In the afternoon I went to visit the vegetable garden in the village.

in blurt-188398 •  2 months ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am also very well. I am here again today. A short travel story. Went to travel from our village to another village. I went to travel to the end. There are many vegetable plantations. Where the farmers are busy with the work on the land every day.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আজকে আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ছোট্ট একটি ভ্রমণ গল্প নিয়ে। আমাদের গ্রাম থেকে অন্য একটি গ্রামে ভ্রমণ করতে গিয়েছিলাম। আমি যে প্রান্তে ভ্রমণ করতে গিয়েছিলাম। সেখানে অনেক শাক সবজির আবাদ রয়েছে। যেখানে কৃষকেরা প্রতিদিন যেখানে সারাদিন জমিতে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে।

IMG_20241102_162150.jpg

IMG_20241102_161923.jpg

Where I went to travel. Actually that place is very beautiful. Two kilometers away from our village. But the illusion of that afternoon was very good for me. That's why I walked all the way there. Many vegetable plants are planted here. Here you can see in the picture. Kalmi vegetables have been planted and I like to eat fried. Besides, purple can be made and eaten.These people grow vegetables in their own land in such a beautiful way. I am surprised. How caring people are. There is not only one land but many lands here. Impossible to calculate but for me. I have uploaded many pictures here. How come so many people suffer so much here.But winter has passed between us. People are interested in it. More and more vegetables have started growing here. But before that, all kinds of vegetables are cultivated here. I feel very good about this beautiful environment for him. You can see so many plants for that.

আমি যেখানে ভ্রমণ করতে গিয়েছিলাম। আসলে সেই জায়গাটা অনেক সুন্দর। আমাদের গ্রাম থেকে দুই কিলোমিটার দূরে। তবে সেই বিকেলের মায়াটা আমার কাছে অনেক ভালো ছিল। তার জন্য আমি এতদূর হাঁটাচলা করে সেখানে গিয়েছিলাম। এখানে অনেক কিছু সবজির গাছ লাগানো হয়েছে। এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। কলমি শাক লাগানো হয়েছে ভাজি খেতে ভালো লাগে। তাছাড়া কিন্তু বেগুনি বানিয়ে খাওয়া যায়।এত সুন্দর ভাবে এই মানুষগুলো নিজেদের জমিতে সবজি চাষ করে। আমি দেখে অবাক হয়েছি। কত যত্ন মান মানুষেরা। এখানে কিন্তু শুধু একটা জমি না এখানে অনেকগুলো জমি আছে। গননা করা অসম্ভব কিন্তু আমার পক্ষে। এখানে অনেক ছবি উঠিয়েছি। যে এত মানুষ কিভাবে এখানে এত কষ্ট করে।কিন্তু আমাদের মাঝে শীত গিয়েছে। তার জন্য আগ্রহীরা মানুষেরা। এখানে বেশি বেশি সবজি আবাদ শুরু করে দিয়েছে। কিন্তু তার আগে থেকেই সব ধরনের এখানে সবজি আবাদ করে। তার জন্য এত সুন্দর এই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে। তার জন্য এতগুলো গাছপালা দেখতে পাচ্ছেন।

IMG_20241102_162014.jpg

IMG_20241102_162125.jpg

I just went a little further. I have moved forward with photography. Here you can see another land. But onions are planted here. But the flower of the page has not grown yet. But within a few days onion flowers will be seen. However, red vegetables are seen here in another land.Red vegetables but for our body. A very important one. Blood has many benefits in our body. Very good for our health. For that we have to eat more and more of these red vegetables. For that you can see here that people have planted so many red vegetables.We have to pay attention to all aspects. How will our body be well? And if we try. Then in their own land and in such a small place. I can cultivate such red vegetables. But it will be beneficial in that direction. But if we can collect vegetables from there.

আমি শুধু একটু দূরে এগিয়ে গিয়ে আসলাম। আর ফটোগ্রাফি করে এগিয়েছি। এখানে আরেকটি জমিতে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পেঁয়াজ লাগানো হয়েছে। তবে এখনো পেজের ফুল বড় হয়নি। তবে কিছুদিনের মধ্যেই পেঁয়াজের ফুল দেখা যাবে। তবে এখানে আরও একটি জমিতে দেখা যাচ্ছে লাল শাক।লাল শাক কিন্তু আমাদের শরীরের জন্য। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে রক্তের অনেক উপকার করে থাকে। খুবই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তার জন্য আমাদের বেশি বেশি এই লাল শাক বেশি বেশি খেতে হবে। তার জন্য এখানে দেখতে পারছেন যে মানুষ এতগুলো লালশাক লাগিয়েছে।আমাদের সব দিকে গুরুত্ব দিতে হবে। আমাদের শরীর কিভাবে ভালো থাকবে। এবং আমরা যদি চেষ্টা করি। তাহলে নিজেদের জমিতেও এরকম অল্প জায়গাতেও। এরকম লাল শাক চাষ করতে পারি। তবে সেই দিকেই উপকার হবে। তবে সেখান থেকে যদি আমরা শাক সংগ্রহ করতে পারি।

IMG_20241102_162150.jpg

IMG_20241102_162152.jpg

IMG_20241102_162305.jpg

IMG_20241102_162312.jpg

Besides, some more vegetable trees have been planted here. Here you can see how beautifully pumpkin plants are planted. I have done this photography very nicely. Photographed here with sunrise. As I went for a walk here in the afternoon. Besides, brinjal trees have been planted here.All vegetables but we eat regularly. But it tastes even better this winter. The fun of these dishes is different. Because no curry is spoiled if it is cooked during winter. And there's a lot of fun.But the sim tree is seen here. Which we eat during winter months. Vaji Jhol is very tasty to eat and also has a great price for this vegetable.

তাছাড়াও এখানে আরো কিছু সবজির গাছ লাগানো হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে কুমড়োর গাছ লাগানো হয়। আমি অনেক সুন্দরভাবে এ ফটোগ্রাফি করেছি। এখানে সূর্যোদয়ের সঙ্গে ফটোগ্রাফি করা হয়েছে। যেহেতু আমি বিকেলের মুহূর্তে এখানে ঘুরতে গিয়েছিলাম। তাছাড়া এখানে বেগুনের গাছ লাগানো হয়েছে।সব সবজি কিন্তু আমরা রেগুলারই প্রায়ই খেয়ে থাকি। তবে এই শীতকালীন সময়ে আরো বেশি সুস্বাদু লাগে। এইসব খাবারের মজাই আলাদা। কারণ শীতের সময় কোন তরকারি রান্না করে রাখলে নষ্ট হয় না। আর বেশ কিছু মজা আছে।এখানে কিন্তু সিমের গাছ দেখা যাচ্ছে। যা আমরা শীতকালীন এ কয়েক মাস আমরা খেয়ে থাকি। ভাজি ঝোল অনেক খেতে অনেক স্বাদ এছাড়া প্রচুর দাম রয়েছে সীম এই সবজির।

IMG_20241102_162443.jpg

This is how the people of our area are. Can grow vegetables very nicely. And if these people can grow vegetables. But it will be very beneficial for us. Because we can collect and eat from there. Winter has no people left. Cultivating such vegetables. However here I went towards the river bank. I was surprised to see here. How beautifully these people are fishing here. In fact, I also caught fish like this when I was a child.Whatever you do you have to work hard. But from there you will surely succeed one day. Because I also work hard. And succeeded from there. And everyone will be fine and healthy. Definitely try to grow such vegetables in your own land. Because vegetables are very beneficial for our body.

এভাবেই যেন আমাদের এলাকার মানুষ। খুব সুন্দরভাবে সবজি চাষ করতে পারে। আর এই মানুষগুলো যদি সবজি চাষ করতে পারে। তবে আমাদের জন্যই অনেক উপকার হবে। কারণ আমরা সেখান থেকেই সংগ্রহ করে খেতে পারবো। শীতকালীন কোন মানুষের বাকি নেই। এরকম সবজি চাষ করা। যাইহোক এখানে আমি যখন নদীর পারে দিকে গেলাম। এখানে দেখে আমি অবাক হয়ে গেলাম। কত সুন্দর ভাবে এই মানুষ এখানে মাছ ধরতেছে। আসলে এরকম ছোটবেলায় আমিও কিন্তু মাছ ধরেছি।যে কাজেই হোক না কেন আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। তবে সেখান থেকে আপনি অবশ্যই একদিন সফল হবেন। কারণ আমিও অনেক পরিশ্রম করে। এবং সেখান থেকে সফল হয়েছি। এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। অবশ্যই নিজেদের জমিতে এরকম সবজি চাষ করার চেষ্টা করবেন। কারণ সবজি আমাদের শরীরের জন্য অনেক উপকার করে থাকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!