The story of fishing in Nagar river of our village.

in blurt-188398 •  2 months ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you. With a nice post. Today's post is about people catching a lot of fish in the river. I will show you that relationship.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। একটি সুন্দর একটি পোস্ট নিয়ে। আজকের এই পোস্টটি হল নদীতে মানুষ অনেক মাছ ধরতেছে। আমি সেই সম্পর্ক নিয়েই আমি আপনাদের মাঝে তুলে ধরব।

IMG_20241019_121149.jpg

I sincerely apologize for how late the pictures are. Let's go with the pictures of that day. I present the post to you. I have been very busy on this side of mine since morning. I didn't know there were so many fish in the river.Our Nagar river is very beautiful. Flowed past our village. Ever since I was a child, I have loved fishing in rivers. Besides, I have bathed in the river many times. Can't shower now. Because we have many factories here. Due to which polluted water is released here.Due to the fact that there are many factories in our area. A lot of washing and getting dirty. Due to which many people are getting sick.Due to mill factory in our area. The people of some villages have benefited a lot. Because there is no other activity in our area. And because of this call factory. Many people are working here and earning a lot of money. As a result of which many people are moving in the normal way.When I remember that childhood. I miss that childhood a lot. Because as a child I used to go fishing with a bow. Then how many fish I used to catch from there. Then I used to go to school with that fish fry.Watching younger brothers fishing. I want to go back to my childhood. But it is never possible to go back to childhood. Those days come once in every person's life. Those who will be born in this world after us. Then one of those younger brothers will come this time. They will miss us like this. Those childhood days are so beautiful.

ছবিগুলো কত কালে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চলুন সেই দিনের ছবিগুলো নিয়ে। আপনাদের মাঝে আমি পোস্টটি তুলে ধরি। আমি সকাল থেকে আমার এই দিকে অনেক ব্যস্ত ছিলাম। আমি জানতাম না নদীতে এত মাছগুলো জেগে উঠেছে।আমাদের এই নাগর নদী অনেক সুন্দর । আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে। আমি অনেক ছোটবেলা থেকেই আমি নদীতে মাছ ধরতে পছন্দ করি। তাছাড়া নদীতে অনেক সময় আমি গোসল করেছি। এখন আর গোসল করা যায় না। কারণ আমাদের এখানে অনেক কলকারখানা হয়েছে। যার কারণে এখানে দূষিত পানি ছেড়ে দেয়।আমাদের এলাকায় অনেক বেশি কারখানা হওয়ার কারণে। অনেক ধোয়া এবং দূষিত হয়ে পড়তেছে। যার ফলে অনেক মানুষ হয়ে অসুস্থ পড়তেছে।আমাদের এলাকায় কল কারখানা হওয়ার কারণে। কয়েকটি গ্রামের মানুষের অনেক সুবিধা হয়ে পড়েছে। কারণ আমাদের এলাকায় অন্য কোন কাজকর্ম নাই। আর এই কল কারখানা হওয়ার কারণে। এখানে বহু মানুষ কাজকর্ম করে অনেক টাকা উপার্জন করতেছে। যার ফলে অনেক মানুষ স্বাভাবিক পথে চলাফেরা করতেছে।আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়লে। সেই ছোটবেলার কথা আমি অনেক মিস করি। কারন সেই ছোটবেলায় আমি বরশি দিয়ে মাছ ধরতে যেতাম। তারপর সেখান থেকে কতগুলো আমি মাছ ধরে আনতাম। তারপর সেই মাছ ভাজি নিয়ে আমি স্কুলে যেতাম।ছোট ভাইদের মাছ ধরার দেখে। সেই ছোটবেলার ফিরে যেতে ইচ্ছে করতেছে। কিন্তু ছোটবেলা ফিরে যাওয়া কখনোই সম্ভব না। প্রতিটা মানুষের জীবনে সেই দিনগুলো একবারে আসে। আমাদের পর আবার যারা এই পৃথিবীতে জন্ম নিবে। তারপর সেই ছোট ভাইদের এইরকম একটি এই সময় আসবে। তারাও এইরকম আমাদের মত মিস করবে। সেই ছোট্ট বেলার দিনগুলো অনেক সুন্দর।

IMG_20241019_120929.jpg

IMG_20241019_121002.jpg

When I suddenly remembered. I need to collect some pictures. At that time we went to this Nagar river. I went there and saw a lot of people here. But this rush started from ten in the morning. The reason is due to the release of water seen here. A lot of fish wake up here.All ages are here. Came here to fish. I saw a boy who was very patient. Here they are catching fish from the water. And this boy got a lot of fish.I heard from them. They got a lot of fish. And they are very happy because they are very patient. Came here to fish. Due to which many more fishes have been obtained. I also once went to such a river. Then I sat there for a long time. I collected fish from there.If only I had received news of this fishing. But how much joy came to my mind. But I am very sorry that I did not know. That is how this river of ours wakes up.There is no such district or village. Where there is no river. Every village area has such rivers. Every man likes to fish for his own pleasure. Every man has the joy of fishing. And many people have many more interests. For example, there is a man in our area. He likes to fish a lot.

আমি হঠাৎ করে যখন আমার মনে পরল। আমার কিছু ছবি সংগ্রহ করতে হবে। সেই সময আমাদের এই নাগর নদীতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি এখানে অনেক মানুষের ভিড়। তবে এই ভিড় শুরু হয়েছে সকাল দশটা থেকে। কারণ এখানে দৃষিত পানি ছেড়ে দেওয়ার কারণে। অনেক মাছ এখানে জেগে উঠেছে।এখানে ছোট বড় সকল বয়সের। এখানে মাছ ধরতে এসেছে। আমি একটা ছেলেকে দেখলাম সে অনেক ধৈর্য ধরে। এখানে পানির ভিতর থেকে মাছ ধরতেছে। আর এই ছেলেটি অনেকগুলো মাছ পেয়েছে।আমি তাদের কাছে থেকে শুনতে পেলাম। তারা অনেক বেশি মাছ পেয়েছে। এবং তারা অনেক খুশি হয়েছে কারণ তারা অনেক ধৈর্যশীল ভাবে। এখানে মাছ ধরতে এসেছে। যার কারণে অনেক বেশি বেশি মাছ পেয়েছে। আমিও একটা সময় এরকম নদীতে গিয়েছিলাম। তারপর আমি সেখানে বসে থেকে অনেক সময় ধরে। আমি সেখান থেকে আমি মাছ সংগ্রহ করেছিলাম।যদি এই মাছ ধরার খবর যদি আমি পাইতাম। তবে আমার মনে কত আনন্দ আসতো। তবে আমার খুবই দুঃখজনক যে আমি জানতাম না। যে আমাদের এই নদীতে এরকম ভাবে জেগেছে।এমন কোন জেলা কিংবা গ্রাম নেই। যেখানে নদী নেই। প্রত্যেকটা গ্রাম এলাকায় এরকম নদীর রয়েছে। প্রতিটা মানুষই তার মনে আনন্দে মাছ ধরতে পছন্দ করে। প্রতিটা মানুষের ভিতরে আনন্দ আছে মাছ ধরার। এবং অনেক মানুষের আরো অনেক বেশি আগ্রহ রয়েছে। যেমন আমাদের এলাকায় একটা মানুষ আছে। তিনি অনেক মাছ ধরতে পছন্দ করেন।

IMG_20241019_121109.jpg

IMG_20241019_121122.jpg

This Nagar river when I went for photography. I saw all these people fishing. Photographed very beautifully. Because I love taking fishing photos.Many such days have passed in life. Which can never be recovered. There will be many such moments in our life when I grow up. When those moments are grown up. Actually this is the world. It was a very beautiful time.

এই নাগর নদীটা আমি যখন ফটোগ্রাফি করার জন্য গেলাম। আমি মাছ ধরা দেখে এই সমস্ত মানুষের। অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছি। কারণ মাছ ধরা ছবিগুলো তুলতে আমার অনেক অনেক ভালো লাগে। জীবনে এরকম অনেক দিনগুলো চলে গেছে। যা কখনো ফিরে পাওয়া সম্ভব না। আমাদের জীবনে এরকম অনেক মুহূর্ত আমারও আসবে সব বড় হলে। যখন যে মুহূর্তগুলো বড় হলে পাবো। আসলে দুনিয়াটা এইরকম। অনেক সুন্দর হলো সময় ছিল।

IMG_20241019_121146.jpg

IMG_20241019_121147.jpg

1724837157292.jpg

My name is Md. Ariful Islam. I live in my Thana Kahalu Kashimala Village in Bogra District. I love the village since childhood. And I like the atmosphere of the village very much. I like photography very much.To further improve the beautiful platform. And to move further forward. I will work hard. May you be well and be healthy.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Brother, you are a very beautiful fish Share the picture with us

  ·  2 months ago  ·  

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।