি। কারণ তারা কথা বলতে পারে না। কারণ পালন করার জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই পৃথিবীতে আসুন আমরা সবাই মিলে এই প্রাণীগুলোকে কখনোই কষ্ট দিব না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!